পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Զ: E সাধনা | হরিপ্রিয় দেবী ভয়ে শুকাইয়া গেলেন বটে, কিন্তু তার মিলি ঠাকুরাণী দেরিমাত্র না করিয়া বিনোদাকে শিখাইয়া দিলেন রেলে গিয়া বধূমাতার ঘরে দাড়াইয়া থাকে। - মিতিনকে চোক টিপিয়া কতক কথায় কতক বা ইশারায় বলিলেন “যতক্ষণ আমি না যাই ততক্ষণ দাড়িয়ে থাকবি, কথাবার্তা যায় শুনবি –বুজলি ? বিনোদ একটু অবজ্ঞার হাসি হাসিয়া গ্রা আমরা করে থাকি ” ততক্ষণ কুসুম কাদিতে কঁাদিতে হাসিতেছিল এবং ঠাকুরবির হাত থেকে আৰ্দ্ৰচুলের গোছ কাড়িয়া লইয়া কাপড়ের অন্তরালে ন। এইরূপ স্থির করিয়াছিল বটে, কিন্তু স্বরোর হাসি, আদর আর প্রশান্ত তীক্ষ্ণদৃষ্টিতে তার সমস্ত দৃঢ়ত এলাইয়া যাইতেছিল। এমন সময়ে বিনোদাদাসী দ্বারে আসিয়া দাড়াইল। এবং একটু পরে হাসিমুখে স্বয়ং মানদা ঠাকুরাণী হেলিতে ছলিতে আসিয়া জুটিলেন। সহজেই স্বরে বুঝিল,বউতে আর তাতে নির্জনে কথাবাৰ্ত্ত হয়, জেঠাইম এবং তাহার সহচরীদের সে ইচ্ছা নহে। এই চক্রান্তে আর কোন মেয়ে হইলে হয়ত পলায়ন স্থির করিত, কিন্তু স্বরবালার কৌতুহল ইহাতে উদ্দীপ্ত হইয়া উঠিল। স্বরে ইংরাজী বেশ বলিতে কহিতে শিথিয়াছিল। কুসুম তেমন বলিতে না পারুক, বলিলে বেশ বুঝিতে পারিত। অতএব স্বরোর ভারি ইচ্ছা হইতে ছিল, ইংরাজীতে কথাবাৰ্ত্ত কহিয়া তাদের মতলবটা ব্যর্থ করির দেয়। কিন্তু জেঠাইমার তুল্য পূজনীয় মিতিনমার সামনে সেটা কি ভাল দেখাইবে ? স্কুরোর ভারি লজ্জা করিতেছিল। যাহাঁই বিনোদ দ্বার পর্যন্ত যাইতে না যাইতে মানদী দেবী আবার তাহাকে ডাকিলেন এবং o হোক, নুরোর মনে কোন থল कुँ** क्लेिच न । বলিতে কখন ইতস্ততঃ করিত না। এবং এমন মেহকোমল ভাবে কৃতজ্ঞতা। 55 সে স্পষ্ট কথা তাহা বলিত যে কেহ তাহাতে কখন মৰ্ম্মে আঘাত পাইত না । উপস্থিত ক্ষেত্রে ও তাহার সেই মধুর কোমল স্পষ্টবাদিত সকলের মিতিনমার সঙ্গে খানিকটা গল্প করিয়াই স্বরে হাসিয়া বলিল, 影 "মিতিন মা জেঠাইমার কাছে একটু পরে যাব। বউর সঙ্গে আমার ছুটিয়া চলিল। তার হাসির অর্থ–“ঠাকরুণ, এমন কাজ রো গোটাকত কথা আছে। - আমাদের হুজনকে বাপু একটু একলা থাকতে দিতে হবে।” এ কথায় কুহুম নিজের বধুত্ব ভুলিয়া গিয়া অপেক্ষারত উচ্চ হাস্থ্য - o করিল এবং মানদা ঠাকরুণ একেবারে মাটি হইয়া গেলেন। “ত । তোমার সামনে বলতে পারবো না। বেশ ত মা বেশত, আমি উঠে যাচ্চি” বলিতে বলিতে ঠাকুরাণী মহাব্যস্তভাবে সে কক্ষ ত্যাগ করিলেন। বলা বাহুল্য তখন নির্জন পাইয়া স্বরে একে একে কুস্কমের সব কথাই শুনিল। কুসুম ভাবিয়ছিল সব কথাই গোপন করিবে, কিন্তু ঠাকুরবির কাছে কবে সে জিতিতে পারে ? তার উপর সে বা ভাবিয়াছিল, তাই ঘটিল –তার মনের কথা শুনিয়া স্বরে হাসিয়া হাদিয়া অস্থির হইল। কুসুম মহা অপ্রতিভ হইয়া গেল। - अिश्वन সময়ে দীনেন্দ্র আবার নিঃশব্দপদসঞ্চারে দ্বারে আসিয়া দাড়াহলেন। দুইজনের মনের কথা কিছু কিছু শুনিয়া ছিলেন, তাহাদের সঙ্কত্রিম সর্থীত্ব দেখিয়া মুগ্ধ হইলেন। দাদাকে দেখিয়া সুরবাল। একটু ব্যস্ত হইয়া দাড়াইল –বউ আবার মুখভার করিলেন । - আচ্ছ বোনটী, তোমরা বয়, আমি আর যাব না” বলিয়া দীনেন্দ্র বহিৰ্ব্বাটীতে ফিরিয়া গেলেন। i - --

--- 。 i .. t