পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-


-* : -

--- সাধনা । . " নক্ষত্রেরও উদয় অস্ত আছে এবং স্বৰ্য্য ও গ্ৰহগণেরও উদয় অন্ত । আছে। কিন্তু এই উভয় জাতীয় জ্যোতিষ্কের উদয় অস্ত বিষয়ে । বড়ই তফাত আছে। নক্ষত্র মাত্রই ঠিক এক সময়ে এক পাক ঘুরিয়া আসে। কিন্তু স্বর্ষ্যের এক পাক ঘুরিয়া আসিতে একটু বিলম্ব হয়। আজ সকালে যদি দেখিয়া থাকি কোন একটি নক্ষত্র ও স্বৰ্য্য ঠিক এক সঙ্গে উদিত হইল, কাল দেখা যাইবে সেই নক্ষত্রট একটু আগে উঠিল, স্বৰ্য্য যেন একটু পিছাইয়া গিয়া একটু পরে G উঠিল। ফলে স্বৰ্য্য প্রত্যহই একটু একটু করিয়া পিছাইয়া সংবং সরে সমগ্ৰ নক্ষত্রচক্রটাই পিছাইয়া যায়। আজ যে নক্ষত্রের নিকট স্বৰ্য্যকে দেখিয়াছিলাম, সেই নক্ষত্র হইতে স্বৰ্য্য প্রত্যহ একটু একটু পূৰ্ব্ব মুখে সরিয়া আবার একবৎসর পরে সমগ্র নক্ষত্রচক্রটা ঘুরি ঠিক সেই নক্ষত্রের নিকট উপস্থিত হয়, ও পুনরায় পিছাইতে থাকে। ফলে নক্ষত্রচক্রও প্রত্যহ পূৰ্ব্ব হইতে পশ্চিমে ঘুরিতেছে, স্বৰ্য্যও সেই সঙ্গে ঘুরিতেছে ; তবে স্বৰ্য্য নক্ষত্রগুলির সঙ্গে ঠিন্থ সমান বেগে না গিয়া একটু একটু পূৰ্ব্বাভিমুখে পিছাইতেছে। এক খানি গাড়ীর চাকা যেন দ্রুতবেগে ঘুরিতেছে, ও তাহার পরিধির উপরে একটি পীপিড় যেন অন্তমুখে ধীরে ধীরে চলিতেছে। স্বৰ্য্যের গতি এই রকম। বুদ্ধ শুক্রাদি গ্ৰহগণের গতি আরও গোলমেলে। ইহারাও প্রত্যহ নক্ষত্ৰচক্রের সঙ্গে ঘুরে, এবং স্বর্যের মত ক্রমশঃ পিছাইয়া যায়। স্বৰ্য্য পিছায় বটে, কিন্তু প্রতিদিন প্রায় সমান পরিমাণেই পিছায়। গ্রহগুলির পক্ষে একথা খাটে না। ইহার কেহ বা খুব দ্রুত গতিতে পিছু হটে, কেহ বা মন্দ গতিতে পিছু হটে। বুদ্ধ শুক্র খুব দ্রুত চলে ; বৃহস্পতি শনি খুব ধীরে চলে। স্বৰ্য্যের সমুদয় নক্ষত্রচক্র ঘুরিতে একবৎসর সময় লাগে, কিন্তু বৃহস্পতি . প্রায় বার বৎসরে নক্ষত্রচক্র ঘুরিয়া আসে। --- - * _ প্রাচীন জ্যোতিষ । শুধু তাহাই নহে, বুধ ও শুক্র, নক্ষত্ৰচক্রে স্বতন্ত্র ভাবে চলে বটে, 鰲 কিন্তু স্থৰ্যকে ছাড়িয়া অধিক দূর যায় না ; যেন কোনরূপে স্তুর্য্যে o বাধা আছে। অন্ত গ্রহগুলির পক্ষে তাহ নয়, কিন্তু ইহার o আবার পূর্বমুখে পিছাইতে পিছাইতে দুই চারি দিনের জন্ত আবার * পশ্চিমাভিমুখে অগ্রসর হয়। বেশ পূৰ্ব্বমুখে চলিতেছিল, চলিতে o চলিতে যেন অকস্মাৎ কিছুকালের জন্ত অন্তমুখ হইল । স্বতরাং গ্রহগণের গতি অতি জটিল ও বিচিত্র। গ্ৰহগণের অবস্থিতি ও গতি গণনাই যখন জ্যোতিষ শাস্ত্রের মুখ্যতম উদ্দেশু, তখন এই জটিলতাকে বিচ্ছিন্ন করিয়া ফল বাহির করিতে পরিলেই জ্যোতিৰ্ব্বিদ্যা সার্থক হইত। । সাড়ে তিন শত বৎসর পূর্বে একদিন সহসা এই জটিলতার আবরণ মুক্ত হয় ; এই দুর্গম গহনপথ পরিস্কৃত হয়, অন্ধকার আলোকিত হয়। মন্থয্যের জ্ঞানেতিহাসে সেই দিন চিরস্মরণীয় হইবে ; এবং যে ব্যক্তি শুভ্র আলোকবৰ্ত্তিক হস্তে করিয়া এই নিবিড় তিমির ভেদ করেন, তিনি চিরজীবী হইবেন। ইহার নাম নিকলাস কোপর্ণিকস । - যদি ধরা যায় নক্ষত্রচক্র স্থির আছে এবং স্বৰ্য্য স্থির অাছে, এবং বুধ শুক্র, পরে পৃথিবী, ও পরে মঙ্গলাদি স্বর্যাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষায় ভ্রমণ করিতেছে তাছা হইলে গ্ৰহগণের আকাশভ্রমণের যত কিছু জটিলতা সমুদয় একেবারে দূরীভূত হইয়া যায়, এবং কোন গ্রহ কোন সময় কোন স্থানে থাকবে গণনা অবোধ বালকেরও আয়ত্ত হইয়া উঠে। কোপর্ণিকস পৃথিবীর ও গ্ৰহগণের এই স্বৰ্য্যকেন্দ্রক গতির আবিষ্কৰ্ত্তা। তাহার পূর্বে ইহা আবিষ্কৃত হইয়াছিল বলিলে সত্যের অপলাপ হইবে - - আমাদের আর্যভট্ট পৃথিরীর দৈনিক গতির আবিষ্কার করিয়া _ —ম্পজ্ঞ