পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 লাধন - প্রাচীন জ্যোতিষ । H8 H i গ্রেহ অমুক স্থানে আছে ; ৷ দশ দিন পরে কোথায় থাকিবে গণনা বড়ই সহজ হইয় দাড়াইল। প্রথমে স্থির কর, সেই বিন্দুটি দশ দিন কতদূর বাইবে। এক বৎসরে যদি যায় ৩৬ ডিগ্ৰী, দশ দিনে বাবে কত ডিগ্রী এইরূপ হিসাব। তার পর, বুধগ্রহ দশ দিনে স্থির পার্থে কতটুকু ঘুরিবে স্থির কর! ৮৮দিনে ঘুরে সমগ্ৰ এক পাক, দশ দিনে ঘুরিবে কতটুকু। প্রথমে বিন্দুটিকে দশ দিনের মত দূরে সরাইয়া দাও, পরে গ্রহটিকে বিন্দুটির পাশে দশদিনের মত একটুকু বুরাইয়া দাও। এইরূপেই বুধের স্থান পাওয়া গেল। এইরূপে অন্য অন্ত গ্রহেরও স্থান নির্দেশ চলে। মনে কর বৃহ পতি। বৃহস্পতি প্রায় ৪৩৩৩ দিনে অর্থাৎ কিছু কম বার বৎসরে, একটি নির্দিষ্ট বিন্দুর চারিদিকে ধীরে ধীরে স্বরে। কিন্তু সেই o বিদুটি অপেক্ষাকৃত দ্রুতগতিতে স্বর্ঘ্যের সঙ্গে সঙ্গে ৩৬৫৷০ দিনে ছিলেন। কিন্তু পৃথিবীর বার্ষিক স্বৰ্য্যকেন্দ্রক গতির সম্বন্ধে তিনি কিছু বলিয়াছিলেন এমন প্রমাণ পাওয়া যায় না। তবে এই পৰ্য্যন্ত বলা যায় পূৰ্ব্বে এদেশে যে প্রণালীতে গ্রন্থ গণের অবস্থিতি গণিত হইত, এবং এত জটিলতাসত্ত্বেও মেরূপ স্বাক্ষভাবে ফল নিষ্কাশিত হইত, তাহাতে বিলক্ষণ বাহাঙ্গুরি ও ওস্তাদি অাছে। সেই বাহাদুরি ও ওস্তাদি দেখিলে একদিকে বাহব না দিয়া থাকা যায় না, ও অপর দিকে যখন দেখা যায়, তাহারা অসীম পরিশ্রমে অক্লান্ত অধ্যবসায়ে বনজঙ্গল ভাঙ্গিয়া পাহাড় কাটিয়া সহস্ৰ পদস্খলন এড়াইয়া বিপুল বিক্রমে দুৰ্গম শৈলী শিখরের সমীপবৰ্ত্তী হইয়াছিলেন, কেবল আর একটা লাফ দিতে পারিলেই শৈলশিখরে দণ্ডায়মান হইয়া নিৰ্ম্মল বায়ুস্তর মধ্য দি দিগন্ত পৰ্য্যস্ত দৃষ্টিরেখাবৰ্ত্তী ও আলোকিত দেখিতে সমর্থ হইতেন; তখন আর পরিতাপের ইয়ত্ত্বা থাকে না । নক্ষত্ৰচক্ৰে ঘুরিয়া থাকে। ... o.o.o. সেকালে কিরূপে গ্ৰহগণের অবস্থিতি নির্ণীত হইত দুই একটু ফলে গ্ৰহমাত্রই এক একটি নির্দিষ্ট বিন্দুর চারিধারে নির্দিষ্ট উদাহরণ দিয়া বুঝাইবার চেষ্টা করিব। মনে কর বুধগ্রহ। পূর্কে o কালে কেহ মন্দগতিতে অল্প কালে, কেহ দ্রুতগতিতে অধিক কালে, বলিয়াছি স্বৰ্য্য পূৰ্ব্বমুখে এক বৎসরে অর্থাৎ প্রায় তিনশ সওয়া পদ্ধ বা ৮৮ দিনে, ও বৃহস্পতি প্রায় বার বৎসরে) ঘুরিতেছে, আর সেই BB BB BBBB BBB BB BBB BB BBBB BB BBS BBB BB BBB BBB BBB S থাকিয়া স্তুৰ্য্যের সঙ্গে TBB BBB B BBBB uD BBD DDD BBBB BSBB BBBBB BBBBB BBBS করিতেছে । ৮৮ দিনে এক পাক ঘুরিয়া থাকে। আর সেই নির্দিষ্ট বিন্দুটি নে এইরূপে হিসাব করিলে গণনাও সহজ হয়, এবং গণিত ফলও স্থির না থাকিয়া স্কুর্য্যের সঙ্গে সঙ্গে চলে, অর্থাৎ ৩৬৫০ দিনে নক্ষত্র * প্রত্যক্ষের সহিত বেশ মিলে। প্রাচীন কালে আমাদের দেশে এইরূপ চক্রে এক পাক ঘুরিয়া আসে। সেই বিন্দুটি এক বৎসরে পৃথিবীকে ; | এণালীতে গ্রহশ্ব টগণনা হইত,এবং এখনও দৈবজ্ঞ মহোদয়ের সম্পূর্ণ BBBBS BB BBBB BB BBB BBB BBB S BB ZSBBBB BBBBB BBS প্রণালী ব্যবহার করিয়া থাকেন। একবার সেই বিন্দুটি প্রদক্ষিণ করিতেছে। আজ কাল আমরা ইউরোপে টলেমি - এই প্রণালীমত গণনার উদ্ভাবনা করেন । যেমন মনে করি চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করিতেছে, আর পৃথিবী . . . – ==চন্দ্রকে লইয়া স্বৰ্য্যপ্রদক্ষিণ করিতেছে, ঠিক সেইরূপ। স্বতরাং আৰ ।

  • প্রকৃত পক্ষে এই প্রণালী কত প্রাচীন নির্ণয় করা দুন্ধর । টলেমি ইছ। শংস্কৃত ও বিধিবদ্ধ করিয়াছিলেন মাত্র। -

-- ஆ