পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リー সাধনা | এবং এই উদ্ভাবনাই জ্যোতির্বিদ্যাকে বিজ্ঞানপদে উন্নীত করে এবং উদ্ভাবককেও যশস্বী করে। গ্রহ মাত্রই নির্দিষ্ট কালে এক একটি বিন্দুকে কেন্দ্রগত করিয়া ঘুরিতেছে, এবং সেই বিন্দু গুলি যেন স্বৰ্য্যে কোনরূপে বাধা আছে বা সংলগ্ন আছে ; তাই স্বৰ্য্য ঘুরিবার সময় তাহাদিগকেও টানিয়া লইয়া যাইতেছে। এইখানে কল্পনাকে একটু জাগাইয়। যদি মনে করা যায়, বিন্দু গুলি স্বর্য্যে আবদ্ধ থাকার দরকার কি, স্থৰ্য্যই সেই বিন্দু হউক না ; তাহা হইলে কি দাঁড়ায় ? না, গ্ৰহগণ নিদি সময়ে স্বর্যাকে কেন্দ্রগত করিয়া ঘুরিতেছে, এবং স্বৰ্য্য তাহাদিগের সকলকে লইয়া পৃথিবীকে কেন্দ্রগত করিয়া নক্ষত্ৰচক্রে ঘুরিতেছে। আর একটা কথা। স্বৰ্য্য পৃথিবীকে পূৰ্ব্বমুখে প্রদক্ষিণ করিতেছে বলাও যা, পৃথিবী স্থৰ্যকে পূৰ্ব্বমুখে প্রদক্ষিণ করিতেছে বলাও তাই। প্রদক্ষিণ করিতেছে। অর্থাৎ কি না, স্বৰ্য্যই স্থির, আর পৃথিবীটাও একটি গ্রহ। ইহার উপর প্রতিদিন এক পাক করিয়া আৰ্য ভট্টের কথামত পৃথিবীর অবয়বটা ঘুরাইয়া দিলেই আর কিছু বাকি থাকে না। যাহা জটিল ছিল তাহা সরল হয়, যাহা দুৰ্ব্বোধ্য ছিল তাহা স্থবোধ হয়, যাহা আঁধার ছিল তাহ আলো হয়। কেবল এই কল্পনাটার উদ্বোধনের দরকার, কেবল একটা লাফের দরকার। সেকালের লোকে কোন গতিকে এই লাফট দিতে বিস্তুত হইয় ছিল। কোপর্ণিক এই লাফ দিয়াছিলেন তাই কোপণিকসের জয়। পুরাতন মতে বৃহস্পতি, শুক্র ও শনি ইহারা তিনটি স্বৰ্য্যসংলগ্ন বিন্দু প্রদক্ষিণ করিতেছে, এই বিন্দু তিনটির নাম বৃহস্পতি শীঘ্র ও শুক্ৰ-শস্ত্র ও শনি শীঘ্র। এখন আমরা দেখিতেছি, ইহার তিনটি পৃথক্ বিন্দু নহে, ইহারা স্থৰ্য্য স্বয়ং। বুধ ও শুক্র যে দুই বিন্দু প্রদক্ষিণ অর্থাৎ অন্তান্ত গ্ৰহ যেমন, পৃথিবীও তেমনি, নির্দিষ্ট কালে স্বৰ্ষা : প্রাচীন জ্যোতিষ । করে তাহদের নাম বুধমধ্য ও শুক্র যে দুই বিন্দু প্রদক্ষিণ করে তাছাদের নাম বুধমধা ও শুক্রমধ্য ; এখন দেখা যাইতেছে, ইহারাও o আর কিছু নহে ; স্বৰ্য্য স্বয়ং। নামকরণকালে এক পক্ষে শীঘ্র ও অঙ্গক্ষে মধ্য কেন হইল, তাছা পাঠক বুঝিতে পারিতেছেন। এই বৃহস্পতিশীঘ্ৰাদি এবং বুধ মধ্যাদির ভ্রমণ ব্যতীত গ্রহদের নিজের সেই সেই বিন্দুর চতুর্দিকে প্রদক্ষিণের যে কাল নির্দিষ্ট o আছে, আমরা হাল হিসাবে তাহা স্বৰ্য্য প্রদক্ষিণ কালের সহিত # অভিন্ন বলিয়া ধরিয়া লইতে পারি। সেকালে নিদ্ধারিত গ্ৰহগণের কেন্দ্র প্রদক্ষিণ (অর্থাৎ স্বৰ্য্য প্রদক্ষিণ) কালের সহিত অধুনাতন কালে নানাবিধ যন্ত্রাদি যোগে স্বক্ষভাবে নিৰ্দ্ধারিত সূৰ্য্যপ্রদক্ষিণ কালের তুলনার জন্য নিয়ে একটি তালিকা দেওয়া গেল। পাঠক গণ সেকালের ও একালের পর্য্যবেক্ষণ তুলনা করিবেন। গ্রহ স্বৰ্য্যসিদ্ধান্ত মতানুযায়ী off-GI-ETHỨ 5 (Lockyer) ভগণ কাল ভগণ কাল । দিন দণ্ড পল দিন দণ্ড পদ বৃদ্ধ । - t:1: ני כי - t_F * 출 8鲁 虹邨 출 8 3 : পৃথিলী այ- Ա ్స - చీఫె 5 ኧ ፴፩ 글: দল ஆiசது (; o; Ա Ե- ፴፱ ̇ বৃহস্পতি ৪৩৩২ 899 8 כי הל* Վ {. শনি ', ત્ર ૧' હૈ. : సె ጏom To a শান্তগ্রহের গতির সহিত আমাদের তত সম্বন্ধ নাই। কিন্তু পৃথিবীর গতির, অথবা প্রাচীন কালের হিসাবে স্বর্যের গতির সহিত আমাদের সম্বন্ধ বড়ই ঘনিষ্ঠ। স্বতরাং এই গতির সম্বন্ধে আরও কিছু সূক্ষ্ম আলোচনা আবিস্তক । -- soon _- -ாைஜே