পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i s o :-- - - - == --- --- - " - - --- ** o - o s o Վ: Այ դ সাধন । অনুতাপের অশ্রুজলে শতধা বিগলিত হইয়া অজস্র স্নেহধারী প্রবাহিত হইতে থাকে । এই তুচ্ছ মেঘরৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পরপরিচ্ছেদী সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। দ্বিতীয় পরিচ্ছেদ । গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাৰ, মিগ f মকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত, ভাবের হালোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশিভূষণ এবং গিরিবালা । ইহাতে কাহারে ঔৎসুক্য বা উৎকণ্ঠার কোন বিষয় নাই। কারণ গিরিবালার বয়স দশ এবং শশিভূষণ একটি সদ্য বিকশিত এমে, বিএল । উভয়ে প্রতিবেশী মাত্র । গিরিবালার পিতা হরকুমার এককালে নিজগ্রামের পত্তনাদার । ছিলেন। এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহদের বিদেশী জমিদারের নায়েৰী পদগ্রহণ করিয়াছেন। যে পরগনা র্তাহাদের বাস সেই পরগনারই নায়েৰী সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশিভূষণ এম, এ পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ছেন কিন্তু কিছুতেই কোন কৰ্ম্মে ভিড়িলেন না। লোকের সর্গে মেশ বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া উঠে না । চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না এবং সেই কারণেই ত্রুকুঞ্চিত করিয়া দৃষ্টপাত করিতে হয়, লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়। বিবেচনা করে। কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাক শোভা পায় কিন্তু পল্লিগ্রামে সেটা বিশেষ পদ্ধার মত দেখিতে হয়। মেঘ ও রৌদ্র । Վ յ մ শশিভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়। অবশেবে তাহার অকণ পুত্রটিকে পল্লীতে তাহাঁদের সামান্ত বিষয়রক্ষাকার্য্যে নিয়োগ করিলেন তখন শশিভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল। লাঞ্ছনার আরও একটা কারণ ছিল ; শাস্তিপ্রিয় শশিভূষণ বিবাহ করিতে সন্মত ছিলেন না-কন্যাদায়গ্ৰস্ত পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহঙ্কার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারি তেল H ৷ শশিভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল শশিভূষণ তত আপন বিবরের মধ্যে অদৃশু হইতে লাগিলেন। একটি কোণের ঘরে ভক্তপোষের উপর কতকগুলি বাধানো ইংরাজি বই লইয়া বসিয়া থাকতেন-যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন, এই ত ছিল তাহার কাজ - বিষয় কি করিয়া রক্ষ হইত তাহা বিষয়ই জানে। এবং পূৰ্ব্বেই আভাসে বলা গিয়াছে মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত । সিরিলীলার ভাইরা ইস্কুলে যাইত এবং ফিরিয়া আসির সূত্র ভীটিকে কোন দিন জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কিরূপ, স্টান দিন বা প্রশ্ন করিত স্বৰ্য্য বড় না পৃথিবী বড়, সে যখন ভূল বুলি তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত। সূৰ্য্য পৃথিবী অপেক্ষা বৃহৎ এ মতটা বাদ বিলার নিকট প্রমাণাভাবে অসিদ্ধ বলিয়া বোধ হইত এবং সেই সন্দেহ যদি দে সাহস করিয়া প্রকাশ করিত, তবে তাহার ভাইর’ তাহাকে দ্বিগুণ উপেক্ষাভরে কহিত “ইস্ ! আমাদের বইয়ে লেখা আছে আর তুই—“ ছাপার বছরে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবলি সম্পূর্ণ . o o o o o