_ එංඥා লাধন । মাঝি কিছুতেই সম্মত হয় না । সে বলিল নৌকা ত মজিয়া : - ক্ল স্থকিতে ক্লাবে হুইষ্ট খেলিতে গেল ; যে লোকট। নৌকার মধ্যে BBBB BBBS BBB BB BBBBB BBBB BB DD DSZSBBB BBBBBS BB BBB BBS BBB BBB S * আদিয়া লাগিল এবং শশিভূষণ চিন্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আলিলেন । এক্ষণে নিজেকে মজাইতে পারিব না। প্রথমতঃ পুলিশকে দশমি আদালতে আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবান জানেন। অবশেষে সে যখন জানিল, শশিভূষণ নিজে উকীল, আদালত-খরচা তিনিই বহন করিবেন এবং মকদমা | - - - --- নাই, তথাপি শশিভূষণ ধীরে ধীরে নদীতীরে আসিয়া উপস্থিত DBBS BB BBBBBB BBBB BB BBB BBB BBDS DDBBS BB BBBB BB BB BBB S গিয়া কিছু দূরে 襟 অগ্রসর হইরা দাড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার ভবিষ্যতে খেযারাৎ পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে তখন রাজি ছিল তাহারী কিছুতেই সাক্ষ্য দিতে চাছিল না। তাহার শশি ভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছুই দেখি নাই ; আমরা জায় : লেন, মাথায় ঘোমটা টানিয়া নববধূ নতশিরে বসিয়া আছে। * অনেক দিন হইতে গিরিবালার আশা ছিল, যে, গ্রাম ত্যাগ জের পশ্চাৎ ভাগে ছিলাম, কলের ঘটুঘটু এবং জলের কলকা শব্দে সেখান হইতে বন্ধুকের আওয়াজ শুনিবারও কোন সম্ভাবন ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশিভূষণ ম্যাজিষ্ট্রেটের নিকট মকদ্দমা চালাইলেন। সাক্ষীর কোন আবহুক হইল না। ম্যানেজার স্বীকার করি : বাহা অগ্রজল করিয়া পড়িতে লাগিল। উড়িতেছিল তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল। ষ্টীমার তখন 鬆 পূর্ণবেগে চলিতেছিল এবং সেই মূহুর্তেই নদীর বাকের অন্তরালে ; প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই, কবি 隱 মরিল, কি বক মরিল, কি নৌকাটা ডুবিল। অন্তরীক্ষে এবং স্ট্র পৃথিবীতে এত শিকারের জিনিষ আছে, যে, কোন বুদ্ধিমান বাজি । ইচ্ছাপূৰ্ব্বক “ডাটি র্যাগ” অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর শিকিপয়গ 韃 চলমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে সেই গরীদের মধ্যে যে, সে বন্দুক ছুড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাক বন্ধ দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না । মেঘ ও রৌদ্র । לייללי বেকসুর খালাস পাইয়া ম্যানেজর সাহেব চুরট ফুকিতে যে দিন ফিরিয়া আসিলেন, সে দিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুরবাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে সন্মুখ দিয়া চলিয়া গেল তখন চকিতের মত একবার দেখিতে পাই করিয়া যাইবার পূৰ্ব্বে কোন মতে একবার শশিভূষণের সহিত সাক্ষাৎ হুইবে কিন্তু আজ সে জানিতেও পারিল না, যে, তাহার গুর অনতিদূরে তীরে দাড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার দুই কপোল নৌকা ক্রমশঃ দূরে চলিয়া অদৃশু হইয়া গেল। জলের উপর প্রভাতের রৌদ্র বিক কিক্ করিতে লাগিল, নিকটের আম্রশাখায় একটা পাপিয়া উচ্ছসিত কণ্ঠে মুহমু হু গান গাহিয়া মনের আবেগ কিছুতেই নিঃশেষ করিতে পারিল না, খেয়ানৌকা লোক বোকাই গইরী পারাপার হইতে লাগিল, মেয়ের ঘাটে জল লইতে আসিয়া উচ্চ কলম্বরে গিরির শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল, শশিভূষণ
_ణా-+== ఢాణిణాsడాa_ o o k; 劃排關 - - --- -- - --- -- ------
- -
泷
--- o --- !. --- --- - - 1: o |
-