পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ալք է: '. সাধনা ৷ সেই ক্ষুদ্র গৃহে গিয়া প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হই; } যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন ! “শশিদাদা ”—কোথা | রে কোথায় ? কোথাও না ! সে গুহে না, সে পথে না, সে গ্রামে ট্র না - তাহার অশ্রজলাভিষিক্ত অন্তরের মাঝখানটিতে। অষ্টম পরিচ্ছেদ । শশিভূষণ পুনরায় জিনিষপত্র বাধিয়া কলিকাতা অভিমুখে যাত্র করিলেন। কলিকাতায় কোন কাজ নাই, সেখানে যাওয়ার কোন বিশেষ উদ্দেশু নাই ; সেই জন্ত রেলপথে না গিয়া বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন। তখন পূর্ণবর্ষায় বাঙ্গলা দেশের চারিদিকেই ছোট বড় আঁকা বঁক সহস্ৰ জলময় জল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। সরস স্থান বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া তরুলতা তৃণগুণ ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে দশদিকে উন্মত্ত যৌবনের প্রাচুর্ণ যেন একেবারে উদাম উচ্ছ জ্বল হইয়া উঠিয়াছে। শশিভূষণের নৌকা সেই সমস্ত সঙ্কীর্ণ বক্র জলস্রোতের মধ্য দিয়াছেন । দিকে বৃষ্টি পড়ে সেই দিকই বিষয় এবং অপরিচ্ছন্ন দেখাইঠে প্রথার মধ্যে নাই। ( : রৌদ্র | Այլ, է \ লাগিল। বন্যার সময়ে গরুগুলি যেমন জলবেষ্টিত মলিন পঙ্কিল সঙ্কীর্ণ গোষ্ঠপ্রাঙ্গণের মধ্যে ভিড় করিয়া করুণনেত্রে সহিষ্ণুভাবে ীি দাড়াইয়া শ্রাবণের ধারাবর্ষণে ভিজিতে থাকে, বাঙ্গলা দেশ আপনার ীি কমিপিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুক বিষয়মুখে সেইরূপ পীড়িত ভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল। চাষীরা টোকা মাথায় [. দিয়া বাহির হইয়াছে, স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলার তল বায়ুতে সঙ্কুচিত হইয়া কুটার হইতে কুটারান্তরে গৃহকার্য্যে & যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া 繼 সিক্তবস্ত্রে জল তুলিতেছে, এবং গৃহস্থ পুরুষের দাওয়ায় বসিয়া o তামাক খাইতেছে, নিতান্ত কাজের দায় থাকিলে কোমরে চাদর o জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে। অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষাপ্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র বৃষ্টি যখন কিছুতেই থামে না তখন রুদ্ধ নৌকার মধ্যে বিরক্ত হইবা উঠিয়া শশিভূষণ পুনশ্চ রেলপথে যাওয়াই স্থির করিলেন। 醫 এক জায়গায় একটা প্রশস্ত মোহানার মত জায়গায় আসিয়া শশি দিয়া চলিতে লাগিল। জল তখন তীরের সহিত সমতল হইল : ভূষণ নৌকা বাধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন। গিয়াছে। কাশবন শরবন এবং স্থানে স্থানে শস্তক্ষেত্র জলা : হইয়াছে। গ্রামের বেড়া, বঁাশঝাড় ও আমবাগান একেবারে জলের 隱 পোড়ার পটারও পড়িবার দিকে একটু বিশেষ বোক আছে । অব্যবহিত ধারে আসিয়া দাড়াইয়াছে—দেবকস্তারা যেন বাঙ্গল । দেশের তরুমূলবৰ্ত্তী আলবালগুলি জলসেচনে পরিপূর্ণ করি । পোড়ার পা থানায় পড়ে — সে কেবল থানার দোষে নয়, শশিভূষণ সে দিন তাহার একটা প্রমাণ দিলেন । জুই নদীর মোহানার মুখে বঁাশ বাধিয়া জেলের একটা প্রকাওঁ o জাল পাতিয়াছে। কেবল এক পাশ্বে নৌকা চলাচলের স্থান যাত্রার আরম্ভকালে মানচিকন বনশ্ৰী রৌদ্রে উজ্জল হাস্তম্য : রাবিয়াছে। বহুকাল হইতে তাহারা এ কার্য্য করিয়া থাকে BBS BBBBBBB BB BBB BB BBB BBBS BBBSZS gB D DD DDDD BB BBBBBB BBBB ee S 獸 হঠাৎ জেলার পুলিস স্থপরিন্টেণ্ডেণ্ট, বাহাদুরের শুভাগমন झ्ड़े ---

.體

- * 韃 -