পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ալե-լե- সাধনা বিস্তর বলা কহার পর তাহার সত্য কথা বলিতে স্বীকার করিল। o ইতিমধ্যে হরকুমার যে দিন বেঞ্চের কৰ্ম্মোপলক্ষ্যে জেলা সাহেবদিগকে সেলাম করিতে গেলেন পুলিশ সাহেব হাসিক ি লেন, নায়েব বাবু শুনিতেছি তোমার প্রজারা পুলিসের বিরুদ্ধে :

  1. করিয়া বিপদে ফেলে। আর যদি সৎসঙ্গের কথা বল, ত, *幫 - - - - " هي পারঅপবিত্র জন্তুজাত পুত্ব : মধ্যে মিথ্যাবাদী কৃতঘ্ন কাপুরুষের ংখ্যা অল্প, কারণ স্থান

o মিত-বাহিরে অনেক বেশি ! মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে। নায়েব সচকিত হুইয়া করি লেন, হ ! এও কি কখনো সম্ভব হয় ? দিগের অস্থিতে এত ক্ষমতা ! ংবাদপত্র পাঠকের অবগত আছেন মকদ্দমায় শশিভূষণ পক্ষ কিছুতেই টিকিতে পারিল না। জেলেরা একে একে আসিয়া কহিল, পুলিষ সাহেব তাহাদে জাল কাটিয়া দেন নাই ; বোটে ডাকিয় তাহাদের নাম ধাম লিখির লইতেছিলেন। কেবল তাহাঁই নহে, তাহার দেশস্থ গুটিচারেক পরিচিত লোক সাক্ষ্য দিল যে, তাহারা সে সময়ে ঘটনাস্থলে বিবাহের বরযাত্র উপলক্ষ্যে উপস্থিত ছিল। শশিভূষণ যে, অকারণে অগ্রসর হইয় পুলিসের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাই তাহার প্রত্যক্ষ দেখিয়াছে । শশিভূষণ স্বীকার করিলেন, যে, গালি খাইয় বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন। দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবই তাহার মূল কারণ। এরূপ অবস্থায়, যে বিচারে শশিভূষণ শাস্তি পাইলেন তাহৰে : অন্যায়-বলা যাইতে পারে না। তবে শাস্তিটা কিছু গুরুতর হইল । তিন চারিট অভিযোগ, আঘাত, অনধিকারপ্রবেশ,পুলিশের কৰ্ত্তবে : ব্যাঘাত ইত্যাদি ; সব কটাই তাহার বিরুদ্ধে পূর প্রমাণ হইল। শশিভূষণ র্তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্য গ্রন্থগু ি ফেলিয়া পাঁচ বৎসর জেল খাটিতে গেলেন । তাহার বাপ আপিল o করিতে উদ্যত হইল,তাহাকে শশিভূষণ বারম্বার নিষেধ করিলেন – পিতার মৃত্যু হইল। তাহার আর বড় কেহ ছিল না। এক ভাই বহুকাল হইতে সেন্টাল প্রভিয়ে কাজ করিতেন, দেশে আসি৷ তাহার বড় ঘটা উঠিত না, সেইখানেই তিনি বাড়ি তৈয়ারি o করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন । দেশে বিষয় স্থপত্তি বাহ ছিল, নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে o আত্মমাই, করিলেন । কিন্তু জাল কাটা o করিতে হইয়াছিল। তথাপি দীর্ঘ পাঁচ বৎসর কটিয়া গেল । মেঘ ও রৌদ্র । రిని কহিলেন, জেল ভাল! লোহার বেড়ি মিথ্যা কথা বলে না, কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা দশম পরিচ্ছেদ । শশিভূষণ জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার জেলের মধ্যে অধিকাংশ কয়েদীকে যে পরিমাণে দুঃখ ভোগ করিতে হয় দৈববিপাকে শশিভূষণকে তদপেক্ষ অনেক বেশি সহ আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শুষ্ঠ হৃদয় লইয়। শশিভূষণ করা-প্রাচীরের বাহিরে আসিয়া দাড়াইলেন। স্বাধীনতা পাইলেন, কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আরি কেহ • অথবা আর কিছু ছিল না । গৃহহীন আত্মীয়হীন সমাজহীন কেবল তাহার একলাটির পক্ষে এতবড় জগৎ সংসার অত্যন্ত ঢ়িল। বলিয়া ঠেকিতে লাগিল । _ | 醬 o