পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------ ల్చి সাধনা | জীবনযাত্রার বিচ্ছিন্ন স্বত্র আবার কোথা হইতে আরম্ভ করি ; বেন এই কথা ভাবিতেছেন এমন সময়ে এক বৃহৎ জুড়ি তাহার সম্মুখে আসিয়া দাড়াইল। এক জন ভৃত্য নামিয়া আসিয়া জিজ্ঞান o করিল, আপনার নাম শশিভূষণ বাবু?—তিনি কহিলেন ই-মে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষা দাড়াইল । —তিনি আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিলেন – আমাকে কোথায় যাইতে হইবে ?—সে কহিল, আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন। পথিকদের কৌতুহল দৃষ্টিপাত অসহ বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পঞ্জি লেন। ভাবিলেন নিশ্চয় ইহার মধ্যে একটা কিছু ভ্ৰম আছে : কিন্তু একটা কোন দিকে ত চলিতে হইবে—না হয় এমনি কল্পিী । ভ্রম দিয়াই এই নূতন জীবনের ভূমিকা আরম্ভ হউক। সে দিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে শিকার করিয়া ফিরিতেছিল। পথের প্রান্তবৰ্ত্তী বর্ষার জলপ্লাবিত গাঢ়গ্রাম শস্তক্ষেত্ৰ চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল। হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদি দোকানে একদল বৈষ্ণব ভিক্ষুক গুপিযন্ত্র ও খোলকরতাল যোগ গান গাহিতেছিল— এস এস ফিরে এস -- নাথ হে ফিরে এস । আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত্ত, বধুহে ফিরে এস ! গাড়ি অগ্রসর হইয়া চলিল, গানের পদ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল— - ওগো নিষ্ঠুর ফিরে এস হে আমার করুণ কোমল এস ! ওঁ গে সজল জলদ স্নিগ্ধকান্ত মৃন্দর ফিরে এস ! মেঘ ও রৌদ্র । - ፶፭ : গানের কথা ক্রমে ক্ষীণতর অঙ্কটতর হইয়া আসিল, আর বুক গেল না। কিন্তু গানের ছন্দে শশিভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল, তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন, কিছুতে যেন o থামিতে পারিলেন না,— আমার নিতিস্থখ ফিরে এস, আমার চিরন্থখ ফিরে এস, আমার সব-সুখ-দুখ-মন্থন ধন অন্তরে ফিরে এস । আমার চির বাঞ্ছিত এস, আমার চিতসঞ্চিত এস, ওহে চঞ্চল, হে চিরন্তন, ভূজবন্ধনে ফিরে এস ! আমার বক্ষে ফিরিয়া এস, আমার চক্ষে ফিরিয়া এস, আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এস! আমার মুখের হাসিতে এস হে আমার চোখের সলিলে এস, আমার সর্বস্মরণে এস আমার সর্বভরমে এস– আমার ধরম করম লোহাগ সরম জনম মরণে এস ! গাড়ি যখন একটি প্রাচীরবেষ্টিত উদTানের মধ্যে প্রবেশ কলিয়া একটি দ্বিতল অদ্ভালিকার সম্মুখে হামিল তখন শশিভূষণের গান থামিল। তিনি কোন প্রশ্ন না করিয়া ভূত্যের নির্দেশ ক্রমে বাড়ির মপো প্রবেশ করিলেন । যে ঘরে জাসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাচের আলমারীতে বিচিত্র বর্ণের বিচিত্ৰ মলাটের সারি সারি বই পজিান। সেই দুখ দেখিবুমাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয় বার কারামুক্ত হইয়া বাহির হইল। এই সোনার জলে অঙ্কিতু গান বর্ণেরঞ্জিত বইগুলি, আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার .:i:o..-- o


o--- o o --- - -- -s - -o :-oo *o-- oo-ioso :o---si -o* - -r-;: - o韃 輕 -- o 蠶H