পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন । কি বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই, সঙ্গীতস্রোতে কুল নাহি পাই, কোথা ভেসে যাই দূরে । বলিতেছিলাম বসি একধারে আপনার কথা আপন জনারে, শুনাতেছিলাম ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত ; তুমি সে ভাষারে দহিয়া অনলে, ডুবায়ে ভাসায়ে নয়নের জলে, নবীন প্রতিমা নব কৌশলে গড়িলে মনের মত। সে মায়। মুরতি কি কহিছে বাণী ! কোথাকার ভাব কোথা নিলে টানি । অামি চেয়ে অাছি বিস্ময় মানি’ রহস্তে নিমগন । এ যে সঙ্গীত কোথা হতে উঠে, এ যে লাবণ্য কোথা হতে ফুটে, এ যে ক্ৰন্দন কোথা হতে টুটে অন্তর-বিদারণ ! নুতন ছন্দ অন্ধের প্রায় ভরা আনন্দে ছুটে চলে যায়, নুতন বেদনা বেজে উঠে তায় নূতন রাগিণী ভরে। অন্তর্যামী । যে কথা ভাবিনি বলি সেই কথা, যে ব্যথা বুঝি না জাগে সেই ব্যথা, জানি না এনেছি কাহার বারত কারে শুনাবার তরে । কে কেমন বোঝে অর্থ তাহার, কেহ এক বলে কেহ বলে আর, আমারে শুধায় বৃথা বারবার,— দেখে তুমি হাস বুঝি ! কে গো তুমি, কোথা রয়েছ গোপনে, আমি মরিতেছি খুজি । এ কি কৌতুক নিত্য-নূতন ওগো কৌতুকময়ী ! যে দিকে পান্থ চাহে চলিবারে চলিতে দিতেছ কই ? গ্রামের যে পথ ধায় গৃহপানে, চাষীগণ ফিরে দিবা-অবসানে, গোঠে ধায় গরু, বধূ জল আনে শতবার ফাল্লাস্কাতে, একদা প্রথম প্রভাত বেলায় সে পথে বাহির হইয় হেলায়, মনে ছিল, দিন কাজে ও খেলায় কটায়ে ফিরিব রাতে । পদে পদে তুমি ভুলাইলে দিক, কোথা যাব আজি নাহি পাই ঠিক, ፩ ኃእ --- o: : 醬 醬 醬 o: 蠶 oi. --