পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * * | সাধনী ক্লাস্ত হৃদয় ভ্রান্ত পথিক এসেছি নূতন দেশে। কখনো উদার গিরির শিখরে, কন্তু বেদনার তমোগহবরে চিনি না যে পথ সে পথের পরে চলেছি পাগল বেশে । কন্তু বা পন্থ গহন জটিল, কহু পিচ্ছলতল পঙ্কিল, কন্তু সংকট-ছায়া-শঙ্কিল, বঙ্কিম ভুরগম,— থর কণ্টকে ছিন্ন চরণ, ধূলায় রৌদ্রে মলিন বরণ, আশে পাশে হতে তাকায় মরণ, সহসা লাগায় ভ্ৰম ! তারি মাঝে রাশি বাজিছে কোথায়, কঁাপিছে বক্ষ সুখের ব্যথায়, তীব্র তপ্ত দীপ্ত নেশায় চিত্ত মাতিয়া উঠে ! কোথা হতে আসে ঘন সুগন্ধ, কোথা হতে বায়ু বহে আনন্দ, চিন্তা ত্যজিয়া পরাণ অন্ধ মৃত্যুর মুখে ছুটে ! ক্ষ্যাপার মতন কেন এ জীবন ? অর্থ কি তার, কোথা এ ভ্রমণ ? অন্তর্যামী। চুপ করে থাকি শুধায় যখন ; দেখে তুমি হাস বুঝি ! কে তুমি গোপনে চালাইছ মোরে । আমি যে তোমারে খুজি । রাখ কৌতুক নিত্য-নূতন ওগো কৌতুকময়ী l আমার অর্থ, তোমার তত্ব বলে দাও মোরে অয়ি ! আমি কি গো বীণা-যন্ত্র তোমার ? ব্যথায় পীড়িয়া হৃদয়ের তার মুচ্ছ নাভরে গীতবস্কার ফুলনিছ মৰ্ম্মমাঝে ! আমার মাঝারে করিছ রচনা অসীম বিরহ, অপার বাসনা, কিসের লাগিয়া বিশ্ববেদন মোর বেদনায় বাজে ? মোর প্রেমে দিয়ে তোমার রাগিণী কহিতেছ কোন অনাদি কাহিনী, কঠিন আঘাতে ওগো মায়াবিনী জাগাও গভীর সুর ! হবে যবে তব লীলা অবসান, ছিড়ে যাবে,তার, থেমে যাবে গান, আমারে কি ফেলে করিবে প্রয়াণ তব রহস্তপুর ? - oi. 醬 o 槛 i

o - 鷲 還* oo

o碎 o