পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনা ৷ নিখিল গগন কঁাপিছে তোমার পরশ-রস-তরঙ্গে ! হাসিমাখা তব আনত দৃষ্টি, আমারে করিছে নূতন স্থষ্টি, অঙ্গে অঙ্গে অমৃত-বৃষ্টি বরষি’ করুণাভরে। নিবিড় গভীর প্রেম আনন্দ বাহুবন্ধনে করেছে বন্ধ, মুগ্ধ নয়ন হয়েছে অন্ধ অশ্র বাস্প থরে । নাহিক অর্থ, নাহিক তত্ত্ব, নাহিক মিথ্যা, নাহিক সত্য, আপনার মাঝে আপিনি মত্ত,— দেখিয়া হাসিবে বুঝি ? অামি হতে তুমি বাহিরে আসিবে, ফিরিতে হবে না খুজি । যদি কৌতুক রাখ চিরদিন ওগো কৌতুকময়ী, যদি অন্তরে লুকায়ে বসিয়া হবে অন্তরজয়ী,— তবে তাই হোক্ ! দেবি অহরহ জনমে জনমে রহ তবে রহ, নিত্য মিলনে নিত্য বিরহ জীবনে জাগাও প্রিয়ে ! অন্তর্যামী । নব নব রূপে ওগো রূপময় লুষ্ঠিয়। লহু আমার হৃদয়, কাদাও আমারে, ওগো নিৰ্দ্দয়, চঞ্চল প্রেম দিয়ে । কখন হৃদয়ে, কখন বাহিরে, কখনো অালোকে, কখন তিমিরে, কন্তু বা স্বপনে, কত্ত্ব সশরীরে পরশ করিয়া যাবে। বক্ষ-বীণায় বেদনার তার এমনি টানিয়া বাধিব আবার, পরশমাত্রে গীতঝঙ্কার উঠিৰে নুতন ভাবে । এমনি টুটিয়া মৰ্ম্ম-হুয়ার অশ্র-নিঝর ছুটিবে আবার, জানি না খুজিয়া কোন পারাবার বহিয়া চলিবে দূরে। বরষ বরষ দিবস রজনী অশ্র-নদীর আকুল সে ধ্বনি রহিয়া রহিয়া মিশিবে এমনি আমার গানের সুরে । যত শত ভুল করেছি এবার সেই মত ভুল ঘটবে আবার, ওগো মায়াবিনী কত ভুলাবার মন্ত্র ক্লোমার আছে ! 3. * * o . o --

  • - o - * -

- -- !.

      • * --- -

- T. of si o 1. E-L---- is o --- --- o - -- 蚤 o 莒 -- ~ * 1. * -- . - ... ". ** = -- - - - - - : o - - 鞋 o o o o _ o: “ o l o o H SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _இ . ணுைக H o