পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনী । তব নির্দয় বাহুবন্ধনে মুক্তি পাইব বুঝি ! তব কেশপাশে হইয়া অন্ধ মরিব তোমারে খুজি । একি কৌতুক নিত্য-নূতন ওগো কৌতুকময়ী যুগ যুগান্ত চরণগ্রান্তে নুপুর বাজিছে ওই ! যেদিকে ফিরাই মুগ্ধনয়ন মনে পড়ে যেন তোমারি স্মরণ, তোমারি হাতের লিপি পুরাতন খুজে পাই চারিদিকে। উষার আকাশে অরুণের লেখা তব রঞ্জি পদ-কমলের রেখা, সন্ধ্যা-তারায় কি যে দেয় দেখা, চেয়ে থাকি অনিমিখে । অনন্তু কাল বিশ্বমেলায় তোমাতে অামাতে কিসের খেলায় খেলায়ে ফিরেছি মনে পড়ে যায় বাল্য স্বপন মত! সে খেলাচিহ্ল কুসুমে পাতায়, বায়ু-হিল্লোলে নদীর গাথায় আকাশে পাতালে যেথায় সেথায় পড়ে আছে শত শত । অন্তর্যামী । এ শ্যামল ধরা সুনীল গগন ছিল আমাদের বাসর-ভবন, কবে হয়েছিল প্রথম মিলন আজি কি তা মনে পড়ে । সে ফুল-শয়নে তোমার স্ববাস আজো বিরহীরে করিছে উদাস, সে স্থখ-পরশ বহিয়া বাতাস আজিও সোহাগ করে ! শত জনমের তোমার সে হাসি কার মুখে আজি বেড়াইছে ভাসি, তাই দেখে আজি কারে ভালবাসি তাই ভাবি আজি মনে । যে কথা স্বর্গে হয়েছিল বল। সে কথা ধ্বনিছে আজিকার গলা, কখন কোথায় ওগো চঞ্চল কি যে খেলা ত্রিভুবনে । এমনি করিয়া মুগ্ধ এ দাসে বধিয়া গোপন ছলনার পাশে লোক লোকাস্তে প্রেম পরিহাসে খেলায়ে বেড়াবে বুঝি ? শত জনমের বিস্মৃতি মাঝে তোমারে ফিরিব খুজি । এ কি কৌতু নিত্য-নূতন ওগো কৌতুকময়ী ? ட-கி. ! o o o **. o o - -- o 鑿 影 o -- o o s o o o I o ఛైt —