পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেয়েলি ছড়া । হেই দাদা তোমার পায়ে পড়ি । বউ এনে দাও খেলা করি । চতুরা বালিকা নিজের এই স্বার্থ উদ্ধারের জন্ত দাদাকেও প্রলোভনের ছলে আভাস দিতে ছাড়ে নাই যে, “বউ বরণে চন্দ্রকণা ৷” ১ষদি ভগ্নীর খেলেনাটি তিন টাকা বেতনের পক্ষে অনেক মহাৰ্ঘ্য তথাপি নিশ্চয় বলিতে পারি তাহার কাতর অনুরোধ রক্ষা করিতে বিলম্ব হয় নাই, এবং সেটা কেবলমাত্র সৌভ্রাত্রবশতঃ নহে। উলু উলু মাদারের ফুল। বর আস্চে কতদূর । বর আসচে বাঘনা পাড়া । এনদীর ধারেরে ভাই বালি ঝুরুঝুরু করে। চাদ-মুখেতে রোদ লেগেছে রক্ত ফুটে পড়ে । দোলায় করিয়া ছয়পণ কড়ি গুণিতে গুণিতে যাওয়াকে যদি পাঠকের ছবির হিসাবে “অকিঞ্চিৎকর জ্ঞান করেন তথাপি শেষ তিন ছত্রকে তাহারা উপেক্ষা করিবেন না। নদীর জলটুকু টলমল্‌করিতেছে এবং তীরের বালি ঝুরুঝুর করিয়া খসিয়া খসিয়া পড়িতেছে, বালুতটবৰ্ত্তী নদীর এমন সংক্ষিপ্ত সরল, অথচ সুস্পষ্ট ছবি আর কি হইতে পারে! এই ত এক শ্রেণীর ছবি গেল। আর এক শ্রেণীর ছবি আছে যাহা বর্ণনীয় বিষয় অবলম্বন করিয়া একটা সমগ্র ব্যাপার আমাদের --- o o:t-o-- o --*: o মনের মধ্যে জাগ্ৰত করিয়া দেয়। হয়ত একটা তুচ্ছ বিষয়ের উল্লেখে বড় বউগো রান্না চড়া ৷ - 醬 সমস্ত বঙ্গগুহ বঙ্গসমাজ জীবন্ত হইয়া উঠিয়া অামাদের হৃদয়কে ছোট বউলে জলকে যা । ----- 鬣 স্পর্শ করে। সে সমস্ত তুচ্ছ কথা বড় বড় সাহিত্যে তেমন সহজ জলের মধ্যে ন্যাকাজোক । - তেমন অবাবে তেমন অসঙ্কোচে প্রবেশ করিতে পারে না। এবং : ফুল ফুটেছে চাকী চাক ॥ । প্রবেশ করিলেও আপনিই তাহার রূপান্তর ও ভাবান্তর হইয়া ੇ ് ফুলের বরণ কড়ি । ... স্বায় । of নটে শাকের বড়ি ॥ জামাতৃসমাগমপ্রত্যাশিনী পল্লিরমণীগণের ঔৎসুক্য এবং আননা উৎসবের ছবি আপনি ফুটিয়া উঠিয়াছে। এবং সেই উপলক্ষ্যে স্থাওড়া গাছের বেড়া-দেওয়া পাড়াগায়ের পথঘাট বন পুষ্করিণী ঘটকক্ষ বধু এবং শিথিলগুণ্ঠন ব্যস্তসমস্ত গৃহিণীগণ ইন্দ্রজালের মত জাগিয়া উঠিয়াছে। - এমন প্রায় প্রত্যেক ছড়ার প্রত্যেক তুচ্ছ কথায় একটি বাঙ্গলা । দেশের মূৰ্ত্তি, একটি গ্রামের সঙ্গীত, একটি গৃহের আস্বাদ পাওয়া যায় ! কিন্তু সে ਾਂ অধিক পরিমাণে উদ্ধৃত করিতে আশঙ্কা করি, কারণ, ভিন্নরূচিহ্েিশাক । - - দাদাগো দাদা সহরে যাও । তিন টাকা করে মাইনে পাও ৷ দাদার গলায় তুলসী মালা। - - - বউ বরণে চন্দ্রকণা। হেই দাদা তোমার পায়ে পড়ি । বউ এনে দাও খেলা করি । দাদার বেতন অধিক নহে-কিন্তু বেনটির মতে তাহাই প্রচুর । এই তিন টাকা বেতনের স্বচ্ছলতার উদাহরণ দিয়াই ভগ্নীটি অন্ত্রনয় ¥तििरिडा.झुन - H