পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Այթ- সাধনা | শিল্পীদিগকে ভার-রসে মুগ্ধ করিতে পারে না, পরস্তু যাহা অতি নিকটতম, যাহা একটু অদ্ভুত রসাত্মক; যাহা চুটুকি ধরণের সুন্দর তাহাই উহাদিগের অন্তরে ভাব-রসের দৈব-স্ফূৰ্ত্তি আনয়ন করে। উহাদের কবিতার নিয়ম অতিশয় কঠিন ও বহুল হওয়া সত্তেও, উহাদের কবিতাতে প্রকৃতির সুন্দর ছবি পাওয়া যায়। কখনও, দেওয়া হয় ; কখনও বা এমন একটা কিছুর বর্ণনা থাকে, যাহা জগতের আত্মার সহিত যেন মৰ্ম্মে মৰ্ম্মে সন্নিবদ্ধ—যাহা এত স্থল্ম ও সুকুমার যে, চিরকালই আমাদিগকে মুগ্ধ করে, অথচ নিজে কখনই ধরা দেয় না। হোক, যথেষ্ট পরিমাণে আছে। প্রভৃতি আধুনিক উন্নতির সঙ্গে সঙ্গে, বৈজ্ঞানিক স্পৃহা জাপানকে আক্রমণ করিয়াছে। এই স্পৃহাটি ক্রমশ বিকশিত হইয়া আপাতত কি অবস্থায় দাড়াইয়াছে তাহা দেখানো বেধর সাহেবের লিখিত প্রবন্ধের কতকটা উদ্দেশু । । - জাপানে এই যে আধুনিকীকরণ কিম্বা যুরোপীয়ীকরণ আরম্ভ হইয়াছে, ইহা কেবল আত্মরক্ষার উদ্দেশে । জাপানীদিগের মধ্যে শুদ্ধ সৌন্দর্য্যটি দেখাইবার জন্য একটা ছবির অসম্পূর্ণ আদর্শ মাত্র স্ট্র যদি জাপানী চরিত্রের কোন বিশেষ লক্ষণ থাকে তবে ফুল- স্ট্র ভালবাসা সেই লক্ষণ বলিতে হইবে। জাপানে এমন একটি ক্ষুদ্র । বাড়ি দেখা যায় না যেখানে ছবির মত সাজানো একটি বাগান नाई i o তিক বিজ্ঞানের দিকে স্বীয় প্রভাব প্রকটন করিয়াছেন। o এবং যতই সামান্ত পান্থশালা হোক না কেন, তথাকার প্রত্যেক ; অতিথির ঘর পুষ্পগুচ্ছে সমুজ্জল। জন্তুভালবাসাও খুব বেশি না প্রকৃতি-জননীর প্রতি এই প্রকৃতির শিশুদিগের যে প্রকার : অনুরাগ তাহার দৃষ্টান্ত অসংখ্য। কিন্তু এই ভাবের সহিত বৈজ্ঞানিক । স্পৃহার কোন সংশ্রব নাই। আজকাল, দ্রুত-আওয়াজকারী বন্দুক । সাময়িক সারসংগ্ৰহ । : : : একদল লোক-বিশেষতঃ রাজনীতিকুশল “কোন্ট ইণ্টা” ও “কোট ষ্টু ইহুরী” এই ব্যাপারের প্রবর্তক। কিন্তু জাপানী রাজসরকারের * অধীনে যে বৈদেশিক কৰ্ম্মচারীরা ছিল তাহারাই এই কল্পনাটিকে i. কার্য্যে পরিণত করিয়াছে। এই উন্নতিকর কার্য্যে দুইটি মহাজাতির হস্ত লক্ষিত হয়। এক-ইঙ্গ-স্যাক্সন, অপর – জৰ্ম্মণ জাতিই ইহার প্রধান উদ্যোগী। ইংরাজের জীবনের কেজে # দিক্‌টার প্রতি বেশি মনোযোগ দিয়াছেন তাহার সঙ্গে সঙ্গে আপ蠶 নাদের ধৰ্ম্মটাও জাপানীদিগের ঘাড়ে চাপাইবার চেষ্টা করিয়াছেন । # ইংরাজদিগের হইতে রেলপথ হইয়াছে—এঞ্জিনিয়ারিং কলেজ 鷺 o হইয়াছে, রণতরীর আয়োজন হইয়াছে, টাকশাল হইয়াছে, মুদ্রাযন্ত্র o হইয়াছে এবং বাইবেল অনুমোদিত প্রার্থনা-পুস্তক হইয়াছে।

পক্ষান্তরে, জৰ্ম্মণের প্রধানতঃ ইতিহাস, চিকিৎসা ও প্রাক যে সকল জৰ্ম্মণ পণ্ডিত মধ্যে মধ্যে জাপানে গিয়াছেন তন্মধ্যে ফিলিপ ফ্রান্সসিয়ে বোল্ট সৰ্ব্বাপেক্ষ বড়। তিনি ১৮২৩ খৃষ্টাব্দে নাগাসাকি নগরে অবতীর্ণ হন। চরিত্র-বল, শিষ্টতা, চিকিৎসানৈপুন্ত -ত ছাড়া উৎকোচদানের প্রভাবে তিনি তাৎকালিক সন্দিগ্ধমনী বশ্যতা-বিমুখ জাপানীদিগকে আশ্চৰ্য্যরূপে বশীভূত করিয়াছিলেন। হঠাৎ একবার এইরূপ জনরব উঠিয়াছিল যে, জাপান রাজ্যের প্রধান স্ট্র করিয়াছে। পুরাতন জাপানী আইন অনুসারে উহ্য রাজদ্রোহ। জৰ্ম্মণ 鷲 পণ্ডিত কারাগারে অবরুদ্ধ হইলেন এবং ১৮৩০ খৃষ্টাব্দে যখন কারা: পার হইতে মুক্ত হইলেন, তখন তাহার প্রতি কড়াকড় হুকুম হইল * , তিনি যেন জাপান ছাড়িয়া আর কোথাও না যান। এই জৰ্ম্মণ ঠু পণ্ডিত বলেন, কিন্তুতকিমাকারের প্রতি জাপানীদিগের প্রবল অনু - - - TSTS TT STS STS STS STS STS