পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সাধনা ৷ যন্ত্রের উদ্ভাবন হয় নাই এবং ইহাও তাহীদের লক্ষ্য রাখা উচিত যে, জ্ঞানবিজ্ঞানের যতই উন্নতি হউক, এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকের সংখ্যা যতই বৃদ্ধি পাইতে থাক্, জননী সরস্বতীর তরলস্তন্তরসক্ষুধা টেকৃষ্ট বুক্‌ কমিটির কঠিন নিৰ্ব্বাচনে কিছুতেই তৃপ্ত করিতে পারিবে না। শিশুদের কল্যাণ যাহারা কামনা করেন। তাহারা যেন কেবলমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগক্রমে বিশুদ্ধ সাধুভাষায় জ্ঞানশিক্ষা ও নীতিশিক্ষা প্রচার না করিয়া চিত্রবিচিত্র কাল্পনিক কথা ও রূপকথা সংগ্রহ ও স্বজনপূৰ্ব্বক শিশুদের হৃদয় সরস এবং তাহীদের শিক্ষার পথ সুন্দর এবং তাহীদের জীবনারস্তু কাল নবীন উষারাগে রঞ্জিত ও ছায়ান্বিত করিয়া তোলেন । কমলo কাননকে প্রাইমারি স্কুল,সরস্বতীকে তাহার হেভূপণ্ডিত এবং তাহার o দ্বীণাযন্ত্রটিকে বেত্ৰদণ্ডে পরিণত করিয়া সহজভীর শিশুর সম্মুে বিদ্যার মূৰ্ত্তিকে যেন বিকট রুদ্রবেশে উপস্থিত না করেন, এবং শিশু মতিকে এমন তরল খাদ্য দেন যাহা সে সানন্দ স্বেচ্ছাসহকারে গ্রহণপূর্বক নিজের মানসপ্রকৃতির সহিত অনায়াসে মিশ্রিত করিয়া লইয়া তাহাকে প্রফুল্ল পরিপুষ্ট এবং বলশালী করিয়া তুলিতে পারে। আনন্দাদ্ধোব খন্বিমানি ভূতানি জায়ন্তে। আনন্দেন জাতানি জীবন্তি । আনন্দং প্রয়স্তাভিসংবিশস্তি । আনন্দ হইতেই সমস্ত ভূত সকল উৎপন্ন হইয়াছে। আনন্দের স্বারাই এই উৎপন্ন জীব সকল প্রাণধারণ করিতেছে এবং মৃত্যুকালে আনন্দের অভিমুখেই প্রবেশ করিতেছে। * এই আনন্দ হইতে বিচ্ছিন্ন করিয়া যে শিক্ষা প্রদান করা হয় তাহা বিশুদ্ধ হইয়া যায়, এই আনন্দ হইতে বিচুত হইয়া যে সাহিত্য রচিত হয় তাহ মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, তাহা কাহাকেও প্রাণদান করিতে পারে না । 8. ii

  • :

ভারতবর্ষে। বারাণসী ৷ এক জন দীর্ঘকায় ধূৰ্ত্ত হিন্দু নিস্তব্ধভাবে এই সময়ে প্রবেশ করিল ; এতক্ষণ সে আমার নগর-প্রদর্শকের সহিত চুপি চুপি কথা কহিতেছিল । দেখা যাইতেছে, নাচটা বড় ব্যয়সাধ্য ব্যাপার— নাচ দেখাইবার জন্ত আমার নিকট হইতে এক শত টাকা চাহিল। আমি আপত্তি প্রকাশ করিলে আমাকে এই বলিয়া লওয়াইভে লাগিল যে, নাচওয়ালাদিগকে বহু মূল্য পরিচ্ছদ পরিধান করিতে হয় – তাহা প্রস্তুত করিতে হাজার হাজার টাকা ব্যয় হইয়া থাকে, এই কথা বলিয়া, যে সিন্দুকে সেই পরিচ্ছদ সকল রক্ষিত তাহা আমার নিকট আনয়ন করিল। চুম্কি-ওয়ালা বেনারসী সাড়ি-ফিন্‌ফিনে ওড়না—বহুমূল্য জহরৎভূষিত জরির কাপড় সকল তাহাতে রহিয়াছে দেখা গেল । আরও সে বলিল, নাচের সময় সহস্র দ্বীপবিশিষ্ট বৃহৎ, ঝাড় জালাইতে হইবে এবং নাছট সমস্ত রাত চলিবে । এই অদ্ভুত আমোদ হিন্দুদিগের নিকট সেরা আমোদ বলিয়া পরিগণিত ; এমন কোন উৎসব হয় না— বৃহৎ অনুষ্ঠান হয় ন৷ যাহাতে নাচ নাই। কলিকাতা কিম্বা বোম্বাই নগরে যখনই কোন খ্যাতনামা যুরোপীয় আসিয়া উপস্থিত হন, অমনি রাজসরকারের বড় বড় হিন্দু কৰ্ম্মচারীরা তাহাকে নাচ দেখাইবার জন্ত নিমন্ত্রণ করেন। চার জন নাচ-ওয়ালীকে ঠিক করিতে তাহদের অনেক টাকা ব্যয় হয়। ইহা সকল য়ুরোপীয়দিগের নিকট প্রায়ই ক্লাস্তিজনক বলিয়া বোধ হয়। ইহাতে যে কি আমোদ, 3 --- . 排| i -|| 出