পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

醫brg সাধন । নাকে প্রসারিত করি না কেন—অমনি তাহা হইতে জল উৎপন্ন হইল । s এই জন্যই আমরা দেখিতে পাই, শরীর উত্তপ্ত হইলেই তা হইতে ঘৰ্ম্ম নিঃস্থত হয়—এই শরীরস্থ জল, শরীরস্থ অগ্নি হইতেই উৎপন্ন । o পরে জল ধান করিলেন – আমি বহু হই না কেন, আপনাকে প্রসারিত করি না কেন—অমনি জল হইতে ক্ষিতির উৎপত্তি হইল, সমস্ত সংহত পদার্থ খাপ্ত প্রভৃতি উৎপন্ন হইল। নিম্নলিখিত পঞ্চখণ্ডে, শিষ্য এই শিক্ষা লাভ করিলেন যে, অগ্নি, ক্ষিতি ও জলের সংযোগে সমস্ত পদার্থ উৎপন্ন হইয়াছে। মনুষ্যের বীজও এই সকল পদার্থের মধ্যে নিহিত।” - ১০ । খাদ্যের পরিপাক ক্রিয়ার দ্বারা এই শরীর –এই আকার বৃদ্ধি প্রাপ্ত হয়। অতএব, এই ক্ষিতি—এই খাদ্য ব্যতীত মানুষের মূল আর কি হইতে পারে এবং এই ক্ষিতি—এই খাদ্য, ইহারাও উৎপন্ন বস্তু অতএব, ইহাদেরও মূল অন্বেষণ কর। জলই ইহাদের মূল। এবং জলের মূল অগ্নি। অগ্নিও একটি উৎপন্ন পদার্থ— ইহার মূল সেই সৎস্বরূপ। ই, এই সমস্ত পদার্থের মূল সৎস্বরূপে নিহিত। যখন কোন মনুষ্য ইহলোক হইতে অপস্থত হয়, তখন তাহার বাক্য তাহার মনের মধ্যে বিলীন হয়, তাহার মন তাহার প্রাণ বায়ুর মধ্যে বিলীন হয়, তাহার প্রাণবায়ু তাপের মধ্যে বিলীন হয় – তাপ উন্নততর সত্তার মধ্যে — সৎস্বরূপে বিলীন হয়। . --- এই বস্তু, এই স্বল্প পদার্থ, যাহার মধ্যে সকলের মূল নিহিত, ইহার স্বতন্ত্র সত্তা আছে। ইনি সত্যস্বরূপ —ইনি পুরুষ– ইনি তোমার আত্মা-হে শ্বেতকেতু, তুমিই সেই পুরুষ। - ভারতবর্ষে । Յե է পুত্ৰ বলিল—অনুগ্রহ করিয়া আরও কিছু উপদেশ প্রদান করুন। পিতা বলিলেনঃ তথাস্তু । ১১ । নদী সকল গঙ্গার স্তায় কেহ বা পূৰ্ব্ববাহিনী, ও সিন্ধুর হ্যায় কেহবা পশ্চিমবাহিনী। - , উহারা সমুদ্র হইতে সমুদ্রেই গমন করে (সমুদ্র হইতে বাস্পা কারে উখিত হইয়া নদীতে প্রত্যাবৃত্ত হয়) উহার সত্যসত্যই সমুদ্রে পরিণত হয়। নদীরা সমুদ্র মধ্যে মিশিয়া গিয়া এ কথা আর বলিতে পারে না—“আমি এই নদী”—“আমি ঐ নদী”। সেইরূপ হে বৎস, সমস্ত জীব যখন সেই সত্যস্বরূপ হইতে উৎপন্ন হয়, তখন তাহারা জানে না যে তাহারা সত্যস্বরূপ হইতে উৎপন্ন । এই বস্তু, এই স্তন্ম পদার্থ, ইহারই মধ্যে সমস্ত সত্তা নিহিত। ইনি সত্য স্বরূপ, ইনি স্বতন্ত্র পুরুষ এবং হে শ্বেতকেতু, তুমিই সেই পুরুষ। - পুত্র বলিলঃ—আরও কিছু উপদেশ করুন। পিতা কহিলেন--তথাস্তু। ১২। কতকগুলি দস্থ্য, কোন এক ব্যক্তিকে তাহার দেশ হইতে ধরিয়া লইয়া যায়। তাহার চোখ বাধিয়া বিপদসঙ্কুল ভীষণ এক অরণ্যের মধ্যে তাহাকে লইয়া গেল। কোথায় সে আসিয়াছে জানিতে না পারায় সে কাদিতে লাগিল। এই সময়ে একজন পথিক তাহার প্রতি অনুকম্প প্রকাশ করিয়া তাহার বন্ধন মোচন করিল ও তাঁহাকে তাহার দেশে পাঠাইয়া দিল। দেশে গিয়া সে সুখী হইল। " সেই সৎস্বরূপ, মহানপুরুষ, জগতের রাজাই আমাদের স্বদেশ। তিনটি উপাদানে এই শরীর নিৰ্ম্মিতঃ অগ্নি, জল,পৃথিবী---এই শরীর শৈত্য ও তাপের অধীন—এই শরীররূপ অরণ্যের মধ্যে আমরা পথ

    • -

t = o

o - * -_* -o 攝 -: - 撃 H