পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮৬ - সাধনা ৷ ' লইয়া আমার অন্তঃপুর। তাহারা প্রত্যেকেই সমস্ত রাত্রি অনিমেষ নেত্ৰে জাগ্রত থাকিয়া আমার গতিবিধি নিরীক্ষণ করিয়া থাকে, তথাপি এপর্য্যন্ত নক্ষত্ৰলোকে কোনরূপ অশান্তির কারণ ঘটে নাই। সপ্তবিংশতির উপর আর একটি যোগ করিতে আমি ভীত নহি । । . ইন্দ্র। সখে, ধন্ত তোমার সাহস ! তবে তোমার ভয় কিসের ? শশব্যস্ত হইয়া দেবদূতের প্রবেশ । দূত। জয়োস্তু। দেবরাজ, বাণী বীণাপাণি স্বৰ্গপরিত্যাগের কল্পনা করিতেছেন। ইন্দ্র। (সসন্ত্রমে) কেন ? দেবগণ র্তাহার নিকট কি কারণে অপরাধী হইয়াছে ? দূত। মনসা শীতলা মঙ্গলচণ্ডী নাম্নী দেবীগণ সরস্বতীর কমলবনে চিঙ্গটি নামক কর্দমচর ক্ষুদ্রমৎস্তের সন্ধানে গিয়াছিলেন। কৃতকাৰ্য্য না হইয়া কমল কলিকায় অঞ্চলপূর্ণ করিয়া তিম্ভিড়ি সংযোগে কটুতৈলে অন্নব্যঞ্জন রন্ধন পূর্বক তীরে বসিয়া প্রচুর পরিমাণে আহার করিয়াছেন,এবং পিত্তলস্থালী সরোবরের জলে মার্জন পূর্বক স্বস্বস্থানে ফিরিয়া আসিয়াছেন। এপর্য্যন্ত মানসসরোবরের পদ্ম কলিকা দেব দানব কেহই ভক্ষ্যরূপে ব্যবহার করে নাই। (দেবগণের পরস্পর মুখাবলোকন } ঘেটু মনসা প্রভৃতি দেবদেবীগণের প্রবেশ। ইন্দ্র। (আসন ছাড়িয়া উঠিয়া) দেবগণ, দেবীগণ, স্বাগত ? আপনাদের কুশল ? স্বৰ্গলোকে আপনাদের কোনরূপ অভাব নাই ? অনুচরগণ সমাহিত হইয়া সৰ্ব্বদা আপনাদের আদেশপাল স্বৰ্গীয় প্রহসন। নের জন্য অপেক্ষা করিয়া থাকে ? সিদ্ধগন্ধৰ্ব্বগণ নৃত্যশালায় নৃত্যগীতাদির দ্বারা আপনাদের মনোরঞ্জন করে ? কামধেনুর দুগ্ধ এবং অমৃতরস যথাকালে আপনাদের সম্মুখে আহরিত হইয়া থাকে ? নন্দনবনের সুগন্ধ সমীরণ আপনাদের ইচ্ছানুগামী হইয়া বাতায়নপথে প্রবাহিত হইতে থাকে ? আপনাদের লতানিকুঞ্জে পারিজাত সৰ্ব্বদাই প্রশ্ব টত থাকিয় শোভাদান করে ? ( দেবীগণের উচ্চহাস্ত ) মনসা । (ঘেটুর প্রতি) মিনসে কি বক্চে ভাই ? ঘেটু। পুরুৎঠাকুরের মত মস্তর পড়ে যাচ্চে। (ইন্দ্রের প্রতি) ওহে, তুমি বুঝি কৰ্ত্তা ! তোমার মন্তর পড়া হয়ে গিয়ে থাকে ত গোটাকতক কথা বলি। ইন্দ্র। হে ঘেঁটে ! আপনকার-- ঘেটু ঘেঁটে কি ! আমি তোমার বাগানের মালী ? বাপের জন্মে এমন অভদর মানুষ ত দেখিনি গা ! ঘেঁটে ! আমি যদি তোমাকে ইন্দির না বলে ইন্দিরে বলি ! মনসা। তা হলেই চিত্তিরে হয়! (দেবীগণের উচ্চ হাস্ত) ইন্দ্র । (হাস্তে যোগদান করিবার চেষ্টা করিয়া) কুন্দাভদস্তি, বহু তপস্তার দ্বারা স্বৰ্গলোক লাভ করিয়াছিলাম, কিন্তু কোন স্বকৃতি ফলে আপনকার সকলের স্মিতদশনময়ুখে স্বর্গলোক অকস্মাৎ অতিমাত্র আলোকিত হইয়া উঠিল এখনো তাহ ধারণা করিতে পারিলাম না ! ঘেটু। আরে রাখু, ও সব বাজে কথা রাখ। তোমার পেয়াদা o গুলো আমাকে সোনার ভাড়ে করে কি সব এনে দেয় সে আমি ছুতে পারিনে। তোমার শচী গিল্লিকে বলে দিয়ে আমার জন্তে রোজ এক থাল গোবরের গাড় তৈরি করে পাঠিয়ে দেন । -- h -o-- --o--- -o-- - -o o-i - o oo

- --