পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Յե-ե সাধনা। ইন্দ্র। তথাস্তু। স্বর্গে আমাদের কন্নধেনু আছেন। তিনি সকলের সকল কামনাই পূরণ করিয়া থাকেন। বোধ করি আপনার প্রার্থন পূর্ণ করা তাহার পক্ষে দুঃসাধ্য না হইতে পারে । শীতলা। (চন্দ্রকে এক কোণে গুপ্তপ্রায় দেখিয়া নিকটে গিয়া) মাইরি! তুমি এত ছলও জান ভাই ! আমাকে আচ্ছ ভোগ, ভুগিয়েছ যাহোক্‌ ! আমি বলি, তুমি বুঝি অন্দর মহলে আছ । ঢুকে দেখি, অশ্লেষা আর মঘা নবাবপুত্রীর মত বসে আছেন— আমাকে দেখে অবাক হয়ে রইলেন। আমার সহ্য হল না। আমি বল্লুম, বলি, ও বড়মানুষের ঝি, তোমাদের গতর খাটিয়ে খেতে হয় না বলে বুঝি দেমাকে মাটিতে পা পড়ে না ! যা বলতে হয় তা বলেছি। ধুন্ধমার বাধিয়ে দিয়ে এসেছি। চন্দ্র। (জনান্তিকে ইন্দ্রের প্রতি) সপ্তবিংশতির উপর অষ্টবিংশতিতম যোগ হইলে কিরূপ দুর্য্যোগ উপস্থিত হইতে পারে তাহ, হে শচীপতে, সহজেই অনুভব করিতে পারিবেন। (শীতলার প্রতি) অয়ি অনবচ্ছে,— শীতলা । (হাসিয়া অস্থির হইয়া) মা গো মা, তুমি এত হাসাতেও পার! আদর করে বেশ নামটি দিয়েছ যাহোক্‌ ! আন বদ্যি ! কিন্তু বদ্যিতে করবে কি ভাই ! কত বস্থির সাতপুরুষকে আমি সাতঘাটের জল খাইমে এসেছি—আমি কি তেমনি মেয়ে ! ঘেটু। (ইন্দ্রের গায়ের কাছে গিয়া তাহার-পৃষ্ঠে হাত দিয়া) কি গো, ইন্দির দা ! মুখে যে রা’টি নেই। রেতের বেলা গিরির , সঙ্গে বকবকি চুলোচুলি হয়ে গেছে না কি ? - ইন্দ্র। সেসঙ্কোচে সরিয়া গিয়া দূরস্থ আসন নির্দেশপুৰ্ব্বক) দেব, আসনগ্রহণে অনুমতি হৌক । a. বেটু। এই যে এখানে চের জায়গা আছে। (ইন্দ্রের সহিত i. - স্বৰ্গীর প্রহসন । Eէ: - একাসনে উপবেশন) দাদা, আমার সঙ্গে তুমি নৌকোতা কোরে না। আজ থেকে তুমি আমার দাদা, আমি তোমার ছোট ভাই বেটু। (বাহুদ্বারা ইন্দ্রের গলবেষ্টন এবং ইন্দ্র কর্তৃক অব্যক্ত কাতর ধ্বনি উচ্চারণ) - - , শীতলা। (চন্দ্রের প্রতি) তুমি যাও কোথায় ! চন্দ্র। মনোঙ্কে, আদ্য অন্তঃপুরে দেবীগণ ভর্তৃপ্রসাদন ত্রতে র্তাহীদের এই সেবকাধমকে স্মরণ করিয়াছেন—অতএব যদি অন্ত্রমতি হয় তবে, হে হরিণশালীন নয়নে – শীতলা । কি বলে ? শালা ? তা ভাই তাই সই! তোমার চাদমুখে সবই মিষ্টি লাগে। তা, শালী যদি বল্পে তবে কানমলাটিও খাও ! (চন্দ্রের পাশ্ব একাসনে বসিয়া চন্দ্রের কর্ণপীড়ন)। ইন্দ্র। (চন্দ্রের প্রতি) ভগবন সিতকিরণমালিন, তুমিই ধন্ত । করুণম্পর্শে তরুণীকরকিসলয়ের অরুণরাগ এখনও তোমার কণমূলে সংলগ্ন হইয়া আছে ! শীতলা। (মনসার প্রতি লক্ষ্য করিয়া স্বগত) ম’ল ! ম’ল ! আমাদের মনসে হিংসেয় ফেটে ম’ল ! আমি চাদের পাশে বসেছি এ আর ওঁর গায়ে সইল না - দুৰ্ব ঘুৰ্ব্ব করে বেড়াচ্চে দেখ না ! এত গুলো পুরুষ মানুষের সামনে লজ্জাও নেই! মাগী এবার পাড়ায় । গিয়ে কত কানাযুম্বোই করবে। উনিও বড় কন্থর করেন নি! কাৰ্ত্তিক ঠাকুরটিকে নিয়ে যে রকম নিলজপন করেছে আমি দেখে লজ্জায় মরে যাই আর কি ! কাৰ্ত্তিক কোথায় কোবে ভেবে পায় না । ওই ত চেহারা –ওই নিয়ে এত ভঙ্গীও করে । মাগো, মাগো, , মাগো ! (প্রকাশ্যে) আমর মাগী ! চাদের সামনে দিয়ে অমন বেহায়ার মত আনাগোনা করচিস্ কেন ? যেন সাপ খেলিয়ে বেড়াচ্চে ! কাৰ্ত্তিকের ওখানে ঠাই হলনা না কি ? - | o o o: -*.. -* -o, --" .R--- -i.--o -... :--- oi-"--.--.--o-ii:-- i. ---.-- -o


--

-