পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন | আমার দাদাকে কি মন্তর পড়ে দিয়েছ বল দেখি! একেবারে শ্ৰীচরণের গোলাম করে রেখেছে ! তুমি উঠলে ওঠে, তুমি বসলে বসে ! বলি, একটা কথাই কও ! (গান) “কথা কইতে দোষ কি আছে বিধুমুখী !” - ইন্দ্র। দেব ঘেঁটে, কিঞ্চিৎ অবসর দিতে অনুমতি হউক! দেবীর নিকট কিছু নিবেদন আছে ! বেটু। ঈদু দেখে ! দেখো! একটু কাছে এসে বসেছি তোমার যে আর গায়ে সইল না—এতটা বাড়াবাড়ি কিছু নয় –কথায় বলে অতিভক্তি চোরের লক্ষণ ! কাজ নেই ভাই আবার শাপ দেবে। তোমরা দুজনে বোস আমি যাই। (বলপূর্বক ইন্দ্রকে শচীর আসনে বসাইবার চেষ্টা ) । ইন্দ্র। বেটুকে দূরে অপসারণ করিয়া) দেব, তুমি আত্মবিশ্বত হুইতেছ! o ওলাবিবির প্রবেশ । ওলা । (শচীর প্রতি) তাই বলি যায় কোথায়! আমনি বুঝি সোয়ামির কাছে নাগাতে এসেছ ! এ তা নাগাও না ! তোমার সোয়ামিকে আমি ডরাইনে । শচী । (অাসন হুইতে উঠিয় ইন্দ্রের প্রতি) দেবরাজ আমি জয়ন্তকে সঙ্গে লইয়া বিষ্ণুলোকে কিছুকাল লক্ষ্মীদেবীর আলয়ে বাস করিবার সংকল্প করিয়াছি। বহুকাল দেবীদর্শন ঘটে নাহ। ইন্দ্র। আর্য্যে, আমিও দেবীর অনুসরণ করিতেছি। বহুকাল পূজার অনবসরক্রমে চক্রপাণির নিকট অপরাধী হইয়া আছি। - - - (উভয়ের প্রস্থান) . - চন্দ্র। দেব সহস্ৰলোচন, বিষ্ণুলোকে আমারও বিশেষ আবশ্বক i. নিজাম আল্লীর দর্প চূর্ণ। s ৪৯৩ আছে-লক্ষ্মীদেবী— হায়! বিপৎকালে বান্ধবেরাও ত্যাগ করিয়া যায় s - - - - - , :- শীতলা । অমন ছাড়িপান মুখ করে আছ কেন? অমন করে থাক ত ফের কানমলা খাবে। ਾ । স্মরনকনকপ্রভে, বিষ্ণুলোকে আমার বিস্তর বিলম্ব হইবে না যদি অনুমতি করত দাস– == শীতল। ফের কানমলা খাবে ! (কানমলিতে উদ্যত) (মনসার পুনঃ প্রবেশ । শীতলার সহিত পুনরায় কলহারম্ভ, ঘেটু, ওলা, মঙ্গলচণ্ডী প্রভৃতি সকলের তাহাতে যোগদান |) চন্দ্র। আপনার তবে ততক্ষণ মিষ্ট্রালাপ করুন, দাস বিষ্ণুলোক অভিমুখে প্রয়াণ করিতে ইচ্ছা করে ! (দ্রুতপদে প্রস্থান ) - ----- - ---

    • =

-- নিজাম আলীর দপ ཏུ། ། খৃষ্টীয় ১৮শ শতাব্দীর শেষ ভাগে যখন দিগ্বিজয়ী মহারাষ্ট্ৰীয়গণের সৌভাগ্যরবি মধ্যাহ্ন গগনে সমুদিত, যখন তাহাদের দোদণ্ড প্রতাপে সমগ্র ভারত কম্পিত হইতেছিল, এমন কি, হায়দরআলী, , টিপু স্থলতান ও ইংরাজগণের দ্যায় রণধুরন্ধর ছদ্ধর্ষ শত্রগণও তাহাদের ছঃসহ বীৰ্য্যের নিকট অবনতমস্তক হইয়াছিলেন, তখন হাইদ্রাবাদের অবিবেচক নিজাম মদগৰ্ব্বে মত্ত হইয়া, মহারাষ্ট্রীয় 轟 h o ! \ o. E::: o


i H