পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 সাধনা" গণের অবমাননা করত যে সৰ্ব্বনাশকর ব্যাপার সংঘটিত করিয়াছিলেন, তাহা ইতিহাসে “খর্ডার যুদ্ধ” নামে প্রসিদ্ধ। নিজাম আল্লীর নিকট হইতে দশ বৎসরের বাকী “চেীথ” বাবতে মহারাষ্ট্ৰীয়গণের দুই কোটি ৬০ লক্ষ টাকা প্রাপ্য হইয়াছিল। এই টাকা আদায় করিবার জন্ত মহারাষ্ট্রপতি পেশওয়ে মাধবরাও নারায়ণের আদেশক্রমে তদীয় মন্ত্রী নানা ফর্ণবাস ১৭৯৫ খৃঃ গোবিন্দরাও নামক জনৈক কৰ্ম্মচারীকে নিজামের নিকট প্রেরণ করেন। গোবিন্দরাও নিজামের দরবারে উপস্থিত হইয়া বিশিষ্ট নম্রতার সহিত নানা ফর্ণবাসের অভিপ্রায় নিজামকে জ্ঞাপন করিলেন। তৎশ্রবণে মশীর উলমূলক নামক নিজামের এক জন অপরিণামদর্শী দৃপ্ত মন্ত্রী অতিশয় রুক্ষভাষায় তাহাকে সম্বোধন পূর্বক অবজ্ঞাপূর্ণ স্বরে বলিলেন, “অজী গোবিন্দরাও ! কোন নান ফর্ণবাস, আউর ক্যা চোঁথকী বক্‌ বক্‌ লগায়ে হে ; হম্ ও সৰু কুছ নহি জানতে। তুম্‌ পুনেমে জাকর নানা বক্সনকে লে’কর BBB BDBB BBBBB BBBBBB BBBB BKS BB BBBB ক্য তুমারী বক্‌ বক্‌ হ্যায়।” কেবল ইহা বলিয়াই মদৌদ্ধত ‘মশীর ক্ষান্ত হইলেন না। তিনি সেই সভামধ্যে অভিনেতৃ নটদিগের দ্বারা পেশওয়ে মাধবরাও ও নানা ফর্ণবীসের কার্যোর বিন্দ্রপাত্মক অভিনয় করাইয়া মহারাষ্ট্রপতির উদ্দেশে অশেষবিধ অপমানকর বাক্য প্রয়োগ করিলেন । যে মাধবরাও এর ঐশ্বৰ্য্য ও ক্ষমতা উন্নতির সৰ্ব্বোচ্চ শিখরে . আরোহণ করিয়াছিল, যাহার প্রচণ্ড প্রতাপে বারাণসী হইতে রামেশ্বর পর্য্যন্ত সৰ্ব্বদেশীয় ভূপতিগণ সৰ্ব্বদা কম্পিত হইতেন, সভা মধ্যে এক জন মদোন্মত্ত যবনের মুখে সেই মহাবলপরাক্রম মাধবরাওএর এইরূপ নিন্দ শ্রবণ ও অবমাননা দর্শন করিয়া --

  • -

নিজাম আল্লির দর্পচূর্ণ। প্রভুভক্ত গোবিন্দরাও ক্রোধে মূচ্ছিত হইলেন। ক্রুদ্ধ শাৰ্দ্দলের স্থায় গর্জন করিয়া সৰ্ব্ব সমক্ষে এই প্রতিজ্ঞা করিলেন,—“যদি আমি এই উষ্ণমস্তিষ্ক মর্শীর উলমুলককে ভিক্ষা পাত্র হস্তে পুনার দ্বারে দ্বারে দীনভাবে ভ্রমণ না করাইতে পারি, তবে অামার নাম গোবিন্দরাও নহে।" এইরূপ ঘোর প্রতিজ্ঞা করিয়া গোবিন্দরাও ক্ৰোধসন্তপ্তচিত্তে সেই সভাস্থল পরিত্যাগপূৰ্ব্বক পুনায় আগমন করিলেন। গোবিন্দরাও এর মুখে এই সকল সংবাদ অবগত হইবামাত্র মাধবরাও ও নানা ফর্ণবাস প্রদীপ্ত হুতাশনের স্থায় ক্রোধে জলিয়া উঠিলেন ; এবং গোবিন্দরাওএর প্রতিজ্ঞ কাৰ্য্যে পরিণত করিবার জন্ত সচেষ্ট হইলেন। মহারাষ্ট্ৰীয়গণের সহিত যুদ্ধ করিবার জন্য পূৰ্ব্বাবধিই নিজাম ও তদীয় মন্ত্রী মশার উলুমুলকের বাহু স্ফরিত হইতেছিল। তাহারা মহারাষ্ট্রপতির যুদ্ধসজ্জার সংবাদ পাইয়া তৎক্ষণাৎ যুদ্ধের জন্ত প্রস্তুত হইলেন। মশার উলুমুলক নিজামের সমক্ষে প্রতিজ্ঞা করিলেন যে, “যদি আমি প্রকৃত মুসলমান হই, তবে পেশওয়াকে সিংহাসনচ্যুত ও তাহার হস্তে ভিক্ষণপাত্র প্রদান করিয়া, তাহাক ভস্ম মাখাইয়া ও কোঁপান পরিধান করাইয়া দেশ হইতে বহিষ্কৃত করিয়া দিব।” মর্শীরের এইরূপ প্রতিজ্ঞ শ্রবণে জয়াসক্তচিত্ত নিজাম একলক্ষ দশ সহস্র সৈন্ত লইয়া মহারাষ্ট্রীয়গণের ক্ষমতা পযু দস্ত করিবার নিমিত্ত দণ্ডায়মান হইলেন। - - - এদিকে পেশওয়ে. মাধবরাও এর আদেশপ্রাপ্তিমাত্র সিন্ধিয়া, . হোলকর, গায়কওয়াড় (গুইকুমার), ভোসলে, রাস্তে, পটবর্দ্ধন, বিষ্ণুরকর, ঘোরপড়ে নিম্বালকর, যাদব, প্রমার প্রভৃতি বড় বড় শুর সর্দার ও জাইগারদারগণ এই অপমানের প্রতিশোধ গ্রহণ F i. -- --r -o--- * o - -- - -o

- -

- - -. oo

  1. !

it. s i - ==