পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Boo সাধনা ৷ - মানসে স্ব স্ব সৈন্যবল সহ অত্যন্ত উৎসাহের সহিত যুদ্ধার্থে পেশওয়ের পতাকাতলে সম্মিলিত হইলেন। এইরূপে মহারাষ্ট্রপতি মাধবরাও অশ্ব পদাতি সহ ১ লক্ষ ৪০ সহস্র সৈন্ত লইয়া পরশুরাম ভাউ পটবদ্ধনকে সেনাপতি করত নিজামের বিরুদ্ধে যাত্র করিলেন। আহম্মদনগর জেলার অন্তর্গত ”খঙ্গ” নামক গ্রামের. সন্নিকটস্থ স্থবিস্তীর্ণ প্রান্তরে উভয় পক্ষীয় সৈন্তের সাক্ষাৎ হয় । , যুদ্ধারস্তকালে নিজামের সেনা প্রথমতঃ এরূপ পরাক্রমের সহিত আক্রমণ করে যে, মহারাষ্ট্রীয়গণ ছুইবার বিশৃঙ্খল হইয়া হটিয়া যাইতে বাধ্য হয় ; এবং সেনাপতি পরশুরাম ভাউ গুরুতররূপে আহত হইয়া যুদ্ধক্ষেত্রেই মূৰ্ছিত ও পতিত হন। আত্মপক্ষীয় সৈন্তগণের এইরূপ বিশৃঙ্খলা দর্শনে সিন্ধিয়া, হেলিকর ও ভোঁসলে অগ্রসর হইয়া উৎসাহবাক্যে সৈন্তগণকে রণভূমে প্রত্যাবৰ্ত্তন করিলেন। ইতিমধ্যে, পরশুরাম ভাউ চেতন প্রাপ্ত হইয়। বিংশতি সহজ সৈন্তসহ মুসলমানদিগকে পুনরায় আক্রমণ করিলেন। ভোঁসলে অনবরত বাণবৃষ্টি করিতে লাগিলেন ; গায়কওয়াড় ও সিন্ধিয়ার কামান সমূহ গর্জন করিয়া অগ্নি উদগীরণ করিতে লাগিল। আবার তুমুল যুদ্ধ বাধিল। মোগলগণও অতি সাহসের সহিত যুদ্ধ করিতে লাগিল। স্বয়ং পরশুরাম ভাউ ও সিন্ধিয়া বিংশতি সহস্রাবিক সৈন্তসহ তরবারী হস্তে অশ্বারোহণে মোগল সৈন্তের মধ্যে প্রবেশ করত সহস্ৰ সহস্ৰ শত্রুসৈন্তের শিরচ্ছেদ করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। তদর্শনে শত শত মহারাষ্ট্রবারের উৎ সাহ বহ্নি প্রজ্জ্বলিত হইয়া উঠিল এবং অসংখ্য.মোগল সৈন্য তাহাতে আহুতি স্বরূপ পতিত হইল। মহারাষ্ট্ৰীয়গণের ফরাসিস সেনাপতি পেরন তাহার ৩৬টি কামান সহ নিজামের পক্ষীয় রেমন্তের অধীনস্থ ইউরোপীয় সৈন্যগণকে H. . 8 নিজাম আল্লির দৰ্পচূৰ্ণ আক্রমণ করিলেন। এইরূপে চতুৰ্দ্ধিক হইতে মহারাষ্ট্রপতির সৈন্যগণ কর্তৃক স্বীয় সৈন্যগণকে ভীষণভাবে আক্রান্ত দেখিয়। নিজাম সাহেবের চিত্তে ভীতির সঞ্চার হইল। এমন সময়ে স্থচতুর সিন্ধিয়া নিজাম সাহেবকে লক্ষ্য করিয়া ৫টি গোলা বর্ষণ করিলেন । ,তদর্শনে নিজাম ভীতিবিহবল-চিত্তে সহসা রণক্ষেত্র পরিত্যাগ করিয়া পলায়ন করিলেন। সুতরাং তাহার সৈন্তগণও পৃষ্ঠভঙ্গ দিল। সমরবিজয়ী মহারাষ্ট্ৰীয়গণ তাহাদিগের পশ্চাদ্ধাবন, লুণ্ঠন ও বিনাশ সাধন করিতে লাগিলেন। এইরূপে এই যুদ্ধে মোগলগণের দুই শত সেনানী ও উভয় পক্ষে প্রায় ১০ । ১৫ হাজার সৈন্ত বিনষ্ট হইল । - এদিকে নিজাম সাহেব অতি অল্প সংখ্যক সৈন্তাসহ খড়ার নিকটবর্তী দুর্গে আশ্রয় গ্রহণ করিলেন। মহারাষ্ট্ৰীয়গণ উক্ত দুর্গ অবরোধ করিতে ক্ষণমাত্র বিলম্ব করিলেন না। ছুই দিবস জুর্গে অবরুদ্ধ থাকিয়া তৃতীয় দিবসে নিজাম সন্ধির প্রস্তাব করিলেন। কারণ অন্ন জলের অভাবে নিজাম সাহেব ও তাহার কণ্ঠমণি মণীর উল্মূলক অতিশয় কাতর হইয়। ছঠফঠ করিতে লাগিলেন। এবং যে মশার মাধবরাওকে ভিক্ষাপাত্র হস্তে দিয়া সন্ন্যাসীবেশে দেশ হইতে বহিষ্কৃত করিয়া দিবেন বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন, তিনিই এখন অন্নাভাবে ব্যাকুল ও ম্ৰিয়মাণ হইয়া মাধবরাও এর নিকট প্রাণ ভিক্ষ চাহিতে বাধ্য হইলেন । , পরিশেষে নিজাম আলীর প্রার্থনামতে সন্ধি স্থাপিত হইল। এই সন্ধি অনুসারে (১) গোবিন্দরাওএর প্রতিজ্ঞাপূরণ করিবার জন্য মহারাষ্ট্রপতির অবমাননকারী গৰ্ব্বিত মণীর উলুমুলুক মহারাষ্ট্রয়গণের হস্তে সমৰ্পিত হইলেন। এবং (২) মহারাষ্ট্রয়গণ নিজBB BBBB BBB BS GGGGGS BB BB BB BBB BBBB - o-* -o -- o - --# \ o so o - -