পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

四 -i -o

- o . --- - o o பி . সাধন। হইয়াছে তাহাতে জানা যায় পুণ্ড,বদ্ধন বা বাঙ্গলাদেশে শুভস্থলী নামক স্থানে রাজা ধৰ্ম্মপালের মহাসামন্তাধিপতি শ্রীনারায়ণ বৰ্ম্ম এক দেবকুল বা দেউল নিৰ্ম্মাণ করিয়া তাহার প্রতিপালনের ভার “লাট”-দেশীয় কতকগুলি দ্বিজের উপর ন্যস্ত করেন—এবং ভট্টনারায়ণ উক্ত দ্বিজগণের স্থানে অতিথিস্বরূপ আগমন করেন। লেখার ভঙ্গীতে উক্ত লাট-দেশীয় দ্বিজের বিশেষ গণ্যমান্ত ও পূজ্য লোক ছিলেন বোধ হয় ; কেন না অভ্যাগত ভট্টনারায়ণ “তৎপ্রতিপালক-লাটদ্বিজ-দেবাচ্চকাদি-পাদমূল-সমেত বলিয়া উল্লিখিত হইয়াছেন। “পাদমূলসমেত” শব্দে উক্ত ব্রাহ্মণের ভট্টনারায়ণের গুরু-শ্রেণীর লোক ছিলেন বিবেচনা করিতে হইবে। প্রাচীন ঘটকের স্পষ্টাক্ষরে লিখিয়া রাখিয়া গিয়াছেন যে, আদিশূরানীত পঞ্চব্রাহ্মণের মধ্যে কাহারই নাম ভট্টনারায়ণ নহে। উক্ত পঞ্চব্রাহ্মণদের মধ্যে যিনি শাণ্ডিল্য-গোত্রীয় তাহার নাম ক্ষিতীশ । কেহ কেহ বলেন, ক্ষিতীশ ভট্টনারায়ণের পিতা। কিন্তু আবার কেহ কেহ বলেন ভট্টনারায়ণের পিতার নাম ভট্টরামেশ্বরজ্ঞ। তাহাতে আদিশূরানীত পঞ্চব্ৰাহ্মণের সহিত ভট্টনারায়ণের সম্পর্ক অনিশ্চিত বলিয়া গণ্য করিতে হইবে। যাহা হউক ভট্টনারায়ণের এপ্রদেশে আগমনের অল্পকাল পূৰ্ব্বেই আদিশূর-কর্তৃক পঞ্চব্রাহ্মণ আনীত হইয়াছিলেন, ইহা এক প্রকার অবধারিত। কেন না ভট্টনারায়ণ ধৰ্ম্মপালের সময় এদেশে আইসেন এবং প্রাচীন ঘটক হরিমিশ্রের লেখাতে প্ৰমাণ- পালবংশ গৌড়ের সিংহাসন অধিকার করার অল্পকাল পূৰ্ব্বেই আদিশূর রাজত্ব করিয়াছিলেন। এক্ষণে যদি তাম্রশাসনের “লাটদ্বিজ”গণকে কানাকুজ-দেশীয় দ্বিজ বলিয়া গণ্য করা যায় তাহা হইলে ইহা নিতান্ত

  • জগন্মোহন তর্কালঙ্কার প্রকাশিত বেণীসংহারের মুখবন্ধ ১ধূ ।

नूडन তামশাসন । & & সম্ভবপর হইয়া দাড়ায় যে, উক্ত লাটদ্বিজগণই আদিশূর-কর্তৃক আনীত পঞ্চব্রাহ্মণ বা তাহাদের সন্তান সন্ততি ছিলেন। তাহারা ভট্টনারায়ণের স্বদেশীয় ও পরিচিত গুরুপৰ্য্যায়ের লোক ছিলেন। তাহারাই অগ্ৰে আদিশূরের সময়ে এদেশে সমানীত হইয়া বসবাস করেন । ভট্টনারায়ণও তাহাদের অনুসরণ করিয়া এদেশে আইসেন। - - এখন “লাট’দেশ কোথায় ছিল এই সমস্যা উঠিতেছে। আমি দেশীয় পণ্ডিতাগ্রগণ্য কোনও কোনও ৰ্যক্তিকে জিজ্ঞাসা করায় তাহারা “লাট’ দেশ কোথায় ছিল সম্যক বলিতে পারেন নাই। অলঙ্কার শাস্ত্রে “লাটাভুপ্রাস” নামক এক প্রকার শব্দালঙ্কারের উল্লেখ আছে। তাহ লাটদেশবাসী জনগণের প্রিয় ও অাধুত বলিয়া লাটান্ত প্রাস বলিয়া উল্লিখিত হয়। তাহাতে লাটদেশ যে বিশিষ্ট বিদ্বান ও স্বকবির দেশ তাহা স্পষ্ট। আমাদের ঘটকেরা লেখেন – অস্তে পশ্চিমদিগ্বিশেষ বিষয়ে শ্ৰীকান্তকুজ্জাহ বয়ঃ তন্মধ্যেচ বিশিষ্ট্র বিপ্রনিলয়ঃ কোলাঞ্চদেশঃ শুভঃ ! এই বিশিষ্ট বিপ্রনিলয় কোলাঞ্চদেশ হইতেই আদিশূর পঞ্চব্রাহ্মণ আনয়ন করিয়ছিলেন বলিয়া প্রসিদ্ধ। এই "কোলাঞ্চ” দেশেরই অপর নাম “লাট” দেশ কি না ?—অথবা কান্তকুজনগর যে প্রদেশে অবস্থিত ছিল—তাহারই নাম “লাট” দেশ ছিল কি না ? কোনও কোনও ইংরাজ পণ্ডিতের মতে গুজরাট দেশের একাংশের নাম লাট দেশ । আমার বিবেচনায় ইহা হইতে পারে না। মালব দেশের অন্তর্গত দশপুর নামক নগরে একটি স্বৰ্য্যদেবের - - -- + Indian Antiquary XXII. P 183.