পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| o SAAAAAA STTTTS TTTT TTTTTTSSTTTTTS S সাধনা ৷ גליiי কুম্ভ" প্রদান করেন। কনোজরাজ শক্র দ্বারা উৎপীড়িত হইয়। রাজ্য হারাইয়াছিলেন – ধৰ্ম্মপাল সেই শক্রগণকে তাড়াইয়া কনোজরাজকে পৈতৃক সিংহাসন প্রদান করিলে পঞ্চালবৃদ্ধের হৃষ্ট হইয়া ছিল এবং ভোজ মৎস্যাদি জনপদের রাজারা যাহার কনৌজের শাসনাধীন ছিল পুনরায় কনোজরাজের বহুত অঙ্গীকার করিল – নারায়ণপালের তাম্রশাসনে উপরোক্ত ঐতিহাসিক বাৰ্ত্তার } টীকা স্বরূপ শ্লোক দেখা যায়— জিত্বেন্দ্ররাজপ্রভূতান অরাতান, উপাৰ্জ্জিত যেন "মহোদয়’-শ: | দত্ত পুনঃ স৷ বলিনার্থয়িত্রে চক্রায়ুধায়ানতকামনায় ॥ তিনজন প্রসিদ্ধ পণ্ডিতে উত্তরোত্তর এই শ্লোকের ব্যাখ্যা করি য়াছেন কিন্তু এ পর্য্যন্ত ইহার অর্থ সম্যক্ স্পষ্ট্রকৃত হয় নাই। প্রথমত রাজেন্দ্রলাল মিত্র এই শ্লোককে আক্রমণ করিয়া তর্জমা করেন যথা— Having conquered Indra Raja and other kings, he (Dharma Pala) earned the glorious Sri (goddess of fortune) whom he presented as a sacrifice, to the father of wealth, Wamana, the wielder of the discus (IndoAryans Vol II I* 270.) এই ব্যাখ্যা অসমীচীন বিবেচনায় ডাক্তার হুলজ অনুবাদ করি ग़iष्ठ्ठन This mighty one again gave the sovereignty, which he had acquired by defeating Indra Raja and other enemies, to the begging Chakrayudha, who resembled নুতন তাম্রশাসন। " a dwarf in bowing-just as formerly Bali had given the sovereignty (of the three worlds) which he had acquired by defeating Indra and his other enemies (the gods) to the begging Chakrayudha (Visnu) who had descended to earth as a dwarf (Indian Antiqu ary XV. P 307.) ডাক্তার হুলজের পর গটিঞ্জেনের অধ্যাপক কিলহরণ সাহেব দেখাইয়া দেন যে, শ্লোকে যে “মহোদয়ত্ৰী” শব্দ আছে তাহাতে কান্যকুক্সের রাজত্ব বুঝিতে হইবে। মহোদয় শব্দ কান্যকুজের নামান্তর মাত্র তাহা আমরা পূর্বেই দেখাইয়াছি। অধ্যাপক কিলহরণের ব্যাখ্যা অতি সুন্দর সন্দেহ নাই। তদনুসারে দেখা যায় যে, কনোজের তদানীন্তন রাজার নাম ছিল “চক্রায়ুদ্ধ” । তিনি ইন্দ্ররাজ কর্তৃক পরাভূত হইলে ধৰ্ম্মপাল তাহার সহায় হইয়া ইন্দ্ররাজকে তাড়াইয়া দেন।–কিন্তু এপর্য্যন্ত এই ইন্দ্ররাজ কে তাহী কেহই নিরাকরণ করিতে পারেন নাই। আমার বিবেচনায় রাষ্ট্রকুটাধিপতি দ্বিতীয় গোবিন্দ আপনার ইন্দ্র নামক যে ভ্রাতাকে লাটেশ্বর মণ্ডল দিয়াছিলেন, ধৰ্ম্মপাল কর্তৃক পরাভূত ইন্দ্ররাজ তিনিই-আর কেহ নহেন ! ! ! এই ইন্দ্ররাজ খৃষ্টীয় নবম শতাব্দীর প্রথমে জীবিত ছিলেন, ধৰ্ম্মপালও ঠিক সেই সময়েই রাজত্ব করিয়াছিলেন ইহা পণ্ডিতগণের অনুমোদিত। রাষ্ট্রকুটের যদিও কিছু কালের জন্ত ধৰ্ম্মপালের প্রতাপে কনোজ হইতে নিঃসারিত হইলেন, কিন্তু আবার তাহারা কনোজ আক্রমণ করিতে ছাড়েন নাই। যে জয়চন্দ্র মহম্মদঘোরীর সময় কনোজের রাজা ছিলেন বলিয়া প্রসিদ্ধ তিনি ও তাহার পূর্ববর্তী কয়েক জন কনোজাধিপতি রাষ্ট্রকুট বা রাঠোরবংশীয় ছিলেন। এক্ষণে তাম্রশাসনের ইন্দ্ররাজা যদি দ্বিতীয় গোবিন্দের ভ্রাতা ঘ - - H - ------- ட --