পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিলেন, এবং অনেকগুলি বিখ্যাত পণ্ডিতের শিক্ষকতা করিয়! : সকলের নিকটই মাননীয় হইয়া উঠিয়াছিলেন। স্বপ্রসিদ্ধ পিথাগো ; রাস তাহার একজন শিষ্য ছিলেন। গণিতের ইতিহাসের এই ৷ যুগে, গ্রীসে অনেকগুলি গণিতবিৎ জন্মগ্রহণ করিয়া অঙ্কবিষ্কার | অশেষ উন্নতিসাধন করিয়াছিলেন । পিথাগোরাসের প্রিয়শিষ্য আরকাইটস্ নামক পণ্ডিত ইয়োড়ক্সস, ফিলোলস, প্লেটো প্রভৃতি পণ্ডিতগণকে গণিতশিক্ষাদান করেন ; আবার প্লেটোর প্রধান শিষ্য । মেনিকনস খৃষ্টপূৰ্ব্ব ৩২৫ অদ পর্যন্ত জীবিত থাকিয়া, নানাপ্রকারে । গণিতবিদ্যার সম্যক বিস্তার ও উন্নতির উপায় বিধান করেন। 繼 মেনিকনসের জীবনের শেষ ভাগে বিখ্যাত গণিতবেত্ত ইউক্লিডের f অভু্যদয় হয়। সংগৃহীত প্রাচীন গ্রন্থাদিতে, থেলিস এবং ইউক্লিড়ের ; - অনেক কীৰ্ত্তির কথা শুনিতে পাওয়া যায়। তিনি কেবলমাত্র গণিতে পারদর্শী ছিলেন না, জ্যোতিষ, চিকিৎস ও রাজনৈতিক ব্যাপারেও একজন অদ্বিতীয় পণ্ডিত ছিলেন ; কথিত আছে বক্র রেখা ও তাহার লক্ষণ সকল ইয়োড়ক্সসই প্রথম আবিষ্কার করেন : এবং অনেকগুলি অভিনব গণিতগ্রন্থ প্রণয়ন করেন, কিন্তু হুর্ভাগ্য বশতঃ তল্লিখিত সমস্ত গ্রন্থাদিই বিলুপ্ত হইয়া গিয়াছে। গ্রীসের পূর্ববর্ণিত উন্নতি যুগের পর, টলেমি কর্তৃক আলেক্‌ অভু্যদয়কালের মধ্যবৰ্ত্তী সময়ে, উল্লিখিত পণ্ডিতগণের সামান্ত । পরিচয়াদি ব্যতীত আর অধিক কিছু জানিতে পারা যায় না। : ... ,ff *** * উক্লিড ও আরকিমিডিসের ইহঁাদের মধ্যে প্লেটোর সমসাময়িক নিড়সনিবাসী ইয়োডক্সসের : ড়িয়াছে। প্রাপ্তগ্রন্থগুলির মধ্যে ই | 瞬 怒 - - == 隨 "ন্তকাবলীই সৰ্ব্বাপেক্ষা মূল্যবান বলিয়া গৃহীত হইয়া থাকে, এতদ্ব্যতীত আপোলোনিয়সের “কনিকস, টলেমির গ্রন্থাবলী, পেপ শুীতাচ্য গণিত | : r : 籃 এ ভি স্ব নগর ও তত্রস্থ স্বপ্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় সংস্থাপন গণিতন্ধি বিদ্যার প্রাচীন ইতিহাসের একটা প্রধান ঘটনা ; আলেকজা韃 ণ্ডিয়াতেই গণিতের যথার্থ চৰ্চা আরম্ভ হয় ; বিশ্ববিদ্যালয়ের স্ববৃহৎ 鷺 পুস্তকালয়, পরীক্ষাগার, চিত্রশালিকা ও নানা প্রাচীন গ্রন্থের একত্র সমাবেশ হওয়াতে, এবং ইহার প্রকৃত প্রতিষ্ঠাতা টলেমির অদম্য ক্ট অধ্যবসার ও যত্নে প্রথম হইতেই আলেকজেণ্ডিয়া সাৰ্ব্বভৌম বিদ্যার প্রধান স্থান হইয়া দাড়াইয়াছিল, এবং এই বিদ্যাক্ষেত্রে নানাদেশীয়

  • গণ্ডিতগণ সমাগত হইয়া সৰ্ব্বশাস্ত্রের গবেষণায় নিযুক্ত থাকিতেন । এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এমন সুন্দরভাবে সম্পাদিত হইত, যে,

ইহার সংস্থাপনের পরবর্তী একশতাব্দীর মধ্যে, ইউক্লিণ্ড, আরকি. মিডিস, আপোলোনিরস্ প্রমুখ কয়েকটা পণ্ডিত আলেকজেণ্ডিয়ায় শিক্ষাপ্রাপ্ত হইয় গণিতবিদ্যার অনেক উন্নতি করিয়াছিলেন। প্রত্নতত্ত্ববিদগণ স্থির করিয়াছেন, এই সময়েই আধুনিক পাশ্চাত্য গণিতের মূলভিত্তি প্রোথিত হয়। . _ আলেকজাভিয়ার পণ্ডিতগণ যে সকল পুস্তকাদি রচনা করিয়াছিলেন, তাহার মধ্যে কতকগুলি আজও বর্তমান আছে, কিন্তু অধিকাংশ গ্রন্থই সম্পূর্ণ বা আংশিক নষ্ট হইয় অব্যবহার্য্য হইয়া সের গণিতসংগ্রহ” এবং ডাইওফনটসের পাটীগণিত ও বীজগণিত প্রভৃতি পুস্তক, গণিত গ্রন্থাবলীর মধ্যে এক একখানি অমূল্য পুস্তক বলিয়া পণ্ডিতসমাজে আদৃত হইয়াছে। আলেকজেণ্ডিয়া মহাগৌরবে সহস্ৰ বৎসর পর্য্যন্ত জীবিত ছিল। এই সুদীর্ঘকালের মধ্যে অনেক পশিনিক জন্মগ্রহণ করিয়া পুস্তকাদি রচনা করিয়া গিয়াছেন, কিন্তু