পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণ মরণ যথা - ঢাকিয়াছে সব ব্যথা, সকল সন্দেহ । , বিশ্বের আলোক যত দিগ্বিদিকে অবিরত যাইতেছে বয়ে', শুধু ওই আঁখি পরে নামে আসি স্নেহভরে অন্ধকার হয়ে । জগতের তন্ত্রীরাজি । দিনে উচ্চে উঠে বাজি রাত্রে চুপে চুপে, সে শব্দ তাহার পরে মৃত্যুর পরে। ছিলে যারা রোযভরে বৃথা এতদিন পরে করিছ মার্জনা ! অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত সান্থনা ! গিয়েছে কি আছে বসে, জাগিল কি ঘুমাল সে কে দিবে উত্তর ? এখনি কি দুঃখ সুখে কৰ্ম্মপথ অভিমুখে চলেছে আবার ? অস্তিত্বের চক্রতলে একবার বাধা পলে পায় কি নিস্তার ? লসিয়া আপিন দ্বীরে ভালমন্দ বল তারে যাহা ইচ্ছ। তাই ! অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে, সে আর সে নাই ! -: - --- o - - o