পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: 5E সাধনা ৷ খাচীর পার্থী। এই বনের পাখীটাই বেশি গান গাহিয়া থাকে। পাইয়া থাকে। দ্বীপপ্রবাস মনের মধ্যে যে এক তৃষাতুর ভাবের উদ্রেক কল্লি দিত, অবোধবন্ধুর প্রথম কবিতাটি সেই ভাবকেই সংক্ষেপে সঙ্গীতে ব্যক্ত করিয়াছিল। যে ভাবের উদয়ে পরিচিত গৃহকে প্রবাস বো লালের ছন্দেই সেই ভাবের প্রথম প্রকাশ দেখিতে পাইয়াছিলাম। “কভু ভাবি সমুদ্রের ধারে, যথা যেন গর্জে একেবারে প্রলয়ের মেঘসম্ভব ; প্রকাণ্ড প্রকাগু ভঙ্গ আক্রমিছে গর্জিয়া বেলারে। সম্মুখেতে অসীম অপার, । উত্তাল তরঙ্গ সব ফেনপুঞ্জে ধবধব,

  • --டட - -- դՏՅԱլլԼել Ալեւա լ* Վ11

. o মহাবেগে বহিছে পবন, যেন সিন্ধুসঙ্গে করে রণ ; উভে উভ -,তি ধায়, " শব্দে ব্যোম ফেটে যায়, পরস্পরে তুমুল তাড়ন। কিন্তু ইহার গানের মধ্যে অসীম স্বাধীনতার জন্য একটি ব্যাকুলত । একটি অভ্ৰভেদী ক্ৰন্দন বিবিধভাবে এবং বিচিত্র রাগিণীতে প্রকা" হয় এবং অপরিচিত বিশ্বের জন্ত মন-কেমন করিতে থাকে বিহারী -

বিহারীলাল । ! శ్రీ 韃

o সেই মহা রণ-রঙ্গস্থলে 韃 স্তব্ধ হয়ে বসিয়ে বিরলে, . . . 畿 ( বাতাসের হুহু রবে o - কণন বেস ঠাণ্ড রবে ; ) সিন্ধ বাদ নাবিকের অপরূপ ভ্রমণ এবং রবিন্সন্জুসোর নির্জন 繼 দেখিগে শুনিগে সে সকলে । 獸 যে সময় পূর্ণ সুধাকর | ভূষিবেন নিৰ্ম্মল অম্বর, o চন্দ্রিক উজলি বেলা | বেড়াবেন করে’ থেলা,

তরঙ্গের দোলার উপর ;

o নিবেদিব তাহাদের কাছে | মনে মোর যত খেদ আছে ; শুনি, না কি মিত্রবরে দুখের যে অংশী করে f ইপি ছেড়ে প্রাণ তার বাচে।" এই বর্ণনাগুলি কতবার পাঠ করিয়াছি তাহার সংখ্যা নাই, এবং এই সকল শ্লোকের মধ্য দিয়া সমুদ্র পৰ্ব্বত অরণ্যের আহবান R বালক পাঠকের অন্তরে ধ্বনিত হইয়া উঠিয়াছিল। সাময়িক ཨ་ཀྱཱ་ 富 কবির রচনাতেও প্রকৃতিবর্ণনা আছে কিন্তু তাহ প্রথাসঙ্গত বর্ণনা মাত্র, তাহ কেবল কবির কৰ্ত্তব্যপালন । তাইপ *' সেই BDD DDD DD DDD BB BBB BBB BBAAA S ও সজাগ হইয়া আমাদিগকে নিবিড় প্রেমপাশে আবদ্ধ করে। সাময়িক কবিদিসের সহিত বিহারীলালের সাপ একটি প্রধান প্রভেদ উtহর ভাষা। ভাষার প্রতি আমাদের প" কবির কিন্তুং পরিমাণে অবহেলা আছে। বিশেষতঃ মিত্ৰাক্ষর ছন্দের 3. 謚 - o --- oo o o. o

  • .

- o