পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు লাধনা ৷ মিলট। তাহারা নিতান্ত কায়ক্লেশে রক্ষা করেন। অনেকে কেবল মাত্র শেষ অক্ষরের মিলকে যথেষ্ট জ্ঞান করেন এবং অনেকে বলিয়া গণ্য করিয়া থাকেন। মিলের দুইটি প্রধান গুণ আছে এক তাহ কর্ণতৃপ্তিকর আর এক অভাবিতপূর্ব। অসম্পূর্ণ মিলে কর্ণের তৃপ্তি হয় না, সেটুকু মিলে স্বরের অনৈক্যটা আরও যেন বেশি করিয়া ধরা পড়ে এবং তাহাতে কবির ক্ষমতা ও ভাষার দারিদ্র্য প্রকাশ পায়। করা যাইতে পারে – সেরূপ মিলে কৰ্ণে প্রত্যেকবার নূতন rবিস্ময় উৎপাদন করে না, এই জন্য তাহ বিরক্তি-জনক ও "একঘেয়ে” হইয় ওঠে । বিহারীলালের ছন্দে মিলের সাধুত পরিত্যাগ করিয়া অকস্মাৎ অশিষ্ট এবং কর্ণপীড়ক হই য়াছে, ছন্দ অকারণে আপন বাধ ভাঙ্গিয়া স্বেচ্ছাচারী হই উঠিয়াছে, কিন্তু সে কবির স্বেচ্ছাকৃত ; অক্ষমতাজনিত নহে। তাহার রচনা পড়িতে পড়িতে কোথাও এ কথা মনে হয় না যে, মাছে । কিন্তু উপরে যে ছন্দের শ্লোকগুলি উদ্ধৃত হইয়াছে বঙ্গস্থলীতে সেই ছন্দই প্রধান নহে। প্রথম উপহারটি ব্যতীত বঙ্গস্থলী অন্ত সকল কবিতার ছন্দই পৰ্য্যায়ক্রমে বারো এবং এগারে অগাধ ভাগ করা । যথা— f “সুঠাম শরীর পেলব লতিকা, আনত সুষমা-কুসুম ভরে ; - -o-o-o-o-o-o: l-==ങ്ക~ജങ്ങ ബജ്ജ--ജ=== - "ר -חד. חד-י אד “হয়েছে” “করেছে” “ভুলেছে” প্রভৃতি ক্রিয়াপদের মিলকে মিল ক্রিয়াপদের মিল যত ইচ্ছা এবং ভাষার দৈন্ত নাই। তাহা প্রবহমান নিবারের মত সহজ : সঙ্গীতে অবিশ্রাম ধ্বনিত হইয়া চলিয়াছে। ভাষা স্থানে স্থান : এইখানে কবিকে দায়ে পড়িয়া মিল নষ্ট বা ছন্দ ভঙ্গ করিতে হই -- -- - - - இங்கிட-ே- - - 離 বিহারীলাল । ביל * o চাচর চিকুর নীরদ মালিকা লুটায়ে পড়েছে ধরণী পরে ” ७ इन নারীবর্ণনার উপযুক্ত বটে—ইহাতে তালে তালে নুপুর o স্থত হইয়া উঠে। কিন্তু এ ছন্দের প্রধান অস্থবিধ এই যে, # ইহাতে যুক্ত অক্ষরের স্থান নাই। পয়ার ত্রিপদী প্রভৃতি ছন্দে 獻 লেখকের এবং পাঠকের অনেকটা স্বাধীনতা আছে। অক্ষরের - মাত্রাগুলিকে কিয়ৎপরিমাণে ইচ্ছামত বাড়াইবার কনাইবার o অবকাশ আছে। প্রত্যেক অক্ষরকে একমাত্রার স্বরূপ গণ্য করিয়া - একেবারে এক-নিঃশ্বাসে পড়িয়া যাইবার আবশ্যক হয় না। দৃষ্ট 畿 স্তের দ্বারা আমার কথা স্পষ্ট হইবে। o “হে সারদে দাও দেখা !

  1. o
  • * o

বচিতে পারিনে এক1, কাতর হয়েছে প্রাণ, কাতর হৃদয় ; | কি বলেছি অভিমানে o শুনো না শুনো না কাণে, | বেদনা দিওনা প্রাণে, ব্যথার সময় ” | ইহার মধ্যে একটিও যুক্ত অক্ষর নাই । নিম্নলিখিত শ্লোকে | অনেকগুলি যুক্তাক্ষর আছে, অথচ উভয় শ্লোকই সুখপাঠ্য এবং | শ্রুতিমধুর। 麗 “পদে পৃথ্বী, শিরে বোম,

  • তুচ্ছ তারা স্বৰ্য্য সোম

鬣 o নক্ষত্ৰ নখগ্ৰে যেন গণিবারে পারে : 蠢 সমুখে সাগরীশ্বর 斷 ছড়িয়ে রয়েছে ধরা i. কটাক্ষে কখন যেন দেখিছে তাহাৱে "