পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনী । , হাসিল অস্বরতলে পরিজাত দলে দলে হাসিল মানসসরে কমল কানন ।” | তপোবনে একদিকে যেমন তিমির রাত্রি ভেদ করিয়া তরুণ " উষার অভু্যদয় হইল তেমনি অপরদিকে নিষ্ঠুর হিংসাকে বিী : করিয়া কিরূপে করুণাময় কাব্যজ্যোতি প্রকাশ পাইল কবি তাহা । বর্ণনা করিতেছেন । - 麟 “অম্বরে অরুণোদয়, o তলে 轟 তমসা তটিনীরাণী কুলুকুলু স্বনে ; o নিরখি লোচনলোভ * Loo পুলিন-বপিন-শোভা o ভ্ৰমেন বাল্মীকি মুনি ভাবভোল মনে । শাখিশাখে রসস্তুখে ক্ৰৌঞ্চ ক্রোঞ্চী মুখে মুখে কতই সোহাগ করে বলি হ্ৰজনায়, হানিল শবরে বাণ, নাশিল ক্রৌঞ্চের প্রাণ, ৰুধিরে আপ্লুত পাখী ধরণ লুটায়। ক্রোধী প্রিয়সহচরে ঘেরে ঘেরে শোক করে, অরণ্য পূরিল তার কাতর ক্ৰন্দনে। চক্ষে করি দরশন জড়িমা-জড়িত মন, **** করুণহৃদয় মুনি বিহালের প্রায় ; - o - - 鬣 _ বিহারীলাল । সহসা ললাটভাগে জ্যোতিৰ্ম্ময়ী কন্যা জাগে, জাগিল বিজলী যেন নীল নবঘনে । কিরণে কিরণময় বিচিত্র আলোকোদয়, মিরমাণ রবি-ছবি, ভুবন উজলে । ঋষির ললাটে আজি না জানি কি জ্বলে ! কিরণমণ্ডলে বসি জ্যোতিৰ্ম্ময়ী সুরূপসী যোগীর ধ্যানের ধন ললাটক মেয়ে নামিলেন ধীর ধীর, দাড়ালেন হয়ে স্থির মুগ্ধনেত্রে বাল্মীকির মুখপানে চেয়ে । করে ইন্দ্ৰধনু-বালা, গলায় তারার মালা, সীমন্তে নক্ষত্র জ্বলে, কলমলে কানন ; কৰ্ণে কিরণের ফুল, দোঙ্গুল টাচর চুল । উড়িয়ে ছড়িয়ে পড়ে ঢাকিয়ে আনন। 臀 带 품 ° করুণ ক্ৰন্দন রোল উত উত উতোরোল, চমকি বিহবলা বালা চাহিলেন ফিরে ; o s ... 萎 o o 蠶 o t o o o