পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধন । o বিহারীলাল । Կ3 : হেরিলেন রক্তমাখা মৃত ক্রৌঞ্চ ভগ্নপাথী, কাদিয়ে কাদিয়ে ক্ৰৌঞ্চ ওড়ে ঘিরে ঘিরে । একবার সে ক্রোন্ধীরে অারবার বাল্মীকিরে নেহীরেন ফিরে ফিরে, যেন উন্মাদিনী ; কাতরা করুণাভরে, +. গান সকরুণ স্বরে, ধীরে ধীরে বাজে করে বীণা বিষাদিনী । হাসি হাসি ভাসি ভাসি উদয় অম্বরে।” o সে শোক-সংগীত কথা এই সারদা caärä, as Spirit of Beauty? নব-অভু্যুদিত শুনে কপদে তরুলতা, করুণাবলিকামূৰ্ত্তি এবং সৰ্ব্বত্রব্যাপ্ত স্থলী ষোড়শীমূৰ্ত্তির বর্ণনা তমসা আকুল হয়ে কাদে উভরায়। সমাপ্ত করিয়া কবি গাহিয়া উঠিয়াছেননিরখি নন্দিনী ছবি o “তোমারে হৃদয়ে রাখি গদগদ আদি কবি o সদানন্দ মনে থাকি, অন্তরে করুণাসিন্ধু উথলিয়া ধায়।” শ্মশান অমরাবতী ছ-ই ভাল লাগে ; সারদা দেবীর এই এক করুণামূৰ্ত্তি। তাহার পর ২১শে । গিরিমালা কুঞ্জবন, হইতে আবার একটি কবিতার আরম্ভ হইয়াছে। সে কল্পিী গৃহ, নাট-নিকেতন, স্বারদা দেবী ব্ৰহ্মার মানসসরোবরে সুবর্ণপদ্মের উপর দাড়াইয়া | যখন যেখানে যাই, যাও অাগে অাগে । এবং তাহার অসংখ্য ছায়া বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিবিম্বিত झुंड्रेक्षागृहl o #: 壹 柴 ইহা সারদা দেবীর বিশ্বব্যাপিনী সৌন্দৰ্য্যমূৰ্ত্তি। 墨 যত মনে অভিলাষ, "ব্রহ্মার মানসসরে তত তুমি ভালবাস, ফুটে ঢল ঢল করে তত মনপ্রাণ ভোরে আমি ভালবাসি ; নীল জলে মনোহর সুবর্ণ-নলিনী, ভক্তি ভাবে একতানে মজেছি তোমার ধ্যানে ; কমলার ধনমানে নহি অভিলাষী।" পাদপদ্ম রাখি তায় হাসি হাসি ভাসি যায় । যোড়শী রূপসী বামা পূর্ণিমা ঘামিনী । কোটি শশি উপহাসি উথলে লাবণ্যরাশি, o | o 鬍

o - .