পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:| -- -; -.so:浔:oo-o--i*-- ጏ ¢ : সাধন । মুখখানি হাঁস-হাস, আলুর্থালু বেশবাস, আলুথালু কেশপাশ বাতাসে লুটায়। না জানি কি অভিনব খুলিয়ে গিয়েছে ভব আজি ও বিহবল মত্ত প্রফুল্ল নয়নে । আদরিণী, পাগলিনী, এ নহে শশি-যামিনী ; ঘুমাইয়ে একাকিনী কি দেখ স্বপনে । আছে কি ফুটিল হালি ! বড় আমি ভালবাসি ওই হাসিমুখখানি প্রেয়সী তোমার, বিষাদের আবরণে

  • এস বোন, এস ভাই

হেসে খেলে চলে যাই, আনন্দে আনন্দ করি আনন্দকাননে । এমন আনন্দ আর নাই ত্রিভুকনে . বিহারীলাল | ጙ Poor

  • -- i = -

হে প্রশান্ত গিরিভুমি, জীবন জুড়ালে তুমি জীবন্ত করিয়ে মম জীবনের ধনে ! এমন আনন্দ আর নাই ত্রিভুবনে । প্রিয়ে সঞ্জীবনী লতা, কত যে পেয়েছি ব্যথা হেরে সে বিষাদময়ী মূরতি তোমার ! হেরে কত দুঃস্বপন পাগল হয়েছে মন, কতই কেঁদেছি আমি করে হাহাকার । আজি সে সকলি মম মায়ার লহরীসম আনন্দ সাগর মাঝে থেলিয়া বেড়ায় । দাড়াও হৃদয়েশ্বরী, ত্ৰিভুবন আলো করি, নয়ন ভরি ভরি দেখিব তোমার ! দেখিয়ে মেটে না সাধ, কি জানি কি আছে স্বাদ, কি জানি কি মাখ আছে ও শুভ আননে । কি এক বিমল ভাতি প্রভাত করেছে রাতি ; হাসিছে অমরাবতী নয়ন-কিরণে ! এমন সাধের ধনে প্রতিবাদী জনে জনে, দয়া মায়া নাই মনে, কেমন কঠোর ! s o o o o --- + !