পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, দ্বিতীয় ভাগ).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাময়িক সারসংগ্ৰহ } ভৌতিক বিজ্ঞানের দুরাকাঙক্ষণ । মার্চ মাসের “বিজ্ঞান-উন্নতি” নামক পত্রে ডব্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিসজেরাল্ড্র সাহেব ভৌতিক বিজ্ঞান সম্বন্ধে এইরূপ বলেন ;–“ইথর ও জড়ের গঠন কিরূপ, এই মহাসমস্যা, আজ কাল, ভৌতিক তত্ত্বানুসন্ধায়ীদিগের সম্মুখে উপস্থিত। এ বিবা সন্দেহ নাই যে, উহারা গতি-গণিতের নিয়মানুসারে গঠিত। উত্ত রোত্তর এই সত্যটি আরও নিশ্চিতরূপে প্রতিপন্ন হইতেছে যে, উহার-ভার-বেগ, চেষ্ট্র-শক্তি ও ঘাত-প্রতিঘাত প্রভৃতি নিয়মের বশবৰ্ত্তা। উহাদের ক্ষুদ্রতম অংশও ঐ নিয়মের অধীন। যদি তাছাই হয়, তবে উহাদের গঠন কিরূপ ? ... এই তমসাবৃত অজ্ঞাত রাজ্যে প্রবেশ করিবার একটা পথ আমরা বাহির করিতে চাই --জড়ের গঠন ও উহার আভ্যন্তরিক গতি আমরা অবগত হুইতে চাই। এই জন্তা, আমরা ভৌতিক তত্ত্বানুসন্ধান্ত্রী ও রাসী য়নিক পণ্ডিতের মুখ চাহিয়া আছি। আমরা আশা করিতেছি, একদিন-না-একদিন এই সকল আভ্যন্তরিক গতি ও গঠন সম্বন্ধে এতটা জ্ঞান লাভ করিব যে, মস্তিষ্কের অভ্যন্তরস্থ স্থতির গঠন g-- - كانت _- so . i ,1–1 .* - گست. পৰ্য্যন্ত অবগত হইতে পারিব ; এবং চিন্তা, দয়া, প্রেম প্রস্থাত চিত্তবৃত্তির মূলে যে সকল গতি নিহিত আছে, তাহার একটা অস্পষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্ত নির্ণয় করিতে সমর্থ হইব। তখন, সৌরজগতের গতির মূলে কিম্বা কোন মানব-জাতির ক্রমাভিব্যক্তির মূলে কি কি চিন্ত নিহিত আছে তাহাও হয় তো আমরা বলিয়া দিতে পারি। 鬣 槐 o 窩 蠶 সাময়িক সারসংগ্ৰহ । sહ ૧ 蛾 যুদ্ধের অভিনব অস্ত্র ।

  1. এপ্রিল মাসের “আটলান্টিক মছলি” পত্রে ব্রেট-সাহেব পরামর্শ ীি ছলে বলেন, স্বদেশের উপকূল রক্ষার্থ, বন্দুক ও সঙ্গিনের পরিবর্তে, ীি অন্য অন্ত্র ব্যবহার করা কৰ্ত্তব্য। তিনি বলেন, বিদ্যুৎপদার্থ ও

পেট্রোলিয়ম তৈল আত্মরক্ষণ কার্য্যে ব্যবহার করা মন্দ নয়।

  1. ৩০ মাইল ব্যবধানে জমির উপর এতাধিক শক্তি-সম্পন্ন বিদ্যুৎ-_

পদার্থ উৎপাদন করা যায় যে, স্পর্শমাত্র একটি সমস্ত অনীকিনী ধ্বংস হইয়া যাইতে পারে ; এবং দাহ্য-তৈল কোন স্থান হইতে ২ : o মাইল পৰ্য্যন্ত প্রবাহিত করিয়া, ইচ্ছামত তৎক্ষণাৎ তাহাতে । অগ্নি সংযোগ করা যাইতে পারে। তিনি আরও একটা পরামর্শ দেন, লৌহ-বৰ্ম্মাবৃত রেলগাড়িতে কামান সজ্জিত করিম্বা এইরূপ o ৫.ট কমান গাড়ি প্রস্তুত রাখিলে, ১০০ মাইল পর্যন্ত রেলপথ শক্রর দুরধিগম্য হইয় উঠে। ধৰ্ম্ম সম্বন্ধে ফেডরিক হ্যারিসনের মত । o ধৰ্ম্ম ও তত্ত্বজ্ঞানের সহিত নৈতিক অনুশীলনের সম্বন্ধ কি, এই i. বিষয়ে, হ্যারিসন সাহেব, “ইণ্টারন্যাসানাল জর্নাল অফ এথিক্স’ পত্রে বিচার করিয়াছেন । তিনি আরম্ভেই বলিয়াছেন ;–“যাহাকে ধৰ্ম্ম বলা যাইতে পারে, এইরূপ তাবৎ বিশ্বাস-পদ্ধতির মধ্যেই একটা সাধারণ উপ লাল বর্তমান । - LII “সেই সাধারণ উপাদানটি কি ? প্রথম উপাদান –এমন o একটি মহাশক্তির উপরে বিশ্বাস স্থাপন করা, যাহা প্রত্যেক ব্যক্তি .