v,’. o আনন্দপ্লাবন ; ভেবে দেখ একবার - কত উষা, কত জ্যোৎস্না, কত অন্ধকার পুষ্পগন্ধঘন অমানিশ, এই বনে গেছে মিশে মুখে দুঃখে তোমার জীবনে,— তারি মাঝে হেন প্রাতঃ, হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধরাত্রি, হেন হৃদয়ের খেলা, হেন সুখ, হেন মুখ দেয় নাই দেখা যাহা মনে অণকা রবে চির চিত্ররেখা চিররাত্রি চিরদিন ? শুধু উপকার । , শোভা নহে, প্রীতি নহে, কিছু নহে আর ? স্বকচ । তার যাহা অাছে তাহা প্রকাশের নয় . সখি ! বহে যাহা মৰ্ম্মমাঝে রক্তময় বাহিরে তা কেমনে দেখাব ? দেবযানী। জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয়-আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষের পলক পাতে ; তাই আজি হেন ম্পদ্ধ। মোর ! তুমি থাক তবে, থাক তবে, যেওনাকে সুখ নাই যশের গৌরবে ! হেথা বেণুমতীতীরে মোরা দুই জন অভিনব স্বৰ্গলোক করিব স্বজন এ নির্জন বনচ্ছায়। সাথে মিশাই য় নিভূত বিশ্রদ্ধ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল-বিস্মৃত ! ওগো বন্ধু, আমি জানি রহস্য তোমার ! ". কতু । - ... * *:: . नप्इ, নহে, দেবযানী ! দেবযানী। নহে ? মিথ্যা প্রবঞ্চনা ! দেখি নাই আমি মন তব ? জান না কি গ্রেম অন্তৰ্বামী ? বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায় ? কতদিন যেমনি তুলেছ মুখ, চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি অমনি সৰ্ব্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়,— নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়৷ আলোক তাহার । সে কি আমি দেখি নাই ? ধরা পড়িয়াছ বন্ধু বন্দী তুমি তাই মোর কাছে ! এ বন্ধন কাটিতে নারিবে ! ইন্দ্র আর তব ইন্দ্র নহে ! কচ । - শুচিস্মিতে, ৎসর ধরি এ দৈত্যপুরীতে গি করেছি সাধন ? দেবযানী । কেন নহে ? বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে এ জগতে ? করেনি কি রমণীর লাগি কোন নর মহাতপ ? পত্নীবর মাগি করেন নি সম্বরণ তপ তীর আশে প্রখর সূর্য্যের পানে তাকায়ে আকাশে । অনাহারে কঠোর সাধন কত ? হায় । বিদ্যাই দুর্লভ শুধু, প্রেম কি হেথায় । ستك ,حمه C || s های معمایی. جیمم
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।