বেশেই আগত হউক, কিম্ব আক্রমণকারী কসকে সৈয়দ আগত হউক, তাহার সহিত যুদ্ধ করাই আমাদের কৰ্ত্তব্য। অঙ্কি ক্ষিত কৃষক ও সিপাহী সহজ বুদ্ধির প্রভাবে এ বিষয়ে কপিল ও সিদ্ধার্থ অপেক্ষ স্থপণ্ডিত সন্দেহ নাই। ইন্দ্রই আমাদের যথার্থ উপাস্ত দেবতা । +ణాs#Rదా 2 = র।ওtIসংহ । (নূতন পরিবৰ্দ্ধিত সংস্করণ) | চষা মাঠের মাঝখানে ভাঙ্গণ পথ বাহিয়া পান্ধী চড়িয়া চলিতে চলিতে বঙ্কিম বাবুর নুতন সংস্করণ রাজসিংহ পড়িতেছিলাম। নব বসন্তের আতপ্ত মধ্যাহ্ববায়ু উদাম কৌতুহলভরে মাঠের অপরপ্রান্ত হইতে হুহুঃ শব্দে ছটিয়া আসিয়া পান্ধীর মধ্যে প্রবেশ করিয়াই অকস্মাৎ এই অলক-অঞ্চল-বিরহিত চাপকানপরিহিত অধ্যয়নরত পুরুষমূৰ্ত্তি দেখিবামাত্র সুদীর্ঘ নিঃশ্বাসে অবজ্ঞা ও নৈরাশ্য প্রকাশপূৰ্ব্বক পান্ধীর অপর দ্বার দিয়া ক্ষিপ্রবেগে নিজমণ করিতেছিল। মাঝে মাঝে যখন গ্রামের নিকটে আসিতে ছিলাম আমার গ্রন্থপাঠের সহিত বনের ছায়া, পাখীর গান এবং আম্রমুকুলের গন্ধ মিশ্রিত হইতেছিল। অখণ্ড অবসর ছিল—এবং কল্পনাকে বাধা দিবার জন্য না ছিল জনতা, না ছিল অট্টালিকb না ছিল অবরুদ্ধ রাজপথের ধুলিমিশ্রিত বিচিত্র কোলাহল । ছবি অথবা কোন সুন্দর শিল্পদ্রব্য পাইলে মানুষ সেটিকে হস্ত । প্রসারিত করিয়া কিঞ্চিৎ দুরে ধরিয়া কিছু গ্রীব হেলাইয়া দেখে | রাখিয়া সেটিকে স্বতন্ত্র সমগ্রভাবে দেখিতে চাহে। সাহিত্যের সুন্দর জিনিষগুলিও তেমনি কিঞ্চিৎ দূরে ধরিয়া দেখিবার যোগ্য। | খানে দেখিতে পাইব । কোথায় বা সেই মোগলের বিলাসতরঙ্গিত গেরে উপরে যেখানে শত जह्य चिनिव डिज़ कक्रिया আসিয়াছে । সেখান হইতে বিচ্ছিন্ন করিয়া লইয়া মাঝখানে অনেকটা ব্যবধান নহিলে আমার মন এবং তাহার সৌন্দর্য্যের মধ্যে কল্পনাতীর ঘনঘন । আনাগোনা করিবার পথ থাকে না । . . . . . এই জন্য মাঠের মধ্যে আমার রাজসিংহ পড়িবার বড় হুযোগ ঘটয়াছিল। বইখানি আমার হাতে ছিল বটে –কিন্তু আসল বাবু যেন এই দিগন্তপ্রসারিত ধূসর মৃত্তিকাপটের উপর তাহার বইখানি ছাপাইয়া ঐ মধ্যাহ্ব-রৌদ্রের সোনার-জল-করা অনন্ত 獸 কত দিনের ব্যবধান, কত দূরের কথা, এ মানুষেরাই বা # কোথায়, এবং এই সকল ঘূর্ণবৰ্ত্তসঙ্কল বেগগামী প্রবল ঘটনাfী প্রবাহই বা আমরা মুনিসিপালিটির পুরপালিত বঙ্গসন্তান কোন ༄།: দিলি, কোথায় বা সেই রাজপুতানার অনুৰ্ব্বর মরুভূমি ও দুৰ্গম । পরিমালা, যাহার কঠিন স্তনের বিরল স্তন্যরসে রাজপুত সিংহ- - - आक्रकब्जा निर्द्धन छालिङ इंडष्ट्रिल ! दिी ' " অবারিত আকাশ নহিলে কি ঘনহয়্যপীড়িত অবকাশবিহীন કેમિরথচক্রমুখরিত কলিকাতায় এ সমস্ত কল্পনা-পট প্রসারিত ভাবে ধারণ করিবার স্থান আছে ? : - সেই জন্যই মনে করিতেছি সৌভাগ্যক্রমে রাজসিংহ এই নি । কলিকাতায় প্রথম আমার হস্তগত হইবামাত্রই অপহৃত হল :
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।