: łł - - - .v, - - - - - - - -- SATSAAAAAAAS দিন ইস্তাম্বুলে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলুম ; সকল দ্বারেই ধন্ন দিয়েছিলুম, এমন কি অটমান সেনাবিভাগের দ্বারেও প্রার্থী হয়েছিলুম, এবং সেটা আর একটু হলেই আমার জন্য উদঘাটিত হ’ত । উচ্চবংশজাত তুৰ্কীদের অক্ষুঃ ভদ্রতাসহকারে পাশা আমাকে আতি বিশুদ্ধ ইংরাজি ভাষায় বল্লেন,—“বন্ধু, তোমার কি সেই সঙ্গে ইস্লামের ধৰ্ম্মও গ্রহণ করবার অভিপ্রায় আছে ?” আমি বল্লুম, “না, খোদাবন্দ ; অটমানজাতিভুক্ত হতে, বা নাম ও দেশ বদলাতে আমার আপত্তি নেই, কিন্তু কাৰ্য্যতঃ খৃষ্টানই থাকব ।” তিনি বল্লেন, “ত। ভাল, আমি তাই পছন্দ করি ; ইস্লামের ধৰ্ম্মাবলম্বী হওয়া নিতান্ত অবশ্যকীয় নয়, এবং আমরা স্বধৰ্ম্মভ্ৰষ্ট লোক ভালবাসিনে । তোমাকে যে অল্পদিনের জন্য কাৰ্য্যে নিযুক্ত করা সম্ভব হবে, তা আমার বোধ হয় না, তা ছাড়া তোমার স্বদেশী শাসনকৰ্ত্তাগণ তাতে অমত করবেন ; কিন্তু স্থায়ী রকমে হতেও পারে । আমাদের কাছে থাকতে চাও কি স। ভেবে দেখ। আমার মনে হয় যে, আপাততঃ তোমার জাইজের সঙ্গে যাওয়াই ভাল, কারণ, এ সব বন্দোবস্ত করবার জন্য আমাদের হাতে অল্পই সময় অাছে ; তাতে ক’রে তুমি এরূপ গুরুতর সংকল্প সম্বন্ধে বিবেচনা করবার ও অধিক সময় পাবে, এবং পরে আমাদের কাছে ফিরে আসতে পারবে । তবু, তোমার যদি ইচ্ছ। হয় ত আমি আজই সন্ধ্যার সময়ে মহামহিম স্থলতানের নিকট তোমার প্রার্থন জ্ঞাপন করতে পারি, এবং আমার বিশ্বাস করবার সম্পূর্ণ কারণ আছে যে, তিনি তোমার পক্ষেই মত দে বেন।”
o
- §§ ; :
§: 鷲 孺
- so:
so r. 憎 পিয়ের লোট ও ইস্তাম্বুল । । ూనా আমি বল্লুম, “জনাব, যদি সম্ভব হয় ত এ বিষয়টা অবিলম্বে মীমাংস হয়ে গেলেই আমি বেশী সন্তুষ্ট হই ; আর দেরি হ’লে আপনি আমাকে ভুলে যাবেন। কেবল আমি তার পরে আমার মাকে দেখতে যাবার জন্য আপনার কাছ থেকে একবার ছুটি নেব ।” তবু আমি এক ঘণ্টার অবসর প্রার্থনা করলুম, এবং বিবেচনা করবার জন্য বাইরে এলুম । এই ঘণ্টাটা আমার অতি সংক্ষেপ বোধ হ’ল ; মিনিটগুল সেকেণ্ডের মত কেটে যেতে লাগল, এবং আমার মনের মধ্যে নানা কথা তুমুলভাবে তরঙ্গায়িত হ’তে লাগল। পেরা ও ফুণ্ডুক্লির মাঝে, টাক্সিমের উচ্চ জমির উপর যে সূরাতন মুসলমান পাড়া বিস্তৃত, তারই রাস্তায় রাস্তায় আমি লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াতে লাগলুম। লোকে আমাকে খুব ছিলুম ; দিনটা অন্ধকার, গরম ও গুমট ছিল ;–পুরোণে কাঠের বাড়িগুল, ঘোর ছাই, কালো, ও গেরুয়া রঙের মধ্যে বৈচিত্র্য সাধন করছিল ; পাথর বসানো, শুখনো রাস্তার উপর তুকা রমণীগণ ছোট ছোট হলদে চটি যুত পরে বেড়াচ্ছিল, তার আচক্ষু লাল বা কমলানেবুর রঙের জরিখচিত রেশমী কাপড়ে আবৃত। মাঝে সাবে শ্বেত সেরালিও ও তার কালে। সাইপ্রেসের বাগান, এবং লীলাভ বাম্পে অৰ্দ্ধাচ্ছন্ন স্কু্যটরি ও বস্ফরস দেখা যাচ্ছিল । স্বদেশ ত্যাগ করা, স্বনাম ত্যাগ করাটা যখন দুৰ্দ্দমনীয় সত্যে পরিণত হয়, এবং যখন এক ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চিরকালের মত কিছু একটা স্থির করা আবশ্যক হয়ে পড়ে তখন আর বড় সহজ বোধ হয় না। যখন আমি যাবজ্জীবন ইস্তাম্বুলে 5