s २ध्र . অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু, সাহসবিস্তৃত বক্ষপট ! এ দৈন্ত মাঝারে, কবি, একবার নিয়ে এস স্বর্গ হতে বিশ্বাসের ছবি ! এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসারের তীরে । হে কল্পনে, রঙ্গময়ি ! দুলায়ে না সমীরে সমীরে তরঙ্গে তরঙ্গে আর ভুলায়ে না মোহিনী মায়ায় { বিজন বিষাদঘন অন্তরের নিকুঞ্জচ্ছায়ায় রেখে না বসায়ে আর । দিন যায়, সন্ধ্যা হয়ে আসে । অন্ধকারে ঢাকে দিশি, নিরাশ্বাস উদাস বাতাসে নিঃশ্বসিয়া কেঁদে ওঠে বন । বাহিরিনু হেথা হতে উন্মুক্ত অম্বরতলে, ধূসরপ্রসর রাজপথে, জনতার মাঝখানে ! কোথা যাও, পান্থ, কোথা যাও, আমি নহি পরিচিত, মোর পানে ফিরিয়া তাকাও ! বল মোরে নাম তব, অামারে কোরো না অবিশ্বাস } স্বষ্টিছাড়া হুষ্টিমাঝে বহুকাল করিয়াছি বাস সঙ্গীহীন রাত্রিদিন ; তাই মোর অপরূপ বেশ, আচার নূতনতর ; তাই মোর চক্ষে স্বপ্নাবেশ, বক্ষে জ্বলে ক্ষুধানল !—যে দিন জগতে চলে আসি, কোন মা আমারে দিলি শুধু এই খেলাবার বাশি ! বাজাতে বাজাতে তাই মুগ্ধ হয়ে আপনার স্বরে দীর্ঘ দিন দীর্ঘ রাত্রি চলে গেন্তু একান্ত সুদূরে ছাড়ায়ে সংসারসীমা !—সে বাশিতে শিখেছি যে স্থর . তাহারি উল্লাসে যদি গীতশূন্ত অবসাদপুর । এবার ফিরাও মোরে । ৪২৯ । ধ্বনিয়া তুলিতে পারি, মৃত্যুজয়ী আশার সঙ্গীতে । কৰ্ম্মহীন জীবনের একপ্রান্ত পারি তরঙ্গিতে । শুধু মুহুর্তের তরে, দুঃখ যদি পায় তার ভাষা, সুপ্তি হতে জেগে ওঠে অন্তরের গভীর পিপাসা স্বর্গের অমৃত লাগি,—তবে ধন্ত হবে মোর গান, শত শত অসন্তোষ মহাগীতে লভিবে নিৰ্ব্বাণ । কি গাহিবে, কি শুনাবে –বল, মিথ্যা আপনার সুখ, মিথ্য আপনার দুঃখ স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগত হতে, সে কখনো শেখে নি বাচিতে । মহা বিশ্বজীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নিৰ্ভয়ে ছুটিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুবতারা ! মৃত্যুরে করি না শঙ্কা! দুদিনের অশ্রুজলধারা । মস্তকে পড়িবে ঝরি—তারি মাঝে যাব অভিসারে তার কাছে,--জীবনসৰ্ব্বস্বধন অপিয়াছি যারে জন্ম জন্ম ধরি ! কে সে ? জানি না কে । চিনি নাই তারেশুধু এইটুকু জানি—তারি লাগি রাত্রি-অন্ধকারে । চলেছে মানবযাত্রী যুগ হতে যুগান্তর পানে ঝড়ঝঞ্চ বজপাতে, জ্বালায়ে ধরিয়া সাবধানে \ు $4 లక్షాT_rgT ੁ7ਾਂ ‘ੇ7ੜ੍ਹ ۳۲ یا الاهیات ما ۱ با ما بت\ N ه» তাহার আহবানগীতি— ছুটেছে সে নির্ভীক পরাণে সঙ্কট আবর্তমাঝে, দিয়েছে সে বিশ্ব বিসর্জন, । নিৰ্য্যাতন লয়েছে সে বক্ষ পাতি ; মৃত্যুর গর্জন । শুনেছে সে সঙ্গীতের মত । দহিয়াছে অগ্নি তারে, । বিদ্ধ করিয়াছে শূল, ছিন্ন তারে করেছে কুঠারে, । 8 \ag7 = z.!
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।