৪৩৬ সাধনা। । 鯨 - ব্যায়াম প্রভৃতি উঠাইয়া দিবার কথা মনে করা দূরে থাকুক, বরং কি কি উপায়ে আরও প্রচুররূপে ও সম্পূর্ণরূপে ঐ সকল বিদ প্রবর্তিত করা যাইতে পারে তাহার চিন্তা করা কৰ্ত্তব্য। লেখক বলেন, প্রত্যেক শিশুর অভ্যন্তরে প্রতিভা-স্ফূৰ্ত্তির সম্ভাবনা আছে : বলিয়া মনে করা উচিত। শিশুদিগের মানসিক বৃত্তিসমূহ ও তাহাদের সৌন্দৰ্য্যবোধকে প্রস্ফুটিত করিয়া তুলিবার জন্ত ভাই, দের জীবনের উপর সমস্ত কবিতাময় প্রভাব প্রয়োগ করা উচিত। কলাবিদ্যার মধ্যে সঙ্গীতকে ধরা উচিত। শুধু সমস্বরে সকলে মিলিয়া গান করা নহে-উৎকৃষ্ট সঙ্গীত মধ্যে মধ্যে শুনিতে इड्रेव। প্রচলিত কনসার্টের স্থর শুনিয়া কোন উপকার নাই –উচ্চদরের সঙ্গীত বিদ্যালয়ে প্রবর্তিত করা কর্তব্য। বিখ্যাত বেহালা । বাদকের যখন নগরে নগরে ভ্রমণ করিতে বাহির হন, তখন ! তাহাদিগকে বিদ্যালয়ে আনাইয়া শিশুদিগকে শোনানো উচিত। & যে ছেলেকে অতিশয় ম্যাদা বলিয়া মনে করিতেছ, হয়তো তাহার প্রতিভা জাগ্রত হইয়া উঠিতে পারে এবং সেই হয়তো ভবিষ্যতে তৃষ্ণাতুর জগৎকে সঙ্গীতস্থধা পান করাইয় পরিতৃপ্ত করিবে। বড় বড় গুণী লোকদিগকে আসিতে বলিলেই তাহার আসিবেন । গুণী লোকেরা মহানুভব লোক-রাশি রাশি অর্থ পাইলে তাহার যত না সন্তুষ্ট হইবেন – শিশুদের মনোরঞ্জন করিবার অবসর পাইলে তাহারা তাহাতে অধিক তৃপ্তিলাভ করিবেন। ইহাতে শিশুদের কল্পনা যতটা উত্তেজিত হইতে পারে এমন আর কিছুতে না। মধ্যে মধ্যে তাহাদিগকে ভাল ভাল সমবেত সঙ্গীত ও অপেরা শুনাইতে লইয়া যাওয়া উচিত। সুস্বর ও স্থতানে তাহাদের কর্ণকে তা ছাড়া, বিদ্যালয়ের ঘরের দেয়াল খালি রাখা কর্তব্য নয়। o: f সাময়িক সারসংগ্ৰহ ।
- ".
তাহাদের চখের সামনে কেতাব রাখা যতটা দয়ক৷র, পাঠশালা3. লার দেয়ালে বড় বড় চিত্রকরদের চিত্রের অনুকৃতি রাখাও তেমনি এমন এক সময় আসিবে যখন পাঠ-গৃহে ছবি ও মূৰ্ত্তি রাখা বিদ্যালয়ের সাজসজ্জার একটি নিতান্ত প্রয়োজনীয় অঙ্গ বলিয়া লোকে মনে করিবে । ছেলেদিগের অন্তর স্বমধুর সঙ্গীতে পূর্ণ কর, কবিদের চিন্তাসকল তাহাদিগকে শুনাও । কিন্তু এই বিষয় শিখাইবার জন্য উচ্চদরের শিক্ষক । অবিশু্যক । ... * . . . . . . . . এইরূপ ধরণের শিক্ষক আবশুক যাহারা সংকীর্ণমনা নহেন— যাহাঁদের মনের গতি সাৰ্ব্বভৌমিক, যাহাদের সহানুভূতিক্ষেত্র সুবিস্তৃত এবং র্যাহাদের অন্তর দয়াদাক্ষিণ্যে পূর্ণ। - -ാങ്ങാ ਚੋਲ সব নে! য়ুরোপের যুদ্ধসজ্জার ব্যয়। চার্লস রবর্ট সাহেব “ইকনমিক রিভিউ” পত্রিকায় য়ুরোপ - সজ্জার সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিয়াছেন। তিনি বলেন, সম্প্রতি । ইংলণ্ডে নৌ-যুদ্ধসজ্জার বৃদ্ধিসাধনের জন্য যে চীৎকার উঠিয়াছে । তাহাতে দেখা যাইতেছে যুদ্ধসজ্জার প্রতিযোগিতায় ইংলণ্ডও যুরো- অনিবাৰ্য বেগে সেই দিকে । عة لملا فة زانة i <i iع i لم تت ‘ سیب بہتھ گہ۔ل য়ুরোপীয় যুদ্ধ । পের সহিত যোগ দিতে বসিয়াছেন । * * ঝুঁকিতেছেন। কিন্তু ইহাতে যে দেশের কত ক্ষতি তাহা যুরোপের যুদ্ধসজ্জার ব্যয় হিসাব করিয়া দেখিলেই বুঝা যায়। । ) లన হইতে ১৮৯২ পর্য্যন্ত এই কয়েক বৎসরের মধ্যে ১৯টি . যুরোপীয় রাজেরিপোস্তিরক্ষার জন্ত) স্থায়ী সৈন্তের সংখ্যা২০০৮” ।