পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 88> তাহাকে অন্য গাল ফিরাইতে বলে এবং । অধৃষ্টান যদি দুৰ্ব্বদ্ধিবশতঃ । উক্ত অনুরোধ পালনে ইতস্ততঃ করে তবে তৎক্ষণাৎ তাহাকে কান ধরিয়া ঘরের বাহির করিয়া দিয়া তাহার ঘরের মধ্যে নিজের চৌকি টেবিল ও ক্যাম্প খাট আনিয়া হাজির করে, তাহার শস্তক্ষেত্র হইতে শস্ত কাটিয়া লয়, তাহার স্বর্ণখণি হইতে স্বর্ণ উত্তোলন করে, তাহার গভীগুলা হইতে দুগ্ধ দোহন করে এবং তাহার বছরগুলা কাটিয়া বাবর্চিখানায় বোঝাই করিতে থাকে। সভ্য খৃষ্টান অ্যামেরিকায় কিরূপ প্ৰলয়ব্যাপার এবং ज्रएड्रेলিসাস লিলপ নিদকণ লোকসংহাব উপস্থিত করিয়াছিলল সেই - লিয়ার কিরূপ নেদারুণ লে।ক সংহ। ম রাজনীতির দ্বিধা । “তেল মাথায় তেল ঢালা" সংসারের নিয়ম আর রুক্ষ মাথায় তেল ঢালা চুলায় যাক দুই চার গুচ্ছ চুল উৎপাটন করিয়া আনিতে কাহারও বিশেষ আপত্তি বোধ হয় না। যে আপনাকে রক্ষা করিতে পারে অন্যেরাও তাহাকে যত্নসহকারে রক্ষা করে, যে আপনাকে সাহায্য করিতে সক্ষম অন্যেরা তাহাকে সাহায্য করিবার জন্ত সৰ্ব্বদাই প্রস্তুত থাকে। বিবেচনা করিয়া দেখিলে ইহার একটা কারণ এই পাওয়া যায়, যে, যাহার আছে তাহাকে কিছু দিলে সেও আমাকে কিছু দিতে পারে, যে আপনাকে রক্ষা করিতে পারে তাহার সহিত যোগ দিলে কালে সে আমাকেও রক্ষা করিতে পারে। আর কিছু না হোক, আমার অনিষ্ট না করিতেও পারে! - এই কারণে সাধারণতঃ হ্যায়পরতা দয়া প্রভৃতি অনেক বড় বড় গুণ আপন সমকক্ষ লোকদের মধ্যে যতটা স্ফূৰ্ত্তি পায় অসমকক্ষ লোকদের মধ্যে ততটা স্ফূৰ্ত্তি পায় না। এমন অনেক দেখা যায় র্যাহারা আপনার সমশ্রেণীর লোকের মধ্যে গৃহপালিত মৃগশিশুর মত মৃদুস্বভাব তাহারাই নিম্নশ্ৰেণীয়দের নিকট ডাঙ্গার বাঘ, জলের কুম্ভীর এবং আকাশের স্তেনপক্ষী বিশেষ। যেমন ব্যক্তিবিশেষ তেমনি সম্প্রদায়বিশেষ এবং জাতিবিশেষ সম্বন্ধেও খাটে। য়ুরোপীয় জাতি য়ুরোপে যত সভ্য যত 开而颈 যত দ্যায়পর বাহিরে ততটা নহে এ পর্য্যন্ত ইহার অনেক প্রমাণ পাওয়া গেছে। যাহারা খৃষ্টানদের নিকট খৃষ্টান অর্থাৎ গালে চড় খাইলে সময়বিশেষে অন্য গালটিও ফিরাইয়া দিতে বাধ্য হয়, তাহী রাই স্থানান্তরে গায়ে পড়িয়া অখুষ্ঠানের এক গালে চড় মালি আফ্রিকায় ম্যাটাবিলি যুদ্ধের বৃত্তান্ত ভাল করিয়া পৰ্য্যালোচনা করিয়া দেখিলেই, অথুষ্ঠানের গালে খৃষ্টানী চড় কাহাকে বলে কতকটা বুঝিতে পারা যায়। সমস্ত সংবাদ পুরাপুরি পাওয়া যায় না, এবং যাহা পাওয়া যায় তাহার যে সমস্তই সত্য তাহাতেও সন্দেহ আছে, কারণ, যুদ্ধসংবাদের . টেলিগ্রাম রচনার ভার উক্ত খৃষ্টানের হাতে। টুথ নামক বিখ্যাত ইংরাজি সাপ্তাহিক পত্রে এই যুদ্ধ সম্বন্ধে যে কয়েকটি পত্র ও প্রবন্ধ বাহির হইয়াছে তাহ পাঠকদিগকে পাঠ করিতে অনুরোধ করি। । পাঠ করিয়া যে কেহ বিশেষ আশ্বস্ত হইবেন বা আনন্দ লাভ করিবেন এরূপ আশা দিতে পারি না, তবে এইটুকু বুঝিতে পারিবেন সভ্য জাতি যাহাকে আপনার অপেক্ষ অল্প সভ্য জ্ঞান করে তাহার নিকট আপন সভ্যতাকে এবং সেই সঙ্গে সেই অসভ্যটাকে বলিদান দিতে কুষ্ঠিত বোধ করে না। উনিশ শত বৎসরের চিরসঞ্চিত সভ্যনীতি, যুরোপীয় আলোকিত নাট্যমঞ্চের বাহিরে অন্ধ

  • ার নেপথ্যদেশে ক্ষণপরিহিত ছদ্মবেশের মত খসিয়া পড়ে এবং