আজি চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ । আজিকার প্রতিস্থখ রবে কি না রবে, আজিকার স্নেহ । । - যতটুকু আলো আছে । কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ, আজ এস নববর্ষদিনে । যতটুকু আছে তাই দেহ । বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই, কত দেশ আছে, । কোথা হতে কয়জন হেথ এক ঠাই কেন মিলিয়াছে ? কর সুখী, থাক সুখে, مرة مياه ،ة- الة ما صده مح الم পুষ্পগুচ্ছ যেন এক গাছে । - তা? যদি না পার চিরদিন, একদিন এস তবু কাছে ! সময় ফুরায়ে গেলে, কখন আবার কে যাবে কোথায় ! অনন্তের মাঝখানে পরস্পরে আর । দেখা নাহি যায় ! বড় সুখ বড় ব্যথা : চিহ্ল না রাথিবে কোথা, মিলাইবে জলবিম্বপ্রায়, । আজি তবে সকলের মুখ ভাল করে দেখে লই, আয় । আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার । । আত্ম-অভিমানে অন্ধ, জীবনের কাজে আনি অবিচার ! - আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার ! তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর ! লইব আপন করি নিত্য ধৈর্য্যভরে দুঃখভার যত । চলিব কঠিন পথে অটল অন্তরে সাধি মহাব্ৰত । যদি ভেঙ্গে যায় পণ, —দুৰ্ব্বল এ শ্রান্ত মন,— সবিনয়ে করি শি - তুলি লব আপনার পরে । আপনার অপরাধ যত । ,
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/২০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।