* একদা মুছিয়া যাবে সংসারের পটে । শূন্য নিস্ফলতা । জগতে কি তুমি এক ? . চতুর্দিকে যায় দেখা মুহূর্তর কত দুঃখ ব্যথা ! । তুমি শুধু ক্ষুদ্র একজন, এ সংসারে অনন্ত জনতা । যত ক্ষণ আছ হেথা স্থিরদীপ্তি থাক, তারার মতন । ‘. সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখ করিয়া যতন । -- যুদ্ধ করি নিরবধি বাচিতে না পার যদি, পরাভব করে আক্রমণ, কেমনে মরিতে হয় তবে শেখ তাই করি’ প্রাণপণ । জীবনের এই পথ, কে বলিতে পারে বাকি আছে কত । মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত ! পুনৰ্ব্বার কালি হতে চলিব সে তপ্ত পথে, ক্ষমা কর আজিকার মত । নববর্ষে। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত । ওই যায়, চলে যায় কাল-পরপারে মোর পুরাতন ! এই বেলা, ওরে মন, বল অশ্রদ্ধারে । কৃতজ্ঞ বচন ! যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিন্তু সমৰ্পণ ! ওই এল এ জীবনে নুতন প্রভাতে নুতন বরষ । • * মনে করি প্রীতিভরে বাধি হাতে হাতে না পাই সাহস । নব অতিথিরে তবু ফিরাইতে নাই কৰ্ভু, এস এস, নূতন দিবস ! ভরিলাম পূণ্য অশ্রুজলে আজিকার মঙ্গল কলস !
ست- مـ-----