১ । এই গানটির তালাঙ্ক ৪ খি ; অর্থাৎ ছেদ-মধ্যবৰ্ত্তা প্রতি তাল বিভাগের মধ্যে চার চারটি করিয়া মাত্র আছে ; তাই আকারের বাম দিকে ৪ সংখ্যা দেওয়া হইয়াছে। এবং এক-দুই এক-দুই এক-দুই এইরূপ করিয়া ২ সংখ্যা পৰ্য্যন্ত না থামিয় এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে যত সময় লাগে ততটা সময় প্রতিমাত্রার স্থায়িত্ব কাল। তাই আকারের ডাইন দিকে ২ সংখ্যা দেওয়া হইয়াছে। ২। হ্ম=কড়ি মা ; ঞ = কোমল নি । ৩ । = একমাত্র ; ;=দেড় মাত্র ; = অৰ্দ্ধমাত্র। দুইটি স্বরের অক্ষর একত্র যোগ করিয়া দ্বিতীয় অক্ষরটির গায়ে অৰ্দ্ধমাত্রার চিকু থাকিলে বুঝিতে হইবে প্রত্যেক স্বরটি সিকি মাত্রা কাল স্থায়ী । - ৪ । -র পূর্বে ষখন হাইফেন চিকু না থাকে তখন এক মাত্রা কাল বিরাম । অর্থাৎ নীরবতা বুঝাইবে । ৫। সব অন্তরাগুলির একই স্বর বলিয়া প্রত্যেকের স্বতন্ত্র স্বরলিপি দেওয়া গেল না। প্রথম অন্তরার স্বরলিপি অনুসারে অন্ত অন্তরীগুলি পরে পরে গাহিতে হইবে । নুতন তাম্রশাসন। মালদহ জেলার অন্তর্গত খালিমপুর নামক গ্রামে বিগত নবেম্বর মাসে আমি এই তাম্রশাসনখানি একটি বিধবা মুসলমান স্ত্রীলোকের গৃহে প্রাপ্ত হই। খালিমপুর গ্রাম প্রাচীন গৌড়নগরের পূর্বদিকে ৰে মৃন্ময় বগ্রশ্রেণী আছে এবং তাহারই অব্যবহিত পূৰ্ব্বে ভাতিযার বিল নামক যে বিল আছে তাহারই পূৰ্ব্বাংশে অবস্থিত। গৌড় হইতে ইহার দূরত্ব নুনাধিক ২ ক্রোশ হইবে। উপরোক্ত বিধবার মৃতস্বামী আনিম মণ্ডল প্রায় ২৩ বৎসর হইল একটি ধান্তক্ষেত্রে হল কর্ষণকালে উক্ত তাম্রশাসনখানি প্রাপ্ত হয়। ধান্তক্ষেত্রটি এক সময়ে অপেক্ষাকৃত উচ্চতর একটি তুতক্ষেত্র ছিল—এবং ইহাতে । এক্ষণেও খনন করিলে পুরাতন ইষ্টক পাওয়া যায়। গ্রাম্য লোকেরা । অনুমান করে, ঐস্থানে পূর্বে একটি ইষ্টকালয় ছিল। খালিমপুর গ্রামে কেবল মুসলমান কৃষক ও শ্রমজীবিগণের বাস। তাহারা কেহই । লেখাপড়া জানে না। আনিম তাম্রশাসনখানি প্রাপ্ত হইয়া দুই একজন দেশীয় পণ্ডিতকে দেখাইয়াছিল—কিন্তু তাহারা কেহই । পড়িতে পারেন নাই। তদবধি তাহর গৃহে শাসনখানি পড়িয়া ছিল। তাম্রশাসনের অমি যেরূপ পাঠোদ্ধার করিয়াছি—তাহা শেষভাগে । প্রদত্ত হইল । - সম্প্রতি তাম্রশাসনখানি পণ্ডিতগণের দর্শনজন্য এসিয়াটিক । সোসাইটিতে প্রেরিত হইয়াছে। আমি যেরূপ পাঠ উদ্ধার করিয়াছি ইহার হুই এক স্থানে কিঞ্চিং ভ্রম থাকিতে পারে ; কিন্তু আমার । বিশ্বাস যে, এই পাঠের অধিকাংশই ঠিক । ইহাতে জানা যায়, রাজ ধৰ্ম্মপাল—“নারায়ণ ভট্টারক” নামক - এক ব্যক্তিকে চারিখানি গ্রাম প্রদান করিয়াছিলেন। রাজা ধৰ্ম্মপাল । খৃষ্টীয় ৮ম শতাব্দীর শেষভাগে বা ৯ম শতাব্দীর প্রথমভাগে গৌড়ের । সম্রাট ছিলেন। পুণ্ড বৰ্দ্ধন তাহার রাজত্বের অন্তর্বর্তী ছিল জানা যায়, কেননা যে চারিখানি গ্রাম প্রদত্ত হইয়াছিল তাহারা পুণ্ড বৰ্দ্ধনের অন্তৰ্ৱৰ্ত্তা। পাটলীপুত্র নগর হইতে শাসনখানি জারি হয়। । “নারায়ণ ভট্টারক” আমার বিবেচনায় অপর কেহ নহেন, রাঢ়ীয় । R . . . 8 t . . . به و
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/২১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।