পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৯৪ সাধন । ক্ষমতা, নিৰ্ম্মাণ-পটুতা, স্থাননির্ণয়শক্তি, বস্তুপার্থক্যবোধ, তুলনাশক্তি, অর্জন-স্পৃহা, সাবধানত, একাগ্রত থাকা আবশুক এবং তাহার দৈহিক প্রকৃতি প্রাণ-প্রধান অপেক্ষা বল-প্রধান হইলে ভাল হয়। অর্থাৎ মেদ মাংস অপেক্ষ তাহার দেহে অস্থি ও পেশীর প্রাবল্য থাকা আবশুক । কেন না, তাহার যে কাজ তাহাতে শ্রমসহিষ্ণুতা নিতান্ত প্রয়োজন । . আমাদের দেশে সুশিক্ষিত যুবকের উপরিউক্ত তিন কাজের । অনেকগুলি মানসিকবৃত্তি এই তিন কাজেরই উপযোগী, তথাপি দুই একটি মানসিক বৃত্তি এই প্রত্যেক কাজে অপেক্ষাকৃত অধিক প্রয়োজনীয় ;—এমন কি, না থাকিলে চলে না। তিনজন বালক যদি কৰ্ম্ম নিৰ্ব্বাচনের পরামর্শ গ্রহণ করিবার জন্ত তোমার নিকট আইসে আর যদি তাহদের মানসিক বৃত্তি সকলেরই প্রায় সমান হয়—তাহা হইলে যাহার কপালের উপরের অংশ অপেক্ষাকৃত পরিপুষ্ট তাহাকে আইনের ব্যবসায় অবলম্বন করিতে পরামর্শ দেওয়া যাইতে পারে, যাহার কপালের নিম্নস্থ দেশ অপেক্ষাকৃত পরিপুষ্ট তাহাকে ডাক্তারি কাজ শিক্ষা করিতে পরামর্শ দেওয়া যাইতে পারে এবং যাহার পাশের কপাল প্রশস্ত তাহাকে ইঞ্জিনিয়ার কাজে প্রবেশ করিতে পরামর্শ দেওয়া যাইতে পারে। ইঞ্জিনিয়ারিং কাজের বিবিধ বিভাগ আছে—তন্মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার ও যান্ত্রিক ইঞ্জিনিয়ার প্রধান। রেলওএ খাল বাধ, - शृङ्घन्न পয়ঃপ্রণালী প্রভৃতি স্থায়ী ব্যাপার সকল সিবিল ইঞ্জিনিয়ারিংএর অন্তর্ভূত এবং কলকারখানা ও জাহাজ প্রভৃতির কল চালানে অথবা তাহার তত্ত্বাবধান করা যান্ত্রিক ইঞ্জিনিয়ারের কার্য। এই বিশেষ বিশেষ ইঞ্জিনিয়ারিং কাজের বিশেষত্ব অনুসারে ব্যক্তি বৃত্তিনিৰ্ব্বাচন। - - 8 న& বিশেষের যোগ্যতা পরীক্ষা করা আবশ্বক। তবে, সাধারণতঃ ইঞ্জিনিয়ারিং কাজের কেন্দ্রস্থল হ’চ্চে নিৰ্ম্মাণ-কুশলতা বা হস্ত পটুতা। এইটি না থাকিলেই নয়। . : যাহার আকৃতিবোধ আছে সে আঁকিতে পারে, যাহার তুলনা ও কাৰ্য্যকারণ জ্ঞান আছে সে একজন চিন্তাশীল ব্যক্তি হইতে পারে— কিন্তু তাই বলিয়া সে ইঞ্জিনিয়ার না হইতেও পারে। তবে, নিৰ্ম্মাণকুশলতার সহিত অধিকন্তু যদি এই বৃত্তিগুলি থাকে তাহা হইলে সে ইঞ্জিনিয়ারিং কাজ আরও ভাল করিয়া চালাইতে পারিবে সন্দেহ নাই। এঞ্জিনিয়ারের গণিত বিদ্যায় পারদর্শী হওয়া আবশ্যক। আকৃতিবোধ, বিস্তৃতিবোধ, ভারবোধ, কাৰ্য্যকারণ ও তুলনাশক্তি . প্রবল থাকিলে গণিত বিদ্যায় সফলতা লাভ করা যায়। ইঞ্জিনিয়ারের ভূপরিমাপের কাজ অভ্যাস করা চাই, ইহাতে পৰ্য্যবেক্ষণী বৃত্তিসমূহ ও হস্তপটুতার আবশুক হয়। ইঞ্জিনিয়ারের ভাষাশক্তি না থাকিলেও কোন হানি নাই । - পত্রিকা-সম্পাদক। পত্রিকা-সম্পাদকদিগের প্রবল পৰ্য্যবেক্ষণী শক্তি ও স্মৃতিশক্তি থাক চাই, যাহাতে করিয়া ঘটনা, তথ্য, সংবাদ । প্রভৃতি সংগ্ৰহ করিয়া প্রচার করিতে পারে । সম্পাদকের কেজে ভাব থাকা চাই। প্রবল তুলনা-শক্তি চাই, যাহাতে করিয়া প্রসঙ্গ সকল দৃষ্টান্তের দ্বারা ব্যাখ্যা করিতে পারে, সকল বিষয়ের দোষগুণ সমালোচনা করিতে পারে—ভুল ধরিতে পারে ইত্যাদি। তেজস্বী হইবার জন্ত প্রবল প্রতিবিধিৎসা বৃত্তি থাকা আবশুক। তাহদের লেখায় যাহাতে কথার অভাব না হয়, সহজ, মসলাদার ও সরস ভাষা হয় এই জন্ত তাহদের ভাষাশক্তি প্রবল থাকা চাই। এবং সুরুচি ও উন্নতভাবের জন্য ভাবুকত থাকা আবশুক । ব্যবসাদার। কাজ করিতে প্রবৃত্তি দিবার জন্য ব্যবসাদারদিগের