বঙ্কিমচন্দ্র ৷ ” গতবর্ষ শেষ হইবার অনতিপূৰ্ব্বে বঙ্কিমচন্দ্র চিরকালের জন্য । আমাদের মধ্য হইতে অপস্থত হইয়া গিয়াছেন । । যে সকল রাজ্যে মহত্ব বিরল নহে সেখানে কোন যশস্বী লোকের অন্তৰ্দ্ধান হইলে সমস্ত দেশ শোক করিতে থাকে। আমাদের এই দুর্ভাগ্য দেশে শুভ দৈববশে কদাচিৎ ক্ষণজন্ম পুরুষ জন্মগ্রহণ করেন, , তথাপি, জীবনের কার্য্য সমাধা করিয়া যখন তাহার সংসারক্ষেত্র হইতে অন্তরিত হন তখন এই জড়তাপন্ন দরিদ্র দেশ তাহাদের অভাব যথার্থরূপে হৃদয়ঙ্গম করিতে পারে না। * - কিন্তু একথা স্বীকার করিতে ইচ্ছ। করে না। লেখনী সহজেই লিখিতে চাহে যে, অদ্য সমস্ত বঙ্গদেশ । বঙ্কিমচন্দ্রের বিয়োগদুঃখে শোকাতুর। যদি সত্যই বঙ্গদেশের সেই বেদনাবোধ থাকিত তবে আজিকার এই চিরবিচ্ছেদের মধ্যেও সাম্বনার রশ্মি প্রকাশ পাইত। অল্প দিনের মধ্যে আমাদের অনেকগুলি শোকের কারণ ঘটিब्रॉय्छ । প্রথমে রাজেন্দ্রলাল মিত্ৰ চলিয়া গেলেন ; কিন্তু র্তাহার खद्मभिः তাহাকে ভাল করিয়া বিদায়-সম্ভাষণ করিল না। সেই নির্ভীক মনস্বী পুরুষ দেশের জন্য তাহার সমস্ত জীবন উৎসর্গ করিয়াছিলেন। তিনি জ্ঞানবিস্তার এবং লোকহিতের জন্য যাহা করিয়াছিলেন বিষয়ী লোক আপনার বৈষয়িক উন্নতি আপন স্বার্থসাধনের জন্য এত চিন্তা এত চেষ্টা এত সংগ্রাম করিতে পারে না । যে ক্ষেত্রেই ইংরাজ বাঙ্গালীর মধ্যে বিরোধ ঘটিত, সেইখানেই রাজেন্দ্রলাল দুৰ্ব্বল স্বদেশের পক্ষ লইয়া বীরগর্বে অগ্রসর হইতেন; - প অটল যদি স্বদেশী বিদেশী কাহারও সাহায্য না পাইতেন ত সাহসে একাকী দণ্ডায়মান হইতে কুষ্ঠিত হইতেন না। তিনি যুদ্ধে আজ বহু কষ্টে কৃতজ্ঞতা বঙ্কিমচন্দ্র। । ৫৩৭ চিরকাল অপরাংমুখ এবং অপরাজিত ছিলেন। এইরূপে । অশ্রান্ত । নিরলস থাকিয়া অহৰ্নিশি কঠিন পরিশ্রমে দেশের জন্য তিনি যে জীবন অকালে বিসর্জন করিলেন,দেশ তাহার সেই দুৰ্ম্ম ল্য জীবনের অবসানে অকৃত্রিম শোকের এক বিন্দু অশ্রু ব্যয় করিয়াছিল কি না। সন্দেহ । - . . রাজেন্দ্রলালের অধিকাংশ রচনা ইংরাজিতে। বিবিধার্থসংগ্ৰহ . . . . . প্রকাশ করিয়া তিনি বঙ্গসাহিত্যের উন্নতি সাধনের যে চেষ্টা করিয়া ছিলেন তাহাও বহুপূর্বের কথা । এই কারণে, যদিও তাহার নাম " দেশবিখ্যাত ছিল তথাপি তিনি সৰ্ব্বসাধারণের নিকট অন্তরঙ্গরূপে : পরিচিত ছিলেন না। কিন্তু বিদ্যাসাগর সম্বন্ধে সে কথা বলা যাইতে . . . . পারে না। : - - - - - বিদ্যাসাগর সমস্ত প্রাণমন সমর্পণ করিয়া একাকী দুৰ্দ্ধৰ্ষ তেজে দুঃসাধ্য কাৰ্য্য করিয়া গিয়াছেন। কাহারও স্তুতিনিন্দ কাহারও সহায়তার কোন অপেক্ষ রাখেন নাই। যখন সহস্ৰ লোকের মঙ্গল সাধন করিয়াছেন তখনও তিনি একক, যখন সহস্ৰ লোকের সহিত যুদ্ধ করিয়াছেন তখনও তিনি একক। মহৎ স্থদুর্ভর কার্য্যভার মিসএখনN \০ তা সনেস মোল সাহত --- সকল তিনি চিরজীবন অসামান্ত નTરૂકૂડો ૭ ત્રલ)૧ના લશ একাকী বহন করিয়াছেন। বঙ্গভাষার প্রথম স্তর তিনি নিৰ্ম্মাণ করিয়াছেন, বিধবার দুঃখমোচনের জন্ত নিষ্ঠুর সমাজের সহিত তিনি নিরবচ্ছিন্ন সংগ্রাম করিয়াছেন, দেশের বিদ্যাশিক্ষণ স্বদেশীয়ের দ্বারা সাধন করিবার ভার লইয়া তিনি কৃতকাৰ্য হইয়াছেন এবং এই অলস অকৰ্ম্মণ্য অনুদার দেশে আপনাকে একনিষ্ঠ পরহিতব্ৰত । অব্যবসায় ও নিঃস্বাৰ্থ বদান্ততার উজ্জ্বলতম আদর্শস্থল করিয়া তুলিয়া । ছেন —আর যে বঙ্গদেশ তাহার জীবনের রক্তে জীবন পাইয়াছে সে । প্রকাশ করিবার উপলক্ষে দুইচারিবার ।
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।