১১২ ৷ সাধনা । , .বিনিপয়সায় ভোজ । । > > ○ আমি একটু আধটু আফিম খাই তামাক না হলে ত আর বাচিনে! ওহে মোধো, ন ন চন্দ্রকান্ত, কোন মতে মালিদের কাছ থেকে হোক যেখান থেকে হোক এক ছিলিম যোগাড় করে দিতে পার না ? - ডিশের পরে ডিশ (শুধু) মটন কারি ফিশ, সঙ্গে তারি হুইস্কি সোডা তুচার রয়াল্ ডোজ ! পরের তহবিলু - - চোকায় উইলসনের বিল্ ; থাকি মনের হুখে হাস্যমুখে কে কার রাখে খোজ !— , . কইরে! তামাক এল ? ও কিরে । শুধু কলুকে ? হু কো কই ? এখানে ছ পয়সায় হুকো পাওয়া যায় না ? কলুকেটার দাম স্তু আন । হ্যা দ্যাখ বাপু চন্দ্রকান্ত, বাইরে থেকে আমাকে দেখে যতটা বোক মনে হয় আমি ততটা নই! শরীরটা যেমন মোট বুদ্ধিটা তার চেয়ে কিঞ্চিৎ স্থম্ম! তোমার বাবু যে,হু কোট কলুকেট বাজার থেকে কিনে আনতে হবে ? পয়সা চাই ? আচ্ছা বাপু তাই সই! এই নাও, এক পয়সার তামাক চট্ট করে কিনে নিয়ে C এক পয়সায় তামাক হবে না ? কেন হবে না ? বাপু আমাকে কি মুচিখোলার নবাব বলে’ হঠাৎ তোমার ভ্রম হয়েচে ? যোলো । টাক ভরির অম্বুরি তামাক না হলেও আমার কষ্টেস্থষ্টে চলে যায়—এক পরসাতেই ঢের হবে । - তামাকটা পৰ্য্যন্ত আয়রণু-চেষ্টে তুলে রেখে দেন এতক্ষণে তার - কারণ বোঝা গেল । কেবল তোমার মত রত্নটিকে বাইরে রাখাই । তার ভুল হয়েচে। বোধ হয় বেশি দিন বাইরে থাকতেও । হু কে কল্কেও কিনে আনতে হবে ? সেও তোমার বাবু লোহার সিন্ধুকে পূরে রেখে গেছেন না কি ? বাঙ্গাল ব্যাঙ্কে সেই سیم۔ ممب-t-----p* বসিয়ে খুব হেপাজতের সঙ্গেই তোমাকে রাখবেন! যা হোক্ তামাক না খেয়ে ত আর বঁাচিনে ! (কলিকায় মুখ দিয়া তামাক রেখেছিলুম। উদয় ফিরে এলে তার কাছ থেকে স্থদ মৃদ্ধ আদায় করে নিতে হবে —এই বুঝি বাবুর বাগানবাড়ি, তা হলে এর ভদ্রাসন বাড়ী কি রকম হবে ন জানি । কড়িগুলো মাথায় ভেঙ্গে নী পড়লে বাচি । এই ত একখানি ভাঙ্গা চৌকি আসবাবের মধ্যে ! এ আমার ভর সইবে না ! সেই অবধি দাড়িয়ে দাড়িয়ে ঘুরে ঘুরে প। ব্যথা হয়ে গেল—আর ত পারিনে---এই মাটিতেই বলা যাব ! (কোচ দিয়া ধূলা ঝাড়িয়া একটা খবরের কাগজ মাটিতে পাতিয়া উপবেশন ও গুনগুন্ স্বরে গান ) . . . . যদি জোটে রোজ এমনি বিনি পয়সায় ভোজ । য উইলু করে টানতে হয় ! এর দু’টান টানলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাদি ফট্ করে ফেটে যায়, নন্দীভূঙ্গীর ভাৰ্ম্মি লাগে ! কাজ নেই বাপু, থাকু ! বাৰু আগে আস্থন ! কিন্তু বাবুর আসবার জন্যে ত কোন রকম তাড়া দেখচিনে । সে বোধ ইয় প্যাটিগুলো একটি একটি করে? শেষ করচে ! এ দিকে আমার পেট এমনি জলে উঠেছে যে, মনে হচ্চে যেন এখনি কোচায় আগুন ধরে যাবে । তৃষ্ণাও পেয়েছে। কিন্তু জল চাই-
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।