১১৪ লুম !—আরে-মাইরি না ! কি গেরো ! সাধন । লেই আমাদের চন্দ্র কান্ত বলে বসবেন গেলাস কিনে আনন্তে হবে, বাবু বন্ধ করে রেখে গেছেন । কাজ নেই, বাগানের ডাব খাওয়া যাক। । - ওহে বাপু চন্দ্র, একটি কাজ করতে পার ? বাগান থেকে চট্ করে একটি ডাব পেড়ে আনতে পার ? বড় তেষ্টা পেয়েচে — কেন ? ডাব পাওয়া যাবে না কেন ? বাগানে ত ডাব বিস্তুর দেখে এলুম ? সব গাছ জমা দেওয়া হয়েছে ? তা হোক না বাপু, একটি ডাবও মিলবে না ? পয়সা চাই ? পয়সা ত আর নেই । তবে থাক, বাবু আমুন তার পরে দেখা যাবে !—সঙ্গে মাইনের টাকা আছে কিন্তু ওকে ভাঙ্গাতে দিতে সাহস হয় না। এখনো কোম্পানির মুল্লুকে যে, এত বড় একটি ডাকাত বাইরে ছাড়া আছে তা আমি জানতুম না !—যাই হোক এখন উদয় এলে যে বাচি । ঐ বুঝি আসচে ! পায়ের শব্দ শুনচি। আঃ বাচা গেল। ওহে উদয়, উদয় । কই, না ত । তুমি কে হে ? — বাবু তোমাকে পঠিয়ে দিলেন ? তার চেয়ে নিজে এলেই ত ভাল করতেন ! ক্ষিধেয় যে মারা গেলুম ! হোটেলের বাবু ? কে রাণী বাবু ? ত কোন আত্মীয়তা নেই। কিছু খাবার পাঠিয়েচেন বন্ধ পার ? অয়ষ্টার প্যাটি ? - পাঠান নি ? বিল পাঠিয়েচেন ? কৃতাৰ্থ করেচেন আর কি ? যে বাবুটির নামে বিলু তিনি এখানে উপস্থিত নেই । আরে না রে না ! আমি না ! এও ত ভাল বিপদে পড় - --- -سي-سي----------r __ তোমাকে ঠকিধে .. بیانیه আমার লাভ বিনিপয়সায় ভোজ । ১১৫ । কি বাপু ? আমি নিমন্ত্রণ খেতে এসে তিন ঘণ্ট। এখানে বসে আছি—তুমি হোটেল থেকে আসচ, তবু তোমাকে দেখেও অনেকটা তৃপ্তি হচ্চে ! বোধ হয় তোমার ঐ চাদরখানা সিদ্ধ করলে ওর থেকে নিদেন পোয়াটাক বিফু-স্বপূ বেরোয় ! ভয় নেই, আমি তোমার চাদর নেব না, কিন্তু বিলটিও চাইনে। । এ ত ভাল মুস্কিল দেখচি ! ওগো না গো না ! আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু! কি গেরো ! আমার নাম আমি জানিনে তুমি জানো ! অত গোলে কাজ কি বাপু, डूनि नौय्छ গিয়ে একটু বোসে উদয় বাবু এখনি আসবেন। - বিধাতা সকাল বেলায় এই জন্যেই কি ডান চোখ নাচিয়ে ছিলে ? হোটেল থেকে ডিনার না এসে বিল এসে উপস্থিত ? “সখি, কি মোর করম ভেল ! পিয়াস লাগিয়া জলদ সেবিহু, বজর পড়িয়া গেল হে বিধি, তোমারই বিচারে সমুদ্রমন্থনে একজন পেলে সুধ। আর একজন পেলে বিষ, হোটেলমন্থনেও কি একজন পাবে মজা আর একজন পাবে তার বিলু! বিলটাও ত কমদিনের নয় タタ ! দেখেই আমার ক্ষুধাতৃষ্ণা দূর হবে ? তোমার বাবু ত বড় ভদ্রলোক দেখচি হে ? কি বল্পে ? কাপড়ের দাম ? কার কাপড়ের দাম ? উদয় বাবু কাপড় কিন্বেন আর আমি তার দাম দেব ! তোমারও ত বিবেচনাশক্তি বেশ দেখচি ! - - সত্যি না কি ? কিসে ঠাওরালে আমারই নাম উদয় বাৰু ?
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।