পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s o f > ミッ সাধন । l § নাই, তবে অসংখ্য ইষ্টকরাশি এই স্থানে ੋਜ ও দেখিতে পাওয়া যায় । - - -- অলোমা পার হইয়া তিনি প্রায় দুইrে. উত্তরপূর্বদিকে গমন করিলেন। তথায় এক হ্রদ ছিল । সেই aেn পূর্বদিকে অঙ্ক স্থিতি কালে তিনি ভাবিলেন —আমি সন্ন্যাসী_s আমার মস্তকে দীর্ঘকেশরাশি ও শ্মশ্র আছে aa নহে । তাহার হস্তে তরবারি ছিল । তিন তৎক্ষণাৎ তদ্বার কেশগুলি কাটিয়া ফেলিলেন । * এই হল এক বৌদ্ধের একটি স্তপ নিৰ্ম্মাণ করিয়াছিল। তাহাকে চূড়া প্রতিগ্রহণ স্তুপ" বলিয়া ডাকিত। তথা হইতে দির উত্তরে গিয়া তিনি দেখি লেন সেখানে কত্ব ভাকিয়৷ বলিলেন—“ভাই, আমার এই বস্ত্রের পরিবর্তে তোমার নিকট তোমার বস্ত্রগুলি ভিক্ষা চাহিতেছি । আমার অনুরোধ করিল। যে স্থানে এই ঘটনাটি হইয়াছিল, সেস্থানে এক চৈত্য নিৰ্ম্মিত হইয়াছিল । তাহাকে “কাষায় গ্রহণ চৈত্য” বলিয়া ডাকিত । তৎপরে তাহার গাত্রে যত অলঙ্কার ছিল সকলই খুলিয়া তিনি লে এবং সেই গ্রামের নাম “শীর্ষাও” । --- SATTTBBAMAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ছুদিকের হস্তে সমর্পণ করিয়া বলিলেন—“চ্ছন্দক, তুমি এই অল হইয়াছি,কিন্তু এখনও ; লি থাকা উচিত | - - ヘーャ ੇ জম্ব বৃক্ষ রহিয়াছে। বৃক্ষের ছায়ায় বসি । তাহার মনে হইল যে, তিনি এখনও প্রকৃত সন্ন্যাসী হন নাই। তিনি এখনও বহুমূল্য বেশভূষায় সজ্জিত আছেন। ইতিমধ্যে } সেই স্থান দিয়া এক ব্যাধ গমন করিতেছিল। তিনি তাহাকে { ঐ কাষায় বস্ত্র আমাকে দিবে কি ?” লুব্ধক বলিল—“কেন ? ] আপনি আপনার বেশে শোভা পাইতেছেন, আমার বেশ । আমাতেই শোভা পায়।” সিদ্ধার্থ বলিলেন —“আমি তোমার } রক্ষা কর।” বাগধ নিজ বস্ত্র তাহীকে দিয়! তাহার বস্ত্র গ্রহণ } 一下

  • যে হ্রদের তটে এই ঘটনাটি ঘটিয়াছিল তাহাকে এখন “শীর্ষাও তাল

ইংরাজের আতঙ্ক । ు " ఫి স্কারগুলি লইয়া কণ্টকসহ নগরে প্রত্যাগমন কর । আমি আর ফিরিতেছি না।” ছন্দ ক সিদ্ধার্থের নিতান্ত অনুগত ছিল। প্রভুর কথা শুনিয়া সে দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিয়া বলিল –“হে দেবপুত্র, আমিও আর গৃহে যাইব না। এই অরণ্যের মধ্যে অনেক হিংস্র জন্তু আছে । আমি আপনার সঙ্গে থাকিলে তাহাদিগের গ্রাস হইতে আপনাকে রক্ষা করিতে পারিব । অতএব অামাকে আপনার সঙ্গে থাকিতে অনুমতি দিন।” সিদ্ধার্থ বলিলেন— “তোমার সন্ন্যাস লইবার সময় এখনও আসে নাই । অতএব তুমি গৃহে প্রত্যাগমন কর । আমার পিতা পত্নী সকলে ভাবিত আছেন । মি তাহাদিগকে আমার বৃত্ত স্ত সবিস্তার নিবেদন করিও ।” চ্ছন্দক তথা হইতে অধোবদনে ফিরিয়া গেলেন । কপিল so

এক প্রকাও স্তপ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। তাহার ভগ্নাবশেষ এখনও দেখা যায়। ইহা “ছন্দকনিবৰ্ত্তন স্ত প” বলিয়া বিখ্যাত ছিল এবং সেই স্থানকে এখনও ঐ প্রদেশের লোকেরা “মহাস্থান” বলিয়া ডাকে । ళా== לאולמפ ইংরাজের আতঙ্ক । ১৮৫৫ খৃষ্টাব্দে হিন্দু মহাজনদের দ্বারা একান্ত উৎপীড়িত ধইরা গবমেন্টের নিকট নালিশ করিবার জন্য সাওতালগণ । তাহাদের অরণ্য-আবাস ছাড়িয়া কলিকাতা অভিমুখে যাত্রা *রিয়াছিল । তখন ইংরাজ সাওতালকে ভাল করিয়া চিনিত