সাধনা । । নিকট গেলাম—হাত বাড়াইয় দেখিলাম, মদলীন মরে নাই, মূচ্ছিত হইয়াছে মাত্র। কোন প্রকারে কষ্টেস্বষ্টে তাহাকে সচেতন করিলাম । - - ক্রমশঃ জ্ঞানের উদয় হইলে সে বলিল, “অ ! তুমি ? ভাল, কিছু পেলে কি ?” —“কিছুই না, কিছুই না ।” —“নিশ্চয়ই তবে, আমাদের পাবার আর কোন সম্ভাবন নাই”—এই বলিয়। বেচার কাদিতে লাগিল । ! আমি দেখিলাম, আমার স্ত্রীকে এখন আশ্বস্ত করা আবশ্যক । যদিও আমার ও হৃদয় নিরাশায় অভিভূত, নিজের কোন আশাভরসা নাই, তথাপি তাহাকে নানা প্রকারে সাহস দিতে লাগিলাম। আমি বলিলাম, আমি একটি ভদ্রলোকের বাড়িতে بیمه) 5
- {
অতএব, আমাদের এখনও কিছু দিন ধৈর্য্য ধরিয়া থাক চা আমাদের এই দুর দৃষ্টের এক দিন-না-এক দিন অবশ্যই অবদান হইবে । তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়। যাইব । শরীরে বল পাইবে । অনেক গুলি ধার অমর শুধিয়া ফেলিব।-- বাকি ধারগুলি পরিশোধ করিবার একটা বন্দোবস্ত করিব । ফিরিয়া আসিবে। আমাকে কাজকৰ্ম্ম করিতে দেখিলে, লোকেরা ও আবার আমাকে ধার দিবে। এইরূপে একবার প্রথম ধাক্কাটা সামলাইল উঠিতে পারিলে, আমাদের অবস্থা একটু স্বচ্ছল হইলে, এই বাসা ছাড়িয়া দিয়া, ইহা অপেক্ষ একটু ভাল বাসায় গিয়া উঠিব। _সেখানে কিছু গাছপালা, একটু বাতাস, একটু আলো থাকিবে। আমরা সেখানে স্বচ্ছন্দে বাস করিব—আমাদের পূর্ব সুখ আবার এক বাটি দুধের জন্ত । وفد • হাতটি সাপটিয়া ধরিয়া এইআমার কথার গুণগু৭ রূপ অনেকক্ষণ বলিতে লাগিলাম । tান্তভাবে ঘুমাইয়া তাহার নিদ্রাকর্ষণ হইল —বেশ প্রশ রবে r পড়িল । প্রশান্তভাবে ? ---না, তাহা ঠিক নয় ; কারণ, একটু রিতে লাগিলাম, হস্তের স্পর্শে অনুভব ক হয়, তাহার হাত সেইরূপ থাকিয় । も高びでて豆一a不 বিদ্যুৎ-প্রবাহ সঞ্চালিত একবার সমস্ত শরীর কঁপিয়। উঠিf–গে। গে। শব্দ মধ্যে একেবারে পরেই আমি আমার স্বপ্ন দেখিলে যেরূপ থাকিয় শিহরিয়া করিলে যেরূপ হয়, এক তাহার সঙ্গে সঙ্গে প্ৰলাপ বাক তাহার মধ্যে মুখ হইতে বাহির 表求びで5び要い নিম্পদ অসাড়—সে আরও ভয়ানক । তাহার বাহু ও মুখ টিপিয়া দেখিলাম —বুঝিলাম, নিঃশব্দ নিস্তব্ধ তা মধ্যে মধ্যে ত্রি--অ ! কি করি।-- সেই ঠাণ্ড। অন্ধকার ঘর, চারিদিক মুখ-নিঃস্থত অস্পষ্ট কাতর-ধ্বনিতে সেই डन्न इङ्गेश्ड६छ । स्त्री ! 6न िडो" " য়াই সে রাত্রি কাটাইয়াছি । R - * যাহাই হউক, গোড়ায় আমার জীবন সুখে আরম্ভ হইয়। ছিল। আমার শৈশবাবস্থা দেখিলে মনে হইতে পারে, আমার স্বথস্বচ্ছন্দে ও মানসন্ত্রমে বুঝি অতিবাহিত কৰে । আমাৰ পিতামাত যদিও সামান্য অবস্থার লোক – - * * * * * * - ية ب " بت، يمية بيتة কুরি করিতেন মাত্র – পার্জন করিয়া छ्रुिलन । ज्ञाभtएक डिनि भिभाcर्थ ***** প্রেরণ করেন । ১ আমি কলেজের একজন উজ্জল ছাত্র ব"ি "