১৭২ ৷ সাধন । হুই এবং তাহাকে এই কথা বলিয়া ষাই, যদি কেহ আমার কথা জিজ্ঞাসা করে, সে যেন বলে আমি কোন বিশেষ প্রয়োজনে বাহির হইয়াছি –এক ঘণ্টার অধিক বিলম্ব হইবে না। । একটা গাড়িতে আমি তাড়াতাড়ি উঠিয়া এক্সচেঞ্জ অভি. মুখে গমন করিলাম —যে দালাল আমার কাজ কৰ্ম্ম করিয়া থাকে তাহাকে সেখানে পাইবার সম্ভাবনা মনে করিলাম । সৌভাগ্য: ক্রমে, গবর্ণমেণ্ট-কাগজের রসিদগুলি আমার নিকটেই ছিল। তাহা না থাকিলে, একঘণ্ট। আরও বিলম্ব হইয়া পড়িত –তাহ। হুইলে হয় ত সমস্তই পণ্ড হুইয়া যাইত । দালালকে আবশ্য, কীয় উপদেশ দিয়া, যে বন্ধুর নিকট বাকি টাকা ধার করিব মনে করিয়াছিলাম তাহার নিকটে গেলাম । বন্ধু বাড়িতেই ছিলেন। কোন আপত্তি না করিয়া তিনি আমাকে টাকাটা দিলেন । আমার বুকের ভিতর হইতে যেন একটা পাষাণ-ভার নাবিয়া গেল। কোচুমানকে বলিলাম যত শীঘ্র পর ব্যাঙ্কে চিল । •. - এক্ষণে, হাতে নগদ টাকা রহিয়াছে—আর কোন ও ভয় নাই, কেবল এই মনে হইতেছে পাছে অামার আন বস্থিতি কালের মধ্যে । এই বিষয় কেহ জানিতে পারিয়া থাকে। এ পর্য্যন্ত বড় সাহেব যদিও কখন আমার নগদ তহবিল দেখিতে চাহেন নাই, তবু কি জানি, যদি কোন ঘটনাক্রমে আজই তাহার তহবিল দেধিবার ইচ্ছা হইয় থাকে । —“আমার কথা বড় সাহেব কি কিছু জিজ্ঞাসা করেন নাই?” গাড়ি হইতে নাবিয়াই অফিসের পেয়াদাকে জি জ্ঞাসা করিলাম । —“ন, মহাশয় !”—পেয়াদ উত্তর করিল। আমার ব্যতি ব্যস্ত ভাব দেখিয়। পেয়াদ একটু আশ্চৰ্য্য হইয়াছিল। § .-...............-. --------------------------------------------------------------------۴--------- এক বাটি দুধের জন্য। ১ ৭৩ ভূমি তখন ইপি ছাড়িলাম এবং আমার দফতরখানায় প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া বাক্স খুলিলাম ও তাড়াতাড়ি তাহাতে ৪০০০ টাকা গুজিয়া দিলাম । . . . . ৬ টার সময়, বড় সাহেবের নিকট ক্যাস্বাক্স ও খাতাপত্র । লইয়। গেলাম—তিনি একবার চোখ বুলাইয়া দেখিলেন, বলি লেন, “ঠিক আছে।” আমার উপর দিয়া যে ধাক্কাটা গিয়াছিল, স্বভাবতই তাহার কিছু-না-কিছু চিহ্ন আমার মুখে প্রকাশ হইবার কথা। বাড়ি আসিবামাত্রই, আমার চেহারার বৈলক্ষণা, অামার কম্পিত কণ্ঠস্বর দেখিয়া আমার স্ত্রী তখনই ধরিলেন। - - কি হয়েছে । বল দেখি, ব্যাপারটা अग्नि একটা মিথ্যা কথা বলিব মনে মনে স্থির করিয়া আসিয়াছিলাম ; কিন্তু তাহার উৎকণ্ঠিত দৃষ্টির সম্মুখে আমি তাহ গঢ়ি উঠিলন না –আসল কথা সমস্ত প্রকাশ করিয়া বাপ স্বামীর ভয় হইতেছিল পাছে মদলীনা আমাকে তিরআমার মনে হইতেছিল, তিনি বলিবেন, তুমি নিজে তহবিল তছরূপ কর নাই, তবে কেন তাড়াতাড়ি সৰ্ব্বস্ব * এতদিন কষ্টেস্বষ্টে مدة < খেয়াইরা সে ক্ষতিপূরণ করিতে গেলে ? আমরা যাহা কিছু সঞ্চয় করিয়াছিলাম, তুমি ইচ্ছা করিয়া তাহ। পলি কেলিয়া দিলে। আর, যে বাস্তবিক চোর সে আপনার । কোটরে নিশ্চিন্তু হইয়। বসিয়া আছে । কিন্তু সে সুশীল। কিছুমাত্র ইতস্ততঃ নী করিয়া, অামার ત્રના জড়াইয়। ধরিয়া বলিল – —তুমি ভালই করিয়াছ ! , ב মাছ—তুমি দেখিবে, পরে আসল কথা সমস্তই প্রকাশ পাবণ ংলোকের মতই ব্যবহার করি, -....----
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।