এক বাটি জুধের জন্য । ১৮২ - সাধন । কোন বাধা না দিয়া, নতশির হইয়া তাহার পশ্চাতে পশ্চাতে আtসিয়া উপস্থিত হইল। দুই এক আনার দুগ্ধ আত্মসাৎ করিয়া চলিলাম । যদি মদলীনার প্রাণ বাচাইতে পারি, তাহাতে এমন কি দোষ হইতে পারে ? দোকানদার যদি দুধের কমৃতি বুঝিতেই ন৷ পারিয়া থাকে, তাহা হইলে তাহার বিশেষ কি ক্ষতি হইয়াছে ? আর, যদি কমিয়াছে বলিয়া তাহার মনে হয়, সে খাটি জল দিয়া তাহা পূরণ করিয়া রাখিবে । দুধওয়ালারা ত সচরাচর এইরূপ করিয়াই থাকে । হয় ত দুধওয়াল জানিতে পারিয়াও ইচ্ছা করিয়া বলিতেছে ন। খুব লোক ভাল বলিতে হইবে। আমার হাতে যখনই টাকা আসিবে, আমি তাহার দুধের মূল্য একশত গুণ ধরিয়া দিব । ইহা বড় আশ্চৰ্য্য, এক সপ্তাহ কাল এইরূপ কাৰ্য্য চলিতেছে, অথচ দুধ ওয়াল। কিছুমাত্র সন্দেহ করিতেছে না। ক্রমে আমার বিশ্বাস হইল যে, দুধওয়াল ইচ্ছা করিয়া আমাকে দুধ লইয়। যাইতে দিতেছে। এই বিশ্বাস এতদূর বদ্ধমূল ङ्हें क्ल (य, দুধ কতটা কমিয়া যাইতেছে সে বিষয়ে আর ক্ৰক্ষেপ করিলাম তাহার পর, মহাশয় কি হইল আপনি ত সব জানেন। আমি যে চুরি করিয়াছি, এ কথা এক মুহূর্তের জন্যও অস্বীকার করি ना३-अभि যে অপরাধী তাহা আমি জানি। তবে, কি জন্য ও কাহার জন্য আমি এই চুরি করিয়াছিলাম সমস্ত আপনার আমি কতট। অপরাধী ও কতট। কৃপা নিকট খুলিয়া বলিলাম— গাত্র আপনি এক্ষণে তাহ বিবেচনা করিয়া দেখুন। ( و ) অশ্রুপূর্ণনেত্রে অপরাধী এই সমস্ত কথা বিবৃত করিল। বিচারক যিনি শুনিতেছিলেন, তিনি সহৃদয় ব্যক্তি। マーマt気y অপরাধীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া তিনি ব্যথিত ও বিচলিত তাহার দিকে টানিয়া অনুকুল যতদূর পারেন, নি কি রিতে লাগিলেন। তাহার অধিক আর তি রেন । অপরাধী অপরাধ স্বীকার করিতেছে, অপরাধও যতদূর কম শাস্তি হইতে ਸ਼੍ਰੇ of ব ९ গুরুত্বর, জাইন ও অকাট্য । স্থতরাং, পারে, অপরাধীর তিন মাসের ফাটক হইল । গ্ৰ দিন এই দণ্ডাজ্ঞা হইল, সেইদিন রাত্রে কারারক্ষক অপরাধীর কারাগৃহে প্রবেশ করিয়া দেখে ষ্টে জানলার গরাদে কাপড় লুকাইয়। বেচার। উদ্বন্ধনে প্রাণত্যাগ করিয়াছে । পরদিন প্রাতে আবার যখন আমি এইরূপ টিনের বাক্সের চাকুন বন্ধ করিয়া দুধের পাত্রটি লইয়া বাড়ি ফিরিব, এমন সময়ে একটা হাত হঠাৎ আমার কাধের উপর স্থাপিত হইল এবং আমার কানের নিকট একটা মোট আওয়াজ শুনিতে পাইয়া কঁপিয়া - جيدك ড়িয়া ছি উঠিলাম । -جاده - - مدي- مي باس দেশে পেন্সল লে o বৃক্ষক দেখিতে পাইল । এইরূপ লেখা আছে57 –“অ’ ! এবার, বাছাধন, তোমাকে ধরেছি। আটদিন আর কিছুই নই ধরে তোমার কাও সব দেখছি। আজ আর ছাড়ব না । ট 、 t .9 থানায় চল, শীঘ্ৰ চল ।” * - আমি তখন একেবারে বজাহত। কোন কথা ন। বলিয়া, "মাহুষের নির্দয় বিচার । আমি হতভাগ্য বৈ * আমার প্রতি চোরের ন্যায় ব্যবহার করিল। ইহা ঠিক নহে । " বে আর ফিরিতে পারিব না-তাই অপেক্ষ মৃত্যু ভাল ”
পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।