পাতা:সাধনা (তৃতীয় বর্ষ, প্রথম ভাগ).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bv সাধনা ! . . সারসংগ্ৰহ { * ケ。 ইহা নিরাপদে বলা যাইতে পারে । কিন্তু অহিফেণ বিজাতীয় পদাৰ্থ । ইহার প্রতি আমাদিগের অধিক মায়া জন্মাইবার কোন কারণ দেখিতেছি না। স্বর্গে দেবগণ স্বরা পান করিতেন, মহাদেব স্বয়ং ধূমপান করিতেন এ কথা বলা যাইতে পারে। কিন্তু কে কবে কোন গ্রন্থে লিখিয়াছেন যে, ইন্দ্র, কি মহাদেব, কি কৃষ্ণ, কি বলদেব আহিফেণ সেবন করিয়৷ ভেঁ হইয়া থাকি তেন ? করিত যে, তাহার। কোন মতে ইহাকে দেশে প্রবেশ করিতে দিতে চাহিত না । একবার এমন হইল যে, তাহার। কতক গুলা অহিক্ষেণের সিন্ধুক নষ্ট করিয়া ফেলে। এত বড় আম্পৰ্দ্ধা দেখিয়। ইংরাজের চীনের সঙ্গে ঘোর যুদ্ধে প্রবৃত্ত হইলেন। দুইবার ক্ৰমান্বয়ে এইরূপ যুদ্ধ হইলে অবশেষে চীন বেচারার পরাভব স্বীকার করিয়া ইংরাজ েপ্ররিত অহিফেণ লইতে বাধ্য হয় ।


.. س... . . ... اشت.-...........

বাসীরা ইউরোপীয় স্থর ম্লেচ্ছজাতিদ্বারা প্রস্তুত বলিয়া প্রকৃত হিন্দুরা তাহ পান করেন না । তবে অহিফেণকে র্ত হার এত আদর করেন কেন ? - বাস্তবিক কথা এই যে, কতকগুলি প্রদেশ ভিন্ন ভারতবর্যের অন্য কোন স্থানে অহিফেণ জাতীয় ঔষধ বা মাদক বলিয়া গৃহীত হয় নাই । রাজপূত, শিখ, আসামী এবং উড়িষ্যানিবাসী ব্যতীত আর কোন জাতি ইহাকে উদারভাবে গ্রহণ করে নাই। তবে হইতে অহিফেণের সারাংশ গ্রহণ করেন, এবং তাছার পর .ে বস্তু প্রস্তুত হয় তাহা চীনদেশে বিক্রয়ার্থ প্রেরিত হয় । অহিফেণকে অতিশয় আদর করে। তাহার কারণ আছে। অনেক বৎসর পূর্বে ইংরাজের এই দ্রব্য চীনদেশে পাঠাইতেন। তখন সে দেশের লোকেরা ইহাকে এত স্বর্ণ তাহাদিগের সঙ্গে যে সন্ধিপত্র লিখিত হয় তাহাতে ইংরাজের অহিফেণ পাঠাইবে এবং চীনের তাহ গ্রহণ করিবে ইহার স্পষ্ট উল্লেখ ছিল । সেই দিন হইতে চীনদেশে অহিফেণ সেবনের ঘটা আরম্ভ হয়, সেই দিন হইতে ঐ দেশের সর্বনাশের স্থত্রপাত এক পরাক্রান্ত খ্ৰীষ্টধৰ্ম্মাবলম্বী জাতি কেবল তরবারি, গোলাগুলির সহায় লইয়া একটি সমগ্র জাতিকে উচ্ছন্ন করিতে পারেন ইহার উৎকৃষ্ট দৃষ্টান্ত কেবল ইংরাজের দেখাইতে পারিয়াছেন। অথচ কে কি বলিতে পারেন ? এই ব্যবসা হইতে গবৰ্ণমেণ্টের অনুনি পাচ কোটি টাকা বাৎসরিক লাভ হয়। ইহা ভারতবর্ষের এখন যদি এই ব্যবসা উঠিয়া যায়, ভগবান প্রদত্ত, ইহ ীেবন দান করে, মৃত্যুকে বিনাশ করে, মুখকে জ্ঞানী করে, নিৰ্দ্ধনকে ধনী করে, এই সকল কথ। তাহার। ঐকতানিক স্বরে ु লিতে আরম্ভ করিয়াছেন । জিজ্ঞাস্য এই—অহিফেণ ভাল

  • মন্দ ? ইহার উত্তর কেবল ধান ভানিতে শিবের গীত । 瓦 ~.